বন্ধুর গুরুত্ব।কবিতা নং :- ৮৭

in আমার বাংলা ব্লগ5 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



বন্ধু নামের তাৎপর্য এবং গভীরতা অনেক বেশি আমাদের সকলের জীবনে। আসলে দিনের শুরু থেকে একদম দিনের শেষ অব্দি প্রতিটা কাজে কিন্তু আমাদের বন্ধুদের কথা সবসময় মনে পড়ে। কারণ জীবনের প্রথম সময় আমরা যদি কোন কাজে থমকে যেতাম তাহলে বন্ধুরা আমাদের সাহায্য করত এবং বিভিন্নভাবে উৎসাহ দিয়ে সেই কাজটি করার জন্য আমাদের মনোবল যোগাত। এই জীবনে বন্ধু এমন একটা শব্দ যা কখনোই আমরা কোন সময়ের জন্য ভুলতে পারবো না। কারণ বন্ধুরা আমাদের জীবনে যেসব কর্মকাণ্ড এবং যেসব সাহায্য করেছে তার ঋণ কোনভাবে শোধ করা যাবে না। কারণ জীবনের একাকীত্ব সময় গুলোতে এই বন্ধুরা সব সময় আমাদের পাশে থেকেছে। এছাড়াও যখন কোন কাজে আমরা মনোবল হারিয়ে ফেলেছি তখন এই বন্ধুরাই আমাদের হাত ধরে টেনে তুলে সেই কাজ করার মত মনোবল এবং উদ্দীপনা আমাদের দিয়েছে।


আসলে এই পৃথিবীতে আমাদের সবার জীবনে কোন কোন বন্ধু থেকে থাকে। বন্ধুদের ভিতরে আবার দুই প্রকার ভাগ রয়েছে। এক প্রকার হল ভালো বন্ধু এবং অন্য প্রকার হলো খারাপ বন্ধু। আসলে আমাদের জীবনে দশটা খারাপ বন্ধুর থেকে একটা ভালো বন্ধু থাকা অনেক বেশি প্রয়োজন। কারণ খারাপ বন্ধুরা কখনোই এক বন্ধুর ভালো চায়না। তারা সবসময় বন্ধুদেরকে কিভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া যায় সেসব চিন্তা ভাবনা সব সময় করে। আসলে এসব বন্ধুরা বন্ধু নামের কলঙ্ক। এই বন্ধুরা আমাদের জীবনে না থাকার থেকে জীবনে বন্ধুহীনভাবে থাকা অনেক ভালো। আর একটা ভালো বন্ধু ১০০টা খারাপ বন্ধুর থেকে অনেক বেশি ভালো। কারণ এই বন্ধুরা আমাদের কখনোই কোনোরূপ বিপদে ফেলে যায় না এবং তারা যদি কোন ভাবে টের পায় আমাদের জীবনে কোন বিপদ আসছে তাহলে তারা আমাদের মনের অজান্তেই সে বিপদকে আটকে দেয়।


তাইতো এই সমাজে যাদের বন্ধু নেই তাদের মন মানসিকতা কখনোই ভালো হতে পারে না। কারণ বন্ধুহীন ভাবে যারা চলাচল করে তারা জীবনেই নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ কখনোই বোঝেনা। তারা সব সময় নিজেদের ভালো চায় এবং অন্যের ক্ষতি চায়। আর তাইতো সমাজের বন্ধুহীন লোকজনেরা সব থেকে বেশি ভয়ংকর। আর আমাদের জীবনে অবশ্যই সঠিক বন্ধু নির্বাচন করা অনেক বেশি দরকার। কারণ সঠিক বন্ধুই আমাদের জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। যদিও ভালো বন্ধুরা আমাদের কোনরূপ সাহায্য না করুক কখনোই কিন্তু কোনরূপ ক্ষতি চায়না। তাইতো আমাদের সকল দুঃখ-কষ্ট যখন আমরা বন্ধুদের সাথে শেয়ার করি তখন আমাদের সকল দুঃখ কষ্ট তারা নিমিষেই ভুলিয়ে দেয়। আর এর জন্য দিনের শেষে যদি আমরা পাঁচ মিনিট বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারি তাহলে সারাদিনের সকল দুঃখ কষ্ট আমরা নিমিষেই ভুলে যেতে পারবো।


✠ বন্ধুর গুরুত্ব ✠


বন্ধু মানে একসাথে চলা,
বন্ধু মানে মনের কথা বলা।
বন্ধু মানুষ সকল দুঃখ কষ্ট,
সবকিছুই নিমিষে ভুলে যাওয়া।


বন্ধু যদি আমাদের সাথে থাকে,
কোন বিপদ আসবে না জীবনে।
কখনো যদি বিপদে পড়ি,
বন্ধু এসে আমাদের সাহায্য করে।


এ জীবনে বন্ধুর প্রয়োজন,
আমাদের কাছে সব থেকে বেশি।
বন্ধু ছাড়া সকল কাজই,
হয়ে ওঠে আমাদের কাছে অসম্ভব।


জীবনের শত ব্যস্ততার মাঝে,
বন্ধুরা ছিল আমাদের সাথে।
কখনো কোন কাজে থমকে গেলে,
বন্ধুরা এসে আমাদের সাহস যোগাত।


বন্ধু ছাড়া আমাদের জীবন,
লবণ ছাড়া খাবারের মত।
বন্ধু এসে আমাদের জীবনকে,
করে দেয় আরো বেশি সুন্দর।


বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু,
এমন বন্ধু সকলের দরকার।
শত খারাপ বন্ধুর থেকেও,
একটা ভালো বন্ধু জীবনে দরকার।


মনের দুঃখ কষ্ট বন্ধুর সাথে,
শেয়ার করলে মন হালকা হয়।
সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার,
তারাই আমাদের কাজে উৎসাহ জাগায়।


সঠিক বন্ধু নির্বাচন খুবই দরকার,
খারাপ বন্ধু আমাদের বিপদে ফেলে।
তাই খারাপ বন্ধুকে এড়িয়ে গিয়ে,
ভালো বন্ধুদের নিয়ে জীবন গড়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 5 months ago 

আসলে একজন বন্ধু একজন ভাইয়ের সমান, যদি সে বন্ধুর মতো বন্ধু হয়।আর সব বন্ধু কখনো এক হয় না, বিশটা বন্ধুর মধ্যে একজন ভালো বন্ধু পাওয়া যায়।আর এই ভালো বন্ধু কখনো নিজের খারাপ চায় না। একটি প্রবাদ বাক্য রয়েছে, একটি ভালো বন্ধু একশো টি বইয়ের সমান। আসলে আমরা যখন কারো সাথে বন্ধুত্ব গড়ে তুলি তখন আমাদের উচিত তার সব কিছু দেখে শুনে তার সাথে বন্ধুত্ব গড়ে তোলা। কেননা খারাপ বন্ধু সুযোগ বুঝে মেরে দিয়ে চলে যাবে।

 5 months ago 

আসেল মানব জীবনে বন্ধুর গুরুত্ব অপরিসীম।জীবনে বন্ধু নির্বাচন করতে ভুল করলে জীবনটাই বৃথা। যাই হোক খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43