মিলন মেলা। পর্ব:-০৫
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি মিলন মেলা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে প্রতিবছর এত সংখ্যক মেলা থাকে যে মাঝে মাঝে আর কখনো মেলায় যেতে ইচ্ছে করে না। কেননা সব ধরনের মেলায় প্রায় একই ধরনের জিনিসপত্র দেখা যায়। আসলে শুধুমাত্র বড় মেলা গুলোতে দোকানের সংখ্যা বেশি থাকে এবং ছোট মেলা গুলোতে দোকানের সংখ্যা কম থাকে। কিন্তু সারা মেলা ঘুরে যেসব দোকান আমরা দেখতে পাই তার সবগুলো দোকান কিন্তু একই রকমের হয়ে থাকে। অর্থাৎ এক এক প্রকারের দোকান প্রায় অনেক বেশি থাকে। আসলে যত মেলা বড় হোক না কেন তত সেই একই প্রকার দোকানের সংখ্যা বেশি থাকে কিন্তু মেইন জিনিস অর্থাৎ যেসব দ্রব্য একইরকম সে সব দ্রব্যের দোকান গুলো সমান থাকে। আসলে এভাবে বছরে যদি বারবার মেলা হয় তাহলে এই একই জিনিস দেখতে আমার আর তেমন বেশি ভালো লাগে না।
মেলায় আসার আমার প্রধান কারণ হলো যেহেতু বিভিন্ন ধরনের মানুষ এই মেলায় ঘুরতে আসে আমি তাদের বিভিন্ন ধরনের আচার-আচরণ পর্যবেক্ষণ করে দেখা। এছাড়াও আমার আর কোন কাজ থাকে না মেলায় এসে। তাইতো মেলায় এসে সাধারণত আমি দোকানগুলো না দেখে চারিদিকের মানুষগুলোকে দেখতে থাকি। হয়তোবা আমি দোকানে যেসব জিনিস দেখতে পাব তার থেকে বেশি জিনিস আমি মানুষকে পর্যবেক্ষণ করে দেখতে পাই। কিছু কিছু গরিব মানুষ আছে যারা খুব কম পয়সা উপার্জন করে। কিন্তু এই কম পয়সা উপার্জন করার পরেও তাদের শখ তারা সব সময় পূরণ করার চেষ্টা করে। আর এজন্য তারা তাদের সঞ্চিত কিছু অর্থ দিয়ে এই মেলায় ঘুরতে আসে এবং বিভিন্ন ধরনের জিনিস কেনে।
আর এভাবেই মানুষকে দেখতে দেখতে আমার প্রায় অর্ধেকটা সময় পার হয়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চারা যখন মেলায় আসে তাদের দুষ্টুমি এবং আবদার দেখে আমাদের খুব ভালো লাগে। আসলে তারা যেভাবে কোন কিছু কেনার জন্য বায়না করে তা দেখলে আমার খুব হাসি পায়। আর আমি যদি মাঝে মাঝে সুযোগ পাই তাহলে কিন্তু তাদের পিছনে লাগার থেকে দূরে থাকি না। অর্থাৎ তারা কি করছে না করছে সেটি কিন্তু দেখার চেষ্টা করি এবং মাঝে মাঝে তাদের মাথায় লুকিয়ে আলতো করে হাত বুলিয়ে দিয়ে যায়। যাইহোক এভাবে একই ধরনের জিনিস গুলো দেখতে দেখতে আমার আর বেশি ভালো লাগে না তাই মাঝে মাঝে মনে হয় যে এখনই বাড়ি চলে যাই। কিন্তু আমার গিন্নি যে কি মজা পায় এই একই জিনিস বারবার দেখে।
আর এদিকে আমি যে খেলাধুলার জায়গাটায় এসে সময় কাটাবো তার কোন কারণ ছিল না। কেননা বাচ্চাদের এই খেলাধুলার জায়গাতে যখন মানুষ ভর্তি থাকে তখন বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চারাই খেলাধুলা গুলো উপভোগ করে। আসলে এই বাচ্চাদের খেলনার জায়গাগুলোতে এসে দেখলাম যে সেটি পুরো ফাঁকা পড়ে আছে। আসলে এই জিনিসগুলো দেখে দোকানদারদের জন্য আমার বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক তখন আমি চেষ্টা করলাম যে আর কিছুটা সময় নিজের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। কেননা আমার আর এই মেলায় ভালো লাগছিল না। যেহেতু কাজ করে এসেছি তাই আমি ক্লান্ত ছিলাম। তাই চেষ্টা করলাম যে যত দ্রুত সম্ভব এই মেলা থেকে বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা দেয়ার জন্য। কিন্তু মনে সাহস হচ্ছিল না গিন্নিকে বলার জন্য।
ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 5.89 mm
আশাকরি আজকের এই ফটোগ্রাফিক পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
মেলায় ঘুরাঘুরি করতে কার না ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে। আপনি তো দেখছি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এই মেলায় গিয়ে। আজকে আপনি মেলায় ঘুরাঘুরি করার পঞ্চম পর্ব শেয়ার করেছেন দেখেই তো খুব ভালো লাগলো। মেলা থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন। যেগুলো দেখতে আমার কাছে আরো ভালো লেগেছে।
আপনার মেলায় ঘুরাঘুরি করার সুন্দর কিছু মুহূর্ত দেখে তো অনেক ভালো লেগেছে দাদা। ঘুরাঘুরি করতে কেনা পছন্দ করে। আর যদি হয় মেলা, তাহলে তো কোনো কথাই নেই। আমার তো এরকম সুন্দর মেলায় গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না। অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার ঘুরাঘুরির এই পর্বটা। ধন্যবাদ দাদা সবার মাঝে শেয়ার করার জন্য।