সময় থাকতে মা-বাবাকে ভালোবাসুন।

in আমার বাংলা ব্লগ7 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মা-বাবা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

এই পৃথিবীতে আমরা যাদের জন্য জন্ম নিতে পেরেছি তারা হলেন আমাদের মা-বাবা। আসলে সৃষ্টিকর্তা এই পৃথিবীর যেমন সব কিছু সৃষ্টি করেন তেমনি মা-বাবার জন্যই কিন্তু আমরাই পৃথিবীতে সুন্দর সুন্দর সময় অতিবাহিত করতে পারছি। আসলে আমরা পৃথিবীতে ভগবানকে হয়তোবা কখনো দেখতে পাইনি সামনাসামনি। কারণ ভগবান পৃথিবীতে বিভিন্ন রূপে আমাদের সামনে সবসময় অবতীর্ণ হন। আমার কাছে মনে হয় যে এই ভগবান আমাদের সামনে আমাদের মা-বাবার রূপে আমাদের কাছে থাকেন সবসময়। আসলে দশ মাস দশ দিন যে মা আমাদের তাদের গর্ভে কত কষ্টে ধারণ করেছেন এবং প্রতিটা সময় আমাদের যাতে কষ্ট না হয় সেজন্য অনেক কষ্ট পেতে হয়েছিল তাকে। আসলে একজন মা ই বোঝে এই পৃথিবীতে আমাদের নিয়ে আসার জন্য তাকে কতটুকু কষ্ট পেতে হয়েছিল।


আসলে যে মা-বাবা আমাদের এই পৃথিবীতে এনে আমাদের এক মুহূর্তের জন্য কোন কষ্ট অনুভব করতে দেয়নি সেই মা বাবাকে যদি আমরা সব সময় ঘৃণা এবং কষ্ট দিয়ে থাকি তাহলে এর থেকে কষ্ট তারা হয়তোবা এই পৃথিবী থেকে আর কখনো পাইনি। আসলে মা বাবা এমন এক জিনিস যা এই পৃথিবীতে একবার হারিয়ে গেলে আমরা সেই মা বাবাকে আর কখনো খুঁজে পাবোনা হয়তোবা। এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে আমাদের মা বাবাই ভালোবাসে। তারা আমাদের সাথে যতই রাগারাগি ভাবে কথা বলুক না কেন তারা সব সময় চায় যে আমরা যাতে জীবনে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি। তারা চায় যে তারা বেঁচে থাকা অবস্থায় আমরা যেন নিজের প্রতিষ্ঠিত হতে পারি এবং তাদের বয়সকালে যেন তাদের আমরা সেবা-সুশ্রুতা করতে পারি।

আসলে পৃথিবীতে যত শ্রেণীর লোক আছে না কেন সব শ্রেণীর লোকই কিন্তু তাদের সন্তানদেরকে সমানভাবে ভালোবাসে। ভালোবাসার মধ্যে ধনী গরিব কোন কিছুই প্রাধান্য পায় না। কারণ তাদের কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় ধন হচ্ছে তাদের সন্তান। আসলে মা বাবা আমাদের সব সময় আগলে রাখে বাইরের সকল বিপদ আপদ থেকে। যতই বিপদ আপদ আসুক না কেন মা বাবা আমাদের এক মুহূর্তের জন্য বুঝতে দেয় না তাদের কষ্ট। আসলে আমাদের সকল ব্যথা বেদনা আমরা কিন্তু সব সময় আমাদের মা-বাবার কাছে প্রকাশ করি। কারণ এই মা-বাবা হল সকল ব্যথা বেদনা দূর করার একমাত্র ওষুধ। আমরা যখন অসুস্থ হই তখন এই মা-বাবা কিন্তু সারারাত ধরে জেগে আমাদের সেবা সুশ্রূষা করেন। আসলে মা বাবার প্রতি আমাদের যেসব দায়িত্ব আমাদের সব সময় সঠিকভাবে পালন করা উচিত।


