সিকিম ভ্রমণ। পর্ব : ০৯

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি সিকিম ভ্রমণের সপ্তম পর্ব আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে। আর এই পোস্টে রয়েছে অসাধারণ কিছু ফটোগ্রাফি। তো দেরি না করে শুরু করা যাক।



IMG_20210107_065338_edited.jpg

সূর্য উঠার আগে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 08/01/2021



তো আমরা রাতে যে হোটেলে পৌঁছে রেস্ট করলাম আসলে ওই হোটেল অন্যান্য হোটেল থেকে আলাদা। এটা হোম-স্টে বলে। অর্থাৎ কোনো একটা বাড়ির যে রুম গুলো ফাঁকা থাকে সেই রুম গুলো ওই বাড়ির মালিক ভাড়া দেয়। এছাড়াও তারা তাদের ঘরোয়া খাবার আমাদের পরিবেশন করে।


IMG_20210107_070910.jpg

সূর্য সবে উঠছে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 08/01/2021



তো রাতে আমরা যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়লাম কারণ বাইরে খুবই ঠান্ডা পড়েছিলো।


ভোরের আলোয় আমার ঘুম ভেঙ্গে গেলো। আমি আর বিছানায় থাকতে পারলাম না। কারণ বাইরের প্রকৃতি এক নতুন সাজে সেজে উঠেছে। বাইরের এই প্রকৃতি আমায় পাগল করে দিচ্ছিল।


IMG_20210107_085703_edited.jpg

সূর্যের আলোয় সারা পাহাড় সোনালী বর্ণ ধারণ করেছে

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 08/01/2021



তারপর সকালের খাবার খেয়ে আশেপাশের প্রকৃতি দেখতে আবার বেরিয়ে পড়লাম।


IMG_20210107_075142_edited.jpg

পাহাড়ের দিকে তাকিয়ে একটু কবি কবি ভাব নিচ্ছি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 08/01/2021

IMG_20210107_074908_edited.jpg

আমরা যে হোম-স্টে তে ছিলাম তার নাম।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 08/01/2021

IMG_20210107_101009_edited.jpg

বিভিন্ন হোম-স্টের নাম ও ফোন নম্বর দেয়া রয়েছে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 08/01/2021



কিছুক্ষন পর আমরা একটা ঝর্না দেখতে পেলাম। একটা ঝর্ণা রাস্তার পাশে ছিলো। আর একটি ঝর্ণার জল গভীর পাহাড়ের জঙ্গলের ভিতর দিয়ে বয়ে আসছিলো।


IMG_20210107_101015.jpg

বরফ গলা জল নিয়ে নেমে আসছে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 08/01/2021



পাহাড়ি এই ঝর্ণা থেকে বয়ে আশা জল একটা মিষ্টি শব্দে নিচের দিকে প্রবাহিত হয়ে আসছিলো।


IMG_20210107_101118.jpg

ঝর্নাকে নিয়ে একটা সেলফি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 08/01/2021



আমি আবার একটু সাহসী প্রকৃতির ছেলে। তাই আমি গভীর জঙ্গল থেকে বয়ে আশা ঝর্ণার পানির উপরে বড়ো বড়ো পাথর বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। সত্যি বলছি অনেকটা উপরে গিয়ে আমি আর নিচের কাউকে দেখতে পাচ্ছিলাম না।



IMG_20210107_102707_edited.jpg

গভীর জঙ্গল থেকে ফেরার সময়।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 08/01/2021



তখন আমার মনে মনে একটু ভয় লাগছিলো। কারণ আশার সময় দাদা ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিল যে এই পাহাড়ি অঞ্চলে কি বাঘ দেখা যায় , তখন ড্রাইভার দাদা আমাদের বললো যে , মাঝে মাঝে চিতা বাঘ দেখা যায়।


IMG_20210107_102854_edited.jpg

কষ্ট হয়ে গেছে , তাই একটু পাহাড়ের পর বসে ছিলাম।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 08/01/2021



তাই আমি আর বেশি উপরে উঠলাম না। কিন্তু আমার সাথে কেউ এক জন থাকলে আমি আর একটু উপরে উঠার চেষ্টা করতাম।


IMG_20210107_103614_edited.jpg

ঝুলন্ত ব্রিজ।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 08/01/2021



নিচে এসে দেখি সবাই রেগে ফায়ার , কারণ আমি তাদের কথা না শুনে পাহাড়ের এত উপরে উঠেছি।


IMG_20210107_102321_edited.jpg

আমার সাথে যেতে যেতে মাঝ পথে হাপিয়ে গেছে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 08/01/2021



যাই হোক সেই দিনের মতো আমরা আর বেশি ঘুরলাম না , কারণ আমাদের আগের দিনের জার্নিটা একটু বেশিই হয়ে গেছিলো।


আজ এই পর্যন্ত। তো আশাকরি আপনাদের সবাইকে আমার এই সিকিম ভ্রমণ লেখনীর মাধ্যমে উপভোগ করাতে পারছি। তো আবার ফিরে আসবো সিকিম ভ্রমণের দশম পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 
আসলে সিকিম কখনও যাওয়ার হয়নি তবে এবার আপনার মাধ্যমে দেখে নিলাম ভাই।অবশ্য এর আগে বড় দাদা ও বৌদির পোস্টে সিকিমের অপরুপ সৌন্দর্য দেখেছিলাম।এবার আপনার মাধ্যমে আরও কিছু দৃষ্টি নন্দন ফটোগ্রাফি দেখতে পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর করে সিকিমের অপরুপ সৌন্দর্য আপনার চমৎকার ফটোগ্রাফির মাধ্যমে ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 last year 

ধন্যবাদ দাদা।

 last year 

খুবই সুন্দর একটি জায়গা ভ্রমণ করতে গিয়েছেন আপনি। জায়গাটি সত্যিই অনেক সুন্দর বিশেষ করে প্রথম ফটোগ্রাফি গুলো দেখতে তো অসাধারণ লাগছে। সকাল বেলার পাহাড়ের দৃশ্য দেখতে অসাধারণ লাগছে। ঝর্ণা বেশ সুন্দর লাগছে । জেনে ভালো লাগলো সাহস করে একা একাই পাহাড়ের উপরে চলে গিয়েছিলেন। ধন্যবাদ আপনার আমাদের সাথে খুব সুন্দর ভ্রমণের একটি পোস্ট শেয়ার করলেন।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70453.17
ETH 3808.25
USDT 1.00
SBD 3.51