বাংলা ভাষা।কবিতা নং :- ৮৬

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে আমরা এমন দেশের জন্ম গ্রহণ করে নিজেদেরকে সত্যিই গর্বিত মনে করে কারণ আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। আসলে বাংলা ভাষার মতো এমন সুমধুর ভাষা পৃথিবীতে আর একটি ভাষাও নেই। আসলে এই ভাষার মধুরতা এবং গভীরতা এতই বেশি যে এই ভাষার সাথে অন্য কোন ভাষার কোন রূপ তুলনা করা যায় না। আসলে জন্মের পর আমাদের শেখা প্রথম দুটি শব্দ হল মা এবং বাবা। আসলে বাংলা ভাষার এই প্রথম দুটো শব্দ আমাদের মন কেড়ে নেয়। আপনি যখন বাংলা ভাষায় আপনার মাকে মা বলে ডাকবেন এবং বাবাকে বাবা বলে ডাকবেন তখন মনে হয় যেন এর থেকে সুমধুর ভাষা আর পৃথিবীতে একটিও হতে পারে না। আর এই ভাষার জন্য আমরা যেকোনো কিছুর সইতে রাজি আছি কিন্তু এই ভাষার অপমান আমরা এক মুহূর্তের জন্য সহ্য করতে রাজি নই।


আসলে পৃথিবীতে এমন কোন ভাষা নেই যে ভাষার জন্য মানুষ তাদের নিজেদের মূল্যবান প্রাণ দিয়েছে। পৃথিবীতে এই বাংলা ভাষা হল একটিমাত্র ভাষা যে ভাষার জন্য বহু লোক তাদের মূল্যবান প্রাণ দিয়েছেন এবং এই ভাষার মর্যাদা কখনো ক্ষুন্ন হতে দেননি। তারা এই বাংলা ভাষাকে নিজেদের মায়ের সমান বলে মনে করেন। আর এই বাংলা ভাষাকে অপমান করা মানে নিজের মাকে অপমান করা। আর পৃথিবীতে কেউ কখনো নিজের মাকে অপমান করা সহ্য করতে পারে না। আর এই জন্য এই বাংলা ভাষার জন্য যেসব লোক তাদের জীবন দিয়ে আজ শহীদ হয়েছেন তাদেরকে আমরা বাঙালিরা প্রতিবছর মনে করি।আসলে এই নির্দিষ্ট দিনের জন্য নয় তাদেরকে আমরা মনে করি সব সময়। কারণ এই ভাষা শহীদের জন্যই কিন্তু আমরা আজ বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে পেয়েছি।

আসলে একটা ভাষার প্রতি কতটা শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলে এই ভাষার জন্য জীবন দেওয়া যায়। আর বাঙালির কাছে এই বাংলা ভাষা হল তাদের আবেগের ভাষা। আসলে বাংলা ভাষার মাধ্যমে যেভাবে মনের অনুভূতি গুলো প্রকাশ করা যায় তা অন্যান্য কোন ভাষার মাধ্যমে হয়তোবা সেভাবে প্রকাশ করা যায় না। আসলে শুধুমাত্র আমরা বাঙালিরা নয় পৃথিবীর সকল লোক মনে করে যে এই বাংলা ভাষার মতো অন্য কোন ভাষা আর পৃথিবীতে নেই। তাইতো আমাদের সব সময় খেয়াল রাখা উচিত যে আমাদের এই বাংলা ভাষাকে কেউ যেন কোনোভাবে অপমান না করে। পূর্বে কেন বর্তমানেও এই বাংলা ভাষার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। আসলে এই বাংলা ভাষাকে নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গবেষণা করে চলেছেন। আর এই বাংলা ভাষার জন্য সত্যিই আমরা গর্বিত।


✠ বাংলা ভাষা ✠


পৃথিবীতে এত মধুর ভাষা,
আর তো কোথাও খুঁজে পাবে না।
বাংলা আমাদের মাতৃভাষা,
এই ভাষার মধুরতা আর কোথাও হবে না।


পৃথিবীতে এমন কোন ভাষা নেই,
যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে।
বাংলা ভাষাকে ভালোবেসে,
এই ভাষার জন্য কত প্রাণ গিয়েছে।


বাংলা ভাষা হল মায়ের সমান,
এই ভাষাকে ভালোবাসে সবাই।
যারা এই ভাষাকে অপমান করে,
তাদের মতন নিচু মানুষ পৃথিবীতে নাই।


বাংলা ভাষাতে প্রথম যখন আমরা,
মাকে মা বলে ডাকতে শুরু করি।
তখন থেকেই বুঝলাম আমরা,
এই ভাষার জন্য জীবন দিতে পারি।


যে জন এই ভাষাকে ভালবাসে না,
তাদের মতো কুলাঙ্গার পৃথিবীতে নাই।
তারা কেন এই দেশ ছেড়ে,
পরদেশেতে সকলের চলে যায়।


এই ভাষার মধুরতা যে বুঝতে শিখেছে,
সেই এই ভাষাকে ভালবেসেছে।
এই ভাষাকে নিয়ে বহু দেশেতে,
বিভিন্ন ধরনের গবেষণা এখনো চলছে।


জন্ম আমাদের ধন্য হলো,
কারণ এই ভাষাতে আমরা কথা বলি।
এমন ভাষার জন্য আমরা,
নিজেদের প্রাণও দিতে পারি।


এই ভাষার মর্যাদা রক্ষা করা,
আমাদের সকলের অবশ্যই দায়িত্ব।
এই ভাষার সম্মান রক্ষার জন্য,
সবাই আমরা যুদ্ধে নামতে প্রস্তুত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 6 months ago 

ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা।বাংলা ভাষা নিয়ে সুন্দর একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। বাংলা ভাষার মধুরতা-মিষ্টতা -গৌরব আপনার কবিতার প্রতিটি লাইনে লাইনে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। বেশ ভালো লেগেছে কবিতাটি। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপয়ানাকে।

 6 months ago 

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই প্রথমে। আসলে একটা ভাষার প্রতি কতটা শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে এই ভাষার জন্য জীবন দেওয়া যায়। আসলেই আমরা ধন্য এমন শহীদ
ভাইদের জন্য। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনার কবিতাগুলো পড়ার জন্য। আপনি বেশ দারুন কবিতা লেখেন এবং
বাস্তবতাকে কেন্দ্র করে লিখেন। এজন্য আপনার কবিতা পড়তে আমার আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65