ভুল। কবিতা নং :- ২৯

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png

সোর্স



কথায় আছে না ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আর এই ভুল যদি পৃথিবীতে না থাকতো তাহলে মানুষ নতুন নতুন শিক্ষা কখনোই গ্রহণ করতে পারত না। মানুষ তার ভুল থেকে শিক্ষা নয় নতুন কিছু তৈরি করার অথবা নতুন কিছু সৃষ্টি করার। মানুষ মাত্রই ভুল করে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যারা কখনোই ভুল করেনি। এই ভুল থেকেই তারা শিক্ষা নিয়ে পৃথিবীতে নতুন অনেক কিছু দিয়ে গেছেন।


ভুল মাত্রই মানুষ করে। কিন্তু এই ভুলের জন্য অনেককে কঠোর শাস্তি পেতে হয়। কিন্তু যদি মানুষকে শাস্তি না দিয়ে এই ভুল কর্মের কুফল সম্পর্কে জানানো যায় তবে তারা কখনোই এই একই রকম ভুল করবে না। পৃথিবীতে অনেকেই আছেন যারা ভুল করে একদম ভেঙে পড়েন। কিন্তু ভুল করে কখনোই ভেঙে পড়া চলবে না।


ভুল করে তুমি যদি ভেঙে পড়ো তাহলে তুমি আর কিছুই শিখতে পারবে না। তোমাকে অবশ্যই ভুলের কারণ খুঁজে বের করতে হবে। এই ভুলের কারণ বের করে তোমাকে সেটি সংশোধন করতে হবে। তুমি যদি কোন ভুলকে অবহেলা করে সামনের দিকে এগিয়ে যাও তাহলে সেই ভুলই এক সময় বড় আকার ধারণ করবে। তাই ছোট ভুলকেও আমাদের প্রাধান্য দিতে হবে।


যদি আমরা ছোট ভুলকে প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের এই ভুলের পরিমাণ দিন দিন কমে যাবে। এমন এক সময় হবে যে আমাদের আর কখনোই কোন কাজে কোন রকম ভুল হবে না। আর আমরা যদি এই ছোট ছোট ভুলকে উপেক্ষা করে চলে যাই তাহলে এই ভুল একদিন মহাসমুদ্রের আকার ধারণ করবে।


যদি তুমি কোন ইলেকট্রিকের কাজে ভুল করে একটি তারের জায়গায় অন্যটি লাগিয়ে দাও তাহলে এই ছোট ভুল পরবর্তীতে বড় আকার ধারণ করে পুরো সিস্টেমটাকেই নষ্ট করে দিতে পারে। তাইতো ছোট ছোট ভুলকে আমরা কখনো উপেক্ষা করবো না। ভুলকে কখনোই ছোট ভাবা যাবে না। কারণ এই ভুলের মাশুল পরবর্তীতে তোমাকে গুনতে হবে।


আমরা সাধারণত এপিজে আব্দুল কালামের কথা স্মরণ করতে পারি। যিনি তার জীবনে অনেক ভুল করেছেন। কিন্তু এই ভুল থেকে তিনি শিক্ষা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে গেছেন। এই ছোট ছোট ভুলের কারণে তাকে বড় মাপের খেসারত দিতে হয়েছিল। বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের কথাও শুনতে হয়েছিল। কিন্তু তবুও তিনি ভেঙে পড়েন নি। এই ছোট ছোট ভুলকে তিনি শুধরে তার নাম আজ পৃথিবীতে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি জীবনে জয়ী হতে পেরেছেন।


তাইতো আমাদের জীবনে জয়ী হওয়ার একমাত্র কারণ হলো এই ভুলকে সংশোধন করা। আর আমরা নিজেদের ভুলকে সংশোধন করা শিখতে পারলেই আমরা পৃথিবীতে উন্নতি লাভ করতে পারব। যদি না আমরা এই নিজের ভুলকে সংশোধন করতে না পারি তাহলে আমাদের অবনতি নির্ধারিত। কোন কাজকেই ছোট বলে ধারণা করা যাবে না। আমার তো মনে হয় বড় কাজের অপেক্ষা ছোট কাজে বেশি ভুল হয়। তাই সকল কাজকে আমাদের সমানভাবে প্রাধান্য দিতে হবে।


এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন যারা ছোট ছোট ভুলের কারণে আজ অনেক পিছিয়ে আছেন। তারা অল্পতেই ভেঙ্গে পড়েন। জলদি না তারা এই ভুল কে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে পারতো তাহলে তাদের নাম আজ স্বর্ণাক্ষরে লেখা থাকতো। ইচ্ছা করে ভুল করাটা এটা সবথেকে বড় অপরাধ। তুমি ইচ্ছা করে ভুল করলে এমনও হতে পারে তোমার এই ভুলের মাশুল অন্যকে পোহাতে হলো। ধরো তুমি একটা বাড়িতে বিদ্যুতের কাজ করছো। তোমার সামান্য ভুল ওই বাড়িটাকে পুরো পুড়িয়ে দিতে পারে। তাইতো সকল কাজে আগ্রহ নিয়ে এগিয়ে যেতে হবে।


আর কোন ভুলকেই আমরা অপেক্ষা করবো না। সকল কাজ মনোযোগ সহকারে আমরা করার চেষ্টা করব। এর ফলে আমরা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারব। কোথায় আছে না ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। তেমনি ছোট ছোট ভুল অনেক বড় ভুলের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের সবার উচিত এইসব ভুলকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার।

ভুল


ভুল যদি না থাকে,
আমাদের জীবনে।
নতুন কিছু শিখতে,
পারতামনা এই ভুবনে।


ভুল থেকে মানুষ,
নতুন কিছু শেখে।
এই শিক্ষা নিয়ে,
ছোটে দেশ গড়ার কাজে।


ছোট ছোট ভুল থেকে,
যদি শিক্ষা হয়।
বড় ভুলের কাছ থেকে,
তবে বাঁচা যায়।


ভুলকে যদি তোমরা,
উপেক্ষা করো যদি।
এই ভুল পড়ে,
কাঁদাবে মৃত্যু অবধি।


ছোট ছোট ভুল পড়ে,
বড় আকার হয়।
তাইতো সব ছেড়ে,
ভুল আগে শুধরাও।


বিভিন্ন গুণী ব্যাক্তিরা,
ভুল থেকে শিক্ষা নিয়ে।
উন্নতি করেছে তারা,
দেশ ও জাতির মাঝে।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

বাহ ভাই খুব চমৎকার ভাবে জীবনের বাস্তব বিষয় নিয়ে কবিতার ছন্দে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ভাই মানুষ মাত্রই ভুল ছোট ছোট ভুল থেকে অনেক বড় ভুলের সৃষ্টি হয়ে থাকে। ভুল থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারে সে সফল হয়।

ছোট ছোট ভুল পড়ে,
বড় আকার হয়।
তাইতো সব ছেড়ে,
ভুল আগে শুধরাও।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার কাছে মনে হয় ভুলের শাস্তি না দিয়ে সেই ভুল সংশোধন করার চেষ্টা করতে হবে। যদি কারো ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করি তাহলে ভবিষ্যতে আর ভুল করবে না। দাদা আপনার দেখা কবিতার লাইনগুলো সত্যিই দারুন ছিল। দারুন একটি কবিতা লিখেছেন দাদা।

 last year 

মানুষ মাত্রই ভুল। মানুষ এই ভুলগুলো থেকেই শিক্ষা নেয়। আমাদের ছোট ছোট ভুল গুলো দেখলে মানুষ কত কথা বলবেই, আমাদেরকে সেই কথাগুলোর মধ্যে কর্ণপাত করাই যাবে না । যাই হোক ভাই আপনি খুব সুন্দর কবিতা রচনা করেছেন ‌।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56586.95
ETH 2389.49
USDT 1.00
SBD 2.34