কাজ। কবিতা নং :- ৭০

in আমার বাংলা ব্লগ6 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে জীবনে কাজের কোন শেষ নাই। মনে হয় আপনার কাছে আপনার জীবনটা খুব ছোট। কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে এই ছোট জীবনে পুরোটা সময় জুড়ে কাজ আর কাজ থাকে। আপনি এক দিক থেকে দেখবেন যে আপনার জীবনের সময় একদিক থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। কিন্তু আপনি যখন কোন কাজ করতে শুরু করবেন তখন মনে হবে যেন সবকিছুই থমকে আছে। আর আপনার কাজটি কখনোই শেষ হচ্ছে না। আসলে আপনি একটি কাজ যখন শেষ করবেন তারপরে দেখবেন যে আরেকটি কাজ আপনার জন্য অপেক্ষা করে আছে। তাইতো সবাই বলে যে শিক্ষার কোন বয়স নেই আর কাজের কোন শেষ নেই। এই পৃথিবীতে পরিশ্রমী ব্যক্তিরা কখনোই বসে থাকে না।


একজন পরিশ্রমী লোক তার জীবনের প্রতিটা সময় সঠিকভাবে ব্যবহার করে। সে জানে সময়ের মূল্য তাদের জীবনে কতটা বেশি। এই পৃথিবীতে অন্যান্য সব কিছু চলে গেলেও হয়তোবা আপনি ফিরে পেতে পারবেন। কিন্তু সময় একবার চলে গেলে সেই সময় আর কখনোই ফিরে পাওয়া যায় না। আসলে যেসব মানুষ সময়ের মূল্য দিতে জানে তারা জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারে। এছাড়াও তাদের দ্বারা যেসব কাজ সম্পন্ন হয় সেসব কাজ কিন্তু পুরোটাই সঠিকভাবে সম্পন্ন হয়। আসলে সময় মতো কোনো কাজ করলে সেই কাজ কখনোই আটকে থাকে না। আর অসময়ে কোন কাজ করলে সেই কাজ কখনোই সঠিকভাবে সম্পন্ন হয় না। আসলে কাজ যদি সম্পূর্ণ হয় তাহলেও সঠিক সময়ে কাজটি করতে যেয়ে সময় লাগে তার থেকেও কিন্তু অনেক বেশি সময় লাগে এই অসময়ের কাজটি সম্পন্ন হওয়ার জন্য।


এছাড়াও এই পৃথিবীতে অলস ব্যক্তিদের দ্বারা কখনো কোনো কাজ সম্পন্ন হয় না। তারা সবসময় অলসতায় দিন জীবন যাপন করতে ভালোবাসে। আসলে তারাই কিন্তু অসময়ে সবথেকে বেশি কাজ করে। তাই তাদের ১০০ টা কাজের ভিতর প্রায় ৯৯ টা কাজ অসম্পূর্ণ থেকে যায়। আসলে এই পৃথিবীতে আমাদের দ্বারা অনেক কাজ সম্পন্ন হয়। আসলে একজন সামাজিক জীব হিসেবে আমাদের এসব কর্তব্য অবশ্যই পালন করতে হবে। দেখতে দেখতে জীবনের সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু এই সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে আমরা জীবনে আর কখনো সফলতার মুখ দেখতে পাবো না। তাইতো জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে।


✠ কাজ ✠


হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি,
তবু দেখি রাস্তার শেষ নাই।
জীবনের এই পথ শেষ হবে কবে,
জীবনে কি তাহলে শান্তি নাই।


মনে হয় জীবন খুবই ছোট,
কিন্তু কাজের বেলায় তো ছোট নয়।
যতই কাজ করো না তুমি,
কাজের তো আর শেষ নাই।


জীবন যুদ্ধে হেরে গেলে,
যদি তুমি ভাবো সব হারিয়েছে।
তাহলে তোমার জীবন শেষ হবে,
কোন কিছুই আর হবেনা।


হেরে গিয়েও নতুন করে,
তুমি যদি কাজ শুরু করো।
একদিন না একদিন জয়ী হবে,
সফলতার মুখ দেখবে আবারও।


জীবনে যদি পরিশ্রম করো,
একমাত্র সুখের মুখ দেখবে তখনই।
অলসতায় যদি দিন কাটাও তুমি,
দুঃখ ছাড়বে না তোমার পিছু খানি।


সুখের মুখ দেখা সহজ নয়,
এর জন্য অনেক বিসর্জন দিতে হয়।
সুখের জন্য তোমাকে অনেক,
সঠিক মূল্য দিতে হয়।


কাঁটা বিছানো পথ দিয়ে তোমাকে,
সামনে এগিয়ে যেতে হবে।
যদি রাস্তায় থেমে যাও একবার,
পুনরায় সব কিছু শুরু করতে হবে।


তাইতো অলসতা বাদ দিয়ে সবাই,
এখনই কাজে লেগো পরো ভাই।
অসময়ে কাজ করলে পরে,
কাজ করতে করতে দেখবে ভাই আর নাই।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 6 months ago 

ভাইয়া আপনার আজকের কবিতা এবং কবিতার উপরে যে সকল লেখা লিখেছেন যেগুলি এক কথায়,একজন অলস মানুষকেও অনুপ্রেরণার যোগান দিবে যদি সে মানুষ মন দিয়ে আপনার পোস্ট এবং কবিতাটি পরে থাকে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্যে।

 6 months ago 

জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের কবিতাটা পিক ছিল, গভীরতা ছিল অনেক আপনার কথাগুলোর। বিষয়গুলো উপলব্ধি করার মতো।

 6 months ago 

কাজ নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। পড়ে খুবই ভালো লাগলো। আর কবিতার ভাবার্থ গুলি দারুন। ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

 6 months ago 

আমাদের যে কোন কাজে অংশগ্রহণ করা এবং প্রাধান্য দেয়া উচিত। কারণ মানুষ যখন হেরে যায় তখন থেমে যায় না,যদি মনের মধ্যে সেই সংকল্প থাকে অবশ্যই একদিন কাজের মাধ্যমে সাফল্য বয়ে আনতে পারে।

 6 months ago 

কাজ নিয়ে খুবই সুন্দর একটা কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। সবসময় খুবই সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ প্রতিনিয়ত এই কবিতা যেন আরো সুন্দর হচ্ছে। আজকের এই কবিতার মধ্যেও আপনি অনেকগুলো বাস্তবিক বিষয়বস্তু তুলে ধরেছেন যা পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ এই কবিতার সবগুলো লাইন আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ তার মধ্যে কিছু লাইন এখানে:

হেরে গিয়েও নতুন করে,
তুমি যদি কাজ শুরু করো।
একদিন না একদিন জয়ী হবে,
সফলতার মুখ দেখবে আবারও।

 6 months ago 

বাহ বেশ চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। একদম বাস্তবতাকে সুন্দর করে তুলে ধরেছেন কবিতার মধ্যে। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ সবার উদ্দেশ্যে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63721.78
ETH 3503.08
USDT 1.00
SBD 2.54