সময়ের অপেক্ষায়। কবিতা নং :- ৮৪steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ7 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



এই পৃথিবীতে সময় হলো এক বিশাল স্রোতধারা। যে স্রোতধারাকে থামানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। সময় হলে এমন এক জিনিস যা কোন ব্যক্তি বিশেষ জাতির জন্য কখনোই অপেক্ষা করে না। এমন কোন ধনী ব্যক্তি নেই পৃথিবীতে যে এই সময়কে তার অর্থ দিয়ে ক্রয় করতে পারবে। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে এই সময়কে কেউ রুখে দাঁড়াতে পারবে না। সময় এমনই এক মূল্যবান জিনিস যে কোন কিছুর বিনিময়ে এই সময়কে এক মুহূর্তের জন্য কেউ আটকে রাখতে পারবেনা। আসলে সময়মতো তাই পৃথিবীতে সকল কাজ করা উচিত। কারণ সময় মত যদি কোন কাজ করা না হয় তাহলে অসময়ের সেই কাজটি কখনোই সম্পন্ন করা যায় না। এই পৃথিবীতে অনেক ব্যক্তিরা তাদের সকল কাজ এই সময়মতো সম্পন্ন করে এবং তারা জীবনে অনেক উন্নতি লাভ করতে পেরেছে।


জীবনে আবার অনেক ব্যক্তি রয়েছে যারা এই সময়কে সঠিকভাবে ব্যবহার না করে তারা ধনী থেকে আজ একদম নিঃস্ব হয়ে গেছে। আসলে এই সময় হলো এমন এক জিনিস যা আপনি সঠিকভাবে ব্যবহার করবেন সে আপনাকে সবসময় উন্নতির শিখরে পৌঁছে দেবে এবং এই সময়ের অপব্যবহার করলে আপনাকে একদম ধনী থেকে গরিবের পরিণত করে দেবে। আসলে এই পৃথিবীতে সবার সময় কিন্তু একই রকম চলে না। কারো কারো সময় সব সময় ভালো চললেও আবার কারো কারো সময় কখনোই ভালো চলে না। অনেকে আছে যারা সারা জীবন ভর দুঃখের মাঝে দিন কাটায়। তারা যতই পরিশ্রম করুক না কেন তাদের জীবনের কখনো উন্নতি হয় না। আসলে তারা মনে করে যে তাদের সময় কখনোই ভালো আসবে না। আসলে মানুষ মনে করে যে সময়ের সঠিক ব্যবহার না করার ফলে তারা হয়তোবা কোনো ভালো সুফল দেখতে পারবেনা।


কিন্তু আসলে বিষয়টি একদিক থেকে সঠিক হলেও অন্য দিক থেকে বিচার বিবেচনা করলে দেখা যায় যে অনেক ব্যক্তির জন্য এইসব গরিব লোকেরা কখনোই ভালো সময়ের মুখ দেখতে পায় না শত পরিশ্রম করার ফলেও। কারণ এই সব গরিব ব্যক্তিদের উপর অত্যাচার করে এইসব ব্যক্তিরা প্রচুর টাকা ইনকাম করে। কিন্তু এসব গরিব ব্যক্তিরা এত কঠোর পরিশ্রম করেও তারা বেশি অর্থ উপার্জন করতে পারেনা। আসলে সময় তাদের সঙ্গ দিলেও এসব অসৎ ব্যক্তিরা তাদের এই সময়কে নষ্ট করে দেয়। আর এজন্যই তারা সবসময় গরিব থেকে নিজেদের অবস্থাকে কখনো উন্নত করতে পারে না। এছাড়াও এসব অসৎ ব্যক্তিদের অসৎ কাজকর্মের জন্য সময় একদিন না একদিন তাদেরকে এতটাই কষ্ট দেয় যে তারা তাদের সারা জীবনের এই পাপকে উপলব্ধি করে এবং এই পাপের শাস্তি পেতে থাকে।

✠ সময়ের অপেক্ষায় ✠


জীবনের সময় সঠিকভাবে,
সব সময় ঠিকঠাক চলে না।
কখনো তাদের সুখের দিন এলে,
আবার দুঃখ আসতে সময় লাগে না।


সব দিন সকলের সমানভাবে,
একই রকম কখনো চলে না।
দুঃখ কষ্ট নিয়ে দিন কাটে,
ব্যথা বেদনা ছাড়া জীবন হয় না।


জীবনে অনেক ঘাত প্রতিঘাত,
সবাইকে সবসময় সহ্য করতে হয়।
পৃথিবীতে এমন মানুষ তো নাই,
যার সারা জীবন আনন্দ চলে যায়।


অনেকে আছে এই পৃথিবীতে,
যারা কখনো সুখের মুখ দেখেনা।
অনাহারে তাদের দিন কাটে,
দুবেলা দুমুঠো কখনো খেতে পায় না।


সমাজের এই প্রতিকূল পরিবেশে,
তারা কষ্টের মাঝে বেড়ে ওঠে।
সমাজের প্রতিটা লোক তাদের ঘৃণা করে,
ভালোবাসা পায় না এই সমাজের মাঝে।


কত কষ্টে তাদের দিন কেটে যায়,
কোথাও পায় না একটুকু সম্মান।
সম্মান তো বহু দুরের কথা,
কেউ তাদের মানুষ হিসেবে গণ্য করে না।


ভালো সময় আসবে বলে,
তারা সব সময় অপেক্ষাতে থাকে।
সময়ের এই স্রোতধারায়,
তাদের শুধুমাত্র প্রহর কাটে।


সবাই মিলে যদি সাহায্য করি,
তাহলে গরিবেরাও সুদিন দেখবে।
তাদের সময় বদলে যাবে,
আনন্দে তারা দিন কাটাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 7 months ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে সময়কে কেন্দ্র করে বেশ অসাধারণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাগুলো পড়তে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। আসলে মানুষের জীবনে সব সময় একই চলে না বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সময় চলে সময়ের গতিতে কখনো কারো জন্য থেমে থাকে না। পৃথিবীর সব কিছু স্থির থাকলেও সময় তার গতিতে চলতে থাকে। আমাদের সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। হ্যাঁ আমরা অনেক সময় মূল্যবান সময় নষ্ট করে জীবনের এই যাত্রা ধীরস্থির করে ফেলে যখন পিছিয়ে পড়ি। তখনই বিষয়টি উপলব্ধি করতে পারি। সেই অনুভূতি থেকে দারুন কবিতা লিখেছেন অনেক ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আজকে আপনি আমাদের মাঝে সুময়কে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি কবিতা পড়তে পেরে খুব ভালো লাগলো৷ সময় কখনো কারো জন্য থেমে থাকে না৷ সময় সব সময় চলমান থাকে৷ আমাদের সকলকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়৷ আপনার এই কবিতার মধ্যে আপনি খুব সুন্দর সুন্দর কিছু বিষয় ফুটিয়ে তুলেছেন যা পড়ে খুব ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.07
ETH 2408.18
USDT 1.00
SBD 2.43