এক সময় যখন মা-বাবা বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু এই মা-বাবার কাছে সব থেকে বেশি প্রয়োজন হয় তার সন্তানদের। আসলে এই বয়সের সময় মা-বাবা কিন্তু সেই ছোট বাচ্চাদের মতো আচরণ করে। তখন পৃথিবীতে সেই সন্তান ছাড়া সেই মা-বাবার আপনজন বলতে আর কেহই থাকে না। মা বাবা চায় যে তার সন্তান যেন তার বৃদ্ধ বয়সের সময় তার সেবা করুক। কিন্তু এই বয়স কালে যদি সন্তান মা-বাবাকে ভুলে যায় তাহলে এর থেকে বড় অন্যায় আর পৃথিবীতে কিছুই হয় না। আসলে পৃথিবীতে স্বর্গ নরক বলতে সবকিছুই এই পৃথিবীর মধ্যে অবস্থিত। আমরা যদি আমাদের এই ভগবানকে অর্থাৎ মা বাবাকে আদর যত্ন এবং তাদের ভালবাসি তাহলে ভগবানকে ভালোবাসা হবে। এই পৃথিবীতে থেকে যদি মা বাবা পরলোক গমন করে তাহলে আমাদের মাথার উপর থেকে সেই বটের ছায়াবৃক্ষটি চলে যাবে।


আর মা বাবার অনুপস্থিতিতে আমরা তখন বুঝতে পারব যে এই মা-বাবা আমাদের জীবনে কতটা বড় ভূমিকা পালন করেছে। কারণ এই পৃথিবীতে ধন-সম্পত্তি চলে গেলেও কিন্তু তা পুনরায় আবার ফিরে পাওয়া যায় কঠোর পরিশ্রমের মাধ্যমে। কিন্তু মা-বাবা যদি এই পৃথিবী থেকে একবার চলে যায় তাহলে কোন কিছুর বিনিময়ে এই মা-বাবাকে ফিরে পাওয়া যায় না। আর আমরা এজন্য আমাদের মা বাবাকে সবসময় সবকিছুর বিনিময় তাদের কখনো কষ্ট দেবো না। এমনকি তাদের সেবার জন্য আমরা নিজেদেরকে পর্যন্ত উৎসর্গ করে দেব। আর আমরা সবাই জানি যে এই মা-বাবার ঋণ কখনো শোধ করা যায় না সবকিছু বিনিময়। তাইতো মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবেনা কোনদিন। আর এজন্য আমরা সব সময় মা বাবাকে অনেক বেশি ভালোবাসবো।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 7 months ago 

এই পৃথিবীতে সবার আগেই সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে বাবা মায়ের। সময় থাকতে আমাদের সবারই উচিত বাবা মাকে অনেক বেশি ভালোবাসা। থাকতে মর্যাদা দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। থাকতে যদি আমরা মর্যাদা না দিই, তাহলে দেখা যাবে না থাকলে আমরা তখন আফসোস করব। আপনার পুরো লেখাটা পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সম্পূর্ণ লেখা এত সুন্দরভাবে লিখেছেন দেখে ভালো লাগলো। এত সুন্দর একটা টপিক নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

 7 months ago 

সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে । আসলে মা বাবা অনেক কষ্ট স্বীকার করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন। আর যারা মা-বাবার মনে যারা কষ্ট দেয় তাদের থেকে অভাগা আর কেউ হতে পারে না। সন্তানদের উচিত প্রতিনিয়তই মা-বাবাকে সম্মান করা মা-বাবার প্রতি যত্ন নেওয়া। সময় থাকতে মা-বাবাকে ভালোবাসা। কারন একবার দুনিয়া থেকে মা-বাবা চলে গেলে আপনি হাজার চেষ্টা করলেও চাইলেও মা-বাবাকে ফিরে আনতে পারবেন না। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্টের মূল কথা আমার সত্যি খুবই ভালো লেগেছে। হ্যাঁ ভাইয়া সময় থাকতে বাবা মাকে ভালবাসতে হবে। আজ আমরা অনেকেই যেন ক্যারিয়ার টাকা পয়সা সব নিয়ে ব্যস্ত কখনো মা বাবা কেমন আছে কিবা তাদের ভালো রাখতে হবে এ বিষয়ে আমরা ভাবি না। কিন্তু সময় তো আর থেমে থাকে না সময় তার গতিতে চলতেই থাকে এদিক থেকে আমরা মা বাবার ভালোবাসা দিতে পারি না। মা-বাবা যেমন একটা সন্তানকে ভালোবাসে ঠিক তেমনি ওই সন্তানকে ওই মা-বাবাকে সময়ের সাথে ভালোবাসাটা উত্তম। পোস্টটি দারুন ছিল ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

প্রত্যেকটা বাবা-মা সব সময় সন্তানের ভালো চায়। সন্তানের জন্য সব কিছুই করে থাকে। আর সময় থাকতে সেই বাবