সিকিম ভ্রমণ। পর্ব : ১০

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি সিকিম ভ্রমণের দশম পর্ব আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে। আর এই পোস্টে রয়েছে অসাধারণ কিছু ফটোগ্রাফি। তো দেরি না করে শুরু করা যাক।



IMG_20210108_113748_edited.jpg

মন চলে যায় সুদূর পানে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 09/01/2021



তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খেয়ে আবার পুনরায় বেরিয়ে পড়লাম নতুন আর একটা জায়গায়। জায়গাটির নাম হলো কালিংপং।

IMG_20210105_095100.jpg

বমি শেষে একটু ভাব নিয়ে ছবি তুললাম।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 09/01/2021


ঐদিন আমার শরীরটা খুব খারাপ ছিল। কারণ আমরা হঠাৎ করে বরফ অঞ্চল থেকে নরমাল ওয়েদারের অঞ্চলে যাচ্ছিলাম। রাস্তায় দুই তিন বার বমি হয়েছিল। আর সবথেকে বড়ো সমস্যা হচ্ছিলো শ্বাসকষ্ট। পাহাড়ি অঞ্চলে শ্বাস নিতে একটু অসুবিধা হয়। যাইহোক ঐদিন আমি আর বেশি ফটো তুলতে পারি নি।

IMG_20210108_090710_edited.jpg

হোটেলের বারান্দা হতে বাইরের দৃশ্য।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 09/01/2021


আমাদের নতুন হোটেলে যাওয়া মাত্রই আমি ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লাম। আমরা দুপুরের পরে ওই হোটেলে পৌঁছেছিলাম। যাই হোক সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু নিচে হাঁটতে বেরিয়েছিলাম। নীচে গিয়ে দেখি সবাই আগুন পোহাচ্ছে।



IMG_20210107_175553_edited.jpg

হোটেলের ছবি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 09/01/2021



পাহাড়ি অঞ্চলে রাতে একটু বেশি ঠান্ডা পরে। যাই হোক সময় নষ্ট না করে আমিও ওদের সাথে যোগ দিলাম।

IMG_20210107_193224_edited.jpg

আগুন পোহাতে খুব ভালো লাগছিলো।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 09/01/2021



পরমুহূর্তে ওই হোটেলের মালিক আমাদের জন্য মাংস নিয়ে আসলো কাবাব করার জন্য।



IMG_20210107_183348_edited.jpg

কাবাব কিন্তু খুব টেস্টি ছিলো।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 09/01/2021



কাবাব খেতে খেতে আমরা ওই বাড়ির মালিকের সাথে গল্প করতে লাগলাম। তিনি একজন এক্স আর্মি। ওনার চাকরি জীবনের বহু সাহসিকতার গল্প শুনতে লাগলাম।


তো বাইরের ঠান্ডা আরো বাড়তে লাগলো। তাই আমরা আর বাইরে দেরি না করে নিজেদের রুমে চলে গেলাম।



IMG_20210108_110849_edited.jpg

আমি কালিংপং কে ভালোবাসি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 09/01/2021



তো পরের দিন সকালে আমাদের গন্তব্য স্থান হলো কালিংপং পাহাড়ের একদম শীর্ষে যাওয়া। যেতে আমাদের প্রায় দুই ঘন্টা লেগেছিলো।


IMG_20210108_111410.jpg

কি হাঁসি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 09/01/2021



পাহাড়টির চূড়া একদম সবুজে ঘেরা। পাহাড়ের উপর থেকে যতদূর চোখ যায় শুধু পাহাড়ের চূড়া দেখা যায়।


IMG_20210109_071529_edited.jpg

পাহাড়ি বাঁশের বাগান।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 09/01/2021



চারিদিকের এই মনোরম দৃশ্য মন উজাড় করে দেয়। মনে হয় এক পাহাড় হতে আরেক পাহাড়ে পাখির মতো ডানা মেলে উড়ে যাই।

IMG_20210108_112152_edited.jpg

আনমনে হারিয়ে যাই আমি।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : M2007J20CI
ক্যামেরা লেংথ : 3 mm
তারিখ : 09/01/2021



তো চারিদিকে ঘুরে ঘুরে প্রকৃতির ছবি ক্যামেরা বন্দি করতে শুরু করলাম।


IMG_20210108_111609_edited.jpg

পাহাড়ের বিভিন্ন অনুষ্ঠান ওই বাড়িগুলোতে হয়।

IMG_20210108_111631_edited.jpg

অপরূপ সাজে সজ্জিত এই পাহাড়।

IMG_20210108_111634_edited.jpg

অতন্দ্র প্রহরীর মতো গাছগুলো দাঁড়িয়ে আছে।

ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : Redmi Note 8 Pro
ক্যামেরা লেংথ : 5 mm
তারিখ : 09/01/2021



এরপর ঘোরাঘুরি শেষ করে আমরা পুনরায় আবার হোটেলের দিকে রওনা দিলাম।


আজ এই পর্যন্ত। তো আশাকরি আপনাদের সবাইকে আমার এই সিকিম ভ্রমণ লেখনীর মাধ্যমে উপভোগ করাতে পারছি। তো আবার ফিরে আসবো সিকিম ভ্রমণের শেষ পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


ধন্যবাদ সবাইকে।


Sort:  
 last year 

সিকিম ভ্রমণের এ পর্বে এসে আপনি অনেক সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে।। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি আগুন পোহানো এবং বারবিকিউ বানানোর দৃশ্য অসাধারণ ছিল।।

 last year 

ধন্যবাদ দাদা।

 last year 

আসলেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে শরীরটা খারাপ হয়ে যায়। আপনি তো দেখছি কয়েকবার বমিও করেছেন। আমি তো গাড়িতে উঠতেই পারি না। আমার শরীর খারাপ হয়ে যায়। কালিংপং জায়গাটার নাম শুনেছিলাম। কিন্তু আপনার মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। জায়গাটা ভীষণ সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি উপভোগ করতে পেরেছি। আবার মজা করে কাবাব ও খেয়েছেন। সব মিলিয়ে দারুন লাগলো।

 last year 

সিকিম ভ্রমণ পর্ব ১০ পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি।সিকিম জায়গাটাও অসাধারণ মনে হচ্ছে।ঘোরাঘুরির সময় বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেকের মুখে শুনেছি পাহাড়ি অঞ্চলে অনেকের শ্বাসকষ্ঠ হয়ে যায়।আসলে অক্সিজেন লেভেল কমে যায় তাই হয়ত।যাই হোক তোলা প্রতিটি ছবিই বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

হ্যাঁ আপু পাহাড়ে শ্বাস নিতে খুব কষ্ট হয়।

জায়গাটির নাম হলো কালিংপং।

এই জায়গাটার নাম কেমন যেন শোনা শোনা লাগছে।

আর সমতল এলাকায় থেকে পাহাড়ি এলাকায় গেলে বা বরফ অঞ্চলে গেলে একটু অস্বস্তি ফিল হয়। সেটা সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে কিছুদিন আগে ঘুরতে গিয়ে। খুব ভালো লাগছে তোমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে সবাই একসাথে বসে আগুন পোহানো এবং সাথে তান্দুরি চিকেন খাওয়া, এর থেকে আনন্দের কিছু হয় না।

 last year 

ধন্যবাদ।

 last year 

কালিংপং জায়গাটার নাম শুনেছি দাদা। আপনার সিকিম ট‍্যুরে কালিংপং ভ্রমণটা ভালো খারাপ অস্বস্তি সব মিলিয়ে বেশ দারুণ ছিল। অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। দারুণ ছিল আপনার ভ্রমণের গল্পটা।।

 last year 

ধন্যবাদ দাদা।

 last year 

আপনি সিকিমের ভ্রমণ করতে গিয়ে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে এনেছেন এবং তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লেগেছে আমার। অজানা একটি স্থান সম্পর্কে অবগত হতে পারলাম আপনার পোষ্টের মধ্য দিয়ে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67651.34
ETH 3798.05
USDT 1.00
SBD 3.53