মিলন মেলা। পর্ব:-০৫

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি মিলন মেলা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1000005213.jpg


আসলে প্রতিবছর এত সংখ্যক মেলা থাকে যে মাঝে মাঝে আর কখনো মেলায় যেতে ইচ্ছে করে না। কেননা সব ধরনের মেলায় প্রায় একই ধরনের জিনিসপত্র দেখা যায়। আসলে শুধুমাত্র বড় মেলা গুলোতে দোকানের সংখ্যা বেশি থাকে এবং ছোট মেলা গুলোতে দোকানের সংখ্যা কম থাকে। কিন্তু সারা মেলা ঘুরে যেসব দোকান আমরা দেখতে পাই তার সবগুলো দোকান কিন্তু একই রকমের হয়ে থাকে। অর্থাৎ এক এক প্রকারের দোকান প্রায় অনেক বেশি থাকে। আসলে যত মেলা বড় হোক না কেন তত সেই একই প্রকার দোকানের সংখ্যা বেশি থাকে কিন্তু মেইন জিনিস অর্থাৎ যেসব দ্রব্য একইরকম সে সব দ্রব্যের দোকান গুলো সমান থাকে। আসলে এভাবে বছরে যদি বারবার মেলা হয় তাহলে এই একই জিনিস দেখতে আমার আর তেমন বেশি ভালো লাগে না।


1000005224.jpg


মেলায় আসার আমার প্রধান কারণ হলো যেহেতু বিভিন্ন ধরনের মানুষ এই মেলায় ঘুরতে আসে আমি তাদের বিভিন্ন ধরনের আচার-আচরণ পর্যবেক্ষণ করে দেখা। এছাড়াও আমার আর কোন কাজ থাকে না মেলায় এসে। তাইতো মেলায় এসে সাধারণত আমি দোকানগুলো না দেখে চারিদিকের মানুষগুলোকে দেখতে থাকি। হয়তোবা আমি দোকানে যেসব জিনিস দেখতে পাব তার থেকে বেশি জিনিস আমি মানুষকে পর্যবেক্ষণ করে দেখতে পাই। কিছু কিছু গরিব মানুষ আছে যারা খুব কম পয়সা উপার্জন করে। কিন্তু এই কম পয়সা উপার্জন করার পরেও তাদের শখ তারা সব সময় পূরণ করার চেষ্টা করে। আর এজন্য তারা তাদের সঞ্চিত কিছু অর্থ দিয়ে এই মেলায় ঘুরতে আসে এবং বিভিন্ন ধরনের জিনিস কেনে।


1000005223.jpg


1000005222.jpg


আর এভাবেই মানুষকে দেখতে দেখতে আমার প্রায় অর্ধেকটা সময় পার হয়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চারা যখন মেলায় আসে তাদের দুষ্টুমি এবং আবদার দেখে আমাদের খুব ভালো লাগে। আসলে তারা যেভাবে কোন কিছু কেনার জন্য বায়না করে তা দেখলে আমার খুব হাসি পায়। আর আমি যদি মাঝে মাঝে সুযোগ পাই তাহলে কিন্তু তাদের পিছনে লাগার থেকে দূরে থাকি না। অর্থাৎ তারা কি করছে না করছে সেটি কিন্তু দেখার চেষ্টা করি এবং মাঝে মাঝে তাদের মাথায় লুকিয়ে আলতো করে হাত বুলিয়ে দিয়ে যায়। যাইহোক এভাবে একই ধরনের জিনিস গুলো দেখতে দেখতে আমার আর বেশি ভালো লাগে না তাই মাঝে মাঝে মনে হয় যে এখনই বাড়ি চলে যাই। কিন্তু আমার গিন্নি যে কি মজা পায় এই একই জিনিস বারবার দেখে।


1000005225.jpg


আর এদিকে আমি যে খেলাধুলার জায়গাটায় এসে সময় কাটাবো তার কোন কারণ ছিল না। কেননা বাচ্চাদের এই খেলাধুলার জায়গাতে যখন মানুষ ভর্তি থাকে তখন বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চারাই খেলাধুলা গুলো উপভোগ করে। আসলে এই বাচ্চাদের খেলনার জায়গাগুলোতে এসে দেখলাম যে সেটি পুরো ফাঁকা পড়ে আছে। আসলে এই জিনিসগুলো দেখে দোকানদারদের জন্য আমার বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক তখন আমি চেষ্টা করলাম যে আর কিছুটা সময় নিজের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। কেননা আমার আর এই মেলায় ভালো লাগছিল না। যেহেতু কাজ করে এসেছি তাই আমি ক্লান্ত ছিলাম। তাই চেষ্টা করলাম যে যত দ্রুত সম্ভব এই মেলা থেকে বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা দেয়ার জন্য। কিন্তু মনে সাহস হচ্ছিল না গিন্নিকে বলার জন্য।


ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 5.89 mm



আশাকরি আজকের এই ফটোগ্রাফিক পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 months ago 

মেলায় ঘুরাঘুরি করতে কার না ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে। আপনি তো দেখছি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এই মেলায় গিয়ে। আজকে আপনি মেলায় ঘুরাঘুরি করার পঞ্চম পর্ব শেয়ার করেছেন দেখেই তো খুব ভালো লাগলো। মেলা থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন। যেগুলো দেখতে আমার কাছে আরো ভালো লেগেছে।

 2 months ago 

আপনার মেলায় ঘুরাঘুরি করার সুন্দর কিছু মুহূর্ত দেখে তো অনেক ভালো লেগেছে দাদা। ঘুরাঘুরি করতে কেনা পছন্দ করে। আর যদি হয় মেলা, তাহলে তো কোনো কথাই নেই। আমার তো এরকম সুন্দর মেলায় গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না। অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার ঘুরাঘুরির এই পর্বটা। ধন্যবাদ দাদা সবার মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76535.07
ETH 2962.73
USDT 1.00
SBD 2.65