ভেদাভেদ। কবিতা নং :- ৯২

in আমার বাংলা ব্লগ8 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে পৃথিবীতে আমরা কিন্তু সবাই ধনীর ঘরে জন্মগ্রহণ করি না। কারণ জন্ম-মৃত্যু সব বিধাতার হাতে। আর এই পৃথিবীতে কার জন্ম ধনী পরিবারে হবে এবং কার জন্ম গরিব পরিবারে হবে সবকিছুই বিধাতা নির্ণয় করে দেন। আসলে মানুষ কিন্তু অনেকে রয়েছে যারা গরিব পরিবারের জন্ম গ্রহণ করেও তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা আজ পৃথিবীতে ধনী লোকে পরিণত হয়েছে। কিন্তু গরিব থেকে ধনী হওয়ার এই পথটা কিন্তু অনেক বেশি কঠিন অন্যান্য পথ অপেক্ষা। কারণ সমাজের বহু লোক তোমাকে পিছনের দিকে টেনে রাখবে। কেউ তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে দেবে না। আসলে এই পৃথিবীতে যদি সবাই ধনী হয়ে যায় তাহলে কাউকে শাসন করার মত মানুষ পৃথিবীতে থাকবে না। আসলে যারা ধনী রয়েছেন তারা এই ধনী হওয়ার প্রধান কারণ হলো এইসব নিচু শ্রেণীর লোকেদের পরিশ্রমের প্রধান কারণ। কারণ এসব নিচু শ্রেণীর লোকেরা যদি পরিশ্রম না করতো তাদের কলকারখানায় তাহলে পৃথিবী থেকে ধনী লোকেরা আবার গরিব লোকে পরিণত হতো। আসলে এদিক বিবেচনা করলে প্রতিটা ধনী লোকের উচিত এসব গরিব লোকেদের সব সময় সাহায্য করা।


কিন্তু ধনী লোকেরা কখনো গরিব লোকেদের সামান্য টুকু সাহায্য করে না। বরং তারা এসব গরিব লোকেদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে। আসলে এইসব অত্যাচারের ফলে বহু লোক রয়েছে যারা আত্মহত্যার পথ বেছে নেয়। আসলে তারা যে পরিশ্রম করে সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিকও যদি এসব গরিব মানুষেরা পেত তাহলে তারা সুন্দরভাবে দিন যাপন করতে পারত। কিন্তু তাদের সঠিক পারিশ্রমিক তারা কখনোই পায় না। এছাড়াও মানুষ যদি কঠোর পরিশ্রম করে তাহলে তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবে। কিন্তু আপনাকে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ অন্যান্য মানুষ অপেক্ষা আমাদের জীবনটা অনেক বেশি কঠিন।


✠ ভেদাভেদ ✠


মানুষে মানুষে এত ভেদাভেদ,
দেখতে পাই আমরা এই সমাজে।
মানুষ মানুষকে খুন করে,
কোন ভালোবাসা নেই পৃথিবী মাঝে।


এত হিংস্র হতে পারে মানুষ,
তা কখনো জানা ছিল না আগে।
পশুর মত এত আচরণ কখনো,
আশা করিনি মানুষের মাঝে,


কতই না কষ্ট করে মানুষ,
একটু ভালোভাবে বাঁচার আশায়।
বাঁচতে গেলে সংগ্রাম করতে হবে,
নতুবা পড়ে থাকবে নিরাশায়।


সমাজের উঁচু লোকেরা সব সময় চেষ্টা করে,
কি করে প্রচুর অর্থ কমানো যায়।
এত অর্থের লোভে তারা,
মানুষকে সবসময় কষ্ট দেয়।


মানুষকে কখনো কষ্ট দিয়ে,
এই পৃথিবীতে বড় হওয়া যায় না।
কষ্ট দিয়ে তুমি বড় হতে চাও,
তাহলে মানুষ তোমায় ভালোবাসবে না।


শিক্ষিত ধনী লোক সব সময় চেষ্টা করে,
কি করে মানুষের উপকার করা যায়।
মানুষ তাদেরকে ভালোবাসে,
তাদের স্থান থাকে মানুষের মাথায়।


জীবনের প্রধান উদ্দেশ্য হবে,
মানুষের উপকার করতে হবে তাই।
এজন্য অনেকে জীবন দিয়েছে,
তবুও মানুষের ক্ষতি করেনি ভাই।


মানুষ নাকি মানুষের জন্য,
অন্য কোন প্রাণী পৃথিবীতে নাই।
মানুষের উপকারের বিসর্জন দিয়ে,
বহু গুণী ব্যক্তি আর পৃথিবীতে নাই।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 8 months ago 

মানুষের মধ্যে মানবতা না থাকায় মানুষের মধ্যে এত ভেদাভেদ সৃষ্টি হচ্ছে এবং দিন দিন এটি বেড়েই যাচ্ছে। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। খুব ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 8 months ago 

সমাজের মাঝে মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া যায় সম্ভবত ঐ দুইটা শব্দ দিয়েই ধনী এবং গরীব। এবং এই পার্থক্য টা হয়ে থাকে টাকার কারণে। একজন গরীব মানুষের ধনী হওয়ার পথটা মোটেই সহজ না বরং খুবই কঠোর। আর আমাদের সমাজের মানুষের একটা অভ‍্যাস কেউ এগিয়ে যেতে গেলে অন‍্যরা তাকে টেনে ধরে হা হা। আপনার লেখা এবং অনু কবিতা টাও বেশ চমৎকার ছিল দাদা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76576.73
ETH 3043.84
USDT 1.00
SBD 2.62