জীবন পথ। কবিতা নং :- ৫2steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ9 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। দেখতে দেখতে আজ আপনি আপনাদের সাথে আমার লেখা কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে পৃথিবীটা সবার জন্য আরাম ক্ষেত্রে নয়। এই পৃথিবীতে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ব্যক্তির সাথে সম্পর্কে লিপ্ত হই। আসলে শৈশবকাল থেকে একদম মৃত্যুর আগে অব্দি আমরা বিভিন্ন লোকের সাথে পরিচিত হই এবং ওইসব লোকের সাথে আমরা মনের কথা শেয়ার করতে থাকি। যদিও আমরা ব্যক্তি বিশেষ বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ধরনের মনের কথা বলে থাকি। আর আমাদের এই জীবন দশায় আমাদের মনের কথা যদি কোন খারাপ ব্যক্তির কাছে প্রকাশ করি তাহলে আমাদের পরবর্তীতে সেই ফলের মাশুল গুনতে হয়। অর্থাৎ সেই লোক আমাদের সব সময় ক্ষতি করার চেষ্টা করে।


আসলে জীবনে এই চলার পথে বিভিন্ন বাঁধা-বিপত্তিকে আমাদের অতিক্রম করতে হয়। আসলে বাঁধা-বিপত্তিহীন জীবন একমাত্র তাদেরই থাকে যাদের প্রচুর মূলধন থাকে। অর্থাৎ যাদের পিতা-মাতারা এই পৃথিবীতে অনেক অর্থ সম্পত্তির মালিক তাদের জন্য এই পৃথিবী অনেকটা সহজ। তাদেরকে পৃথিবীর কোন প্রতিকূলতার বিরুদ্ধে কখনোই সংগ্রাম করতে হয় না। তারা যখন যা চায় তখন তাই পেয়ে যায়। কোন কিছু পাওয়ার জন্য তাদের বিন্দুমাত্র কষ্ট করতে হয় না।


অবশ্য এ দোষ তাদের সন্তানদের নয়। এ দোষ সম্পূর্ণ পিতা-মাতার। কারণ তারাই তাদের সন্তানদের চাহিবা মাত্র যে কোন জিনিস তাদের হাতে তুলে দেয়। আসলে এটি একটি খারাপ বিষয়। সন্তানদের অবশ্যই চাহিদাবোধ জাগ্রত করা উচিত। আপনি যদি আপনার সন্তানকে চাও মাত্র সবকিছু তুলে দেন তাহলে সেই সন্তান পরবর্তীতে আর কোন কিছু করতে চায়না। অর্থাৎ সে সন্তানরা সম্পূর্ণ পরনির্ভরশীল হয়ে যায়। আর কোনভাবে যদি আপনাদের পদোন্নতি ঘটে তাহলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনাদের সন্তানদের।


আসলে এই পৃথিবী একটা জ্ঞান ভূমি। আপনি প্রতিনিয়ত এই পৃথিবী থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারবেন। তাইতো আমার কাছে এই পৃথিবীটা একটা পুরো বিদ্যালয় মনে হয়। কারণ এই পৃথিবী থেকে আপনি প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা অর্জন করবেন যে কি করে আপনি সামনের দিকে এগোতে পারবেন। এই পৃথিবীতে আপনাকে অবশ্যই সৃষ্টি করতে হবে নতুন পথের। তাহলে এই পৃথিবী আপনাকে সব সময় মনে রাখবে। আর আপনি যদি পৃথিবীতে কোন কিছু সৃষ্টি না করতে পারেন তাহলে পৃথিবী আপনাকে কখনোই মনে রাখবে না।


আমাদের পৃথিবীতে বহু গুণীজনেরা নতুন নতুন পথের সৃষ্টি করে দিয়ে গেছেন। আসলে তাদের সৃষ্টি করা পথে যদি আপনি হাঁটেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন কিন্তু আপনি যদি নিজের সৃষ্টি করা পথে হাঁটতে পারেন তাহলে আপনাকেই সবাই মনে রাখবে। এজন্য এই বিভিন্ন গুণীজনেরা আজও আমাদের সবার মনে বেঁচে আছেন। আসলে এই পৃথিবীতে বেঁচে থাকা অনেকটা কঠিন। প্রতিনিয়ত আপনাকে যুদ্ধ করতে হবে বেঁচে থাকার জন্য। নিজে এবং নিজের সংসারকে ধরে রাখার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে।



আপনি যখন সামনে এগিয়ে যেতে চেষ্টা করবেন তখন আপনাকে পিছন থেকে বহু নিন্দুক লোকেরা আপনাকে টেনে ধরে রাখবে। তারা কখনোই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দেবে না। আপনার প্রতিটা কাজকে তারা উপহাস করবে। আর আপনি যদি তাদের উপহাস গ্রহণ করে সেই কাজ না করেন তাহলে আপনি কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারবেন না এবং আপনার দ্বারা সেই কাজ কখনোই সম্পন্ন হবে না। তাইতো মনোবল বাড়িয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।


✠ জীবন পথ ✠


জীবনের এই গতিপথে,
দেখা হয় বহু মানুষের সাথে।
অল্প কয়েকজন উপকার করে,
বেশিরভাগ সবাই ক্ষতি করে।


নানা ধরনের জ্ঞানের সঞ্চার,
হয় আমাদের এই সময়টাতে।
বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে,
এগিয়ে যেতে হবে সামনের দিকে।


জীবন পথ এত সোজা নয়,
বিভিন্ন বাঁধা আছে এই পথে।
বাঁধাতে যদি আটকে যাও,
সবাই দেখে পরিহাস করবে।


জীবন যুদ্ধে হোঁচট খাবে,
তবুও থেমে থাকবে না।
যত বাঁধা আসুক না পথে,
থমকে গেলে চলবে না।


মনোবল বাড়িয়ে সামনে,
বাঁধাকে অতিক্রম করতে হবে।
পরাজয়কে মেনে নিয়ে,
নতুন করে শুরু করতে হবে।


নতুন পথ সৃষ্টি করা,
এত সোজা নয়।
ঘাট প্রতিঘাত অনেক আসবে,
তবুও পিছু হাটবার নয়।


সফলতার মুখ দেখলে,
মনোবল বাড়বে দ্বিগুণ।
তোমাকে দেখে আরো দশ জন,
উৎসাহ আরো পাবে।


পৃথিবী তোমাকে মনে রাখবে,
অমর হবে সারা জীবন।
তখন থেকে সবাই তোমার,
বাহবা করবে আজীবন।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 9 months ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনি একদম ঠিক বলেছেন দাদা জীবন যুদ্ধে হোঁচট খেলে সত্যি পিছু পড়া যাবে না আবারো উঠে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67083.87
ETH 3502.60
USDT 1.00
SBD 3.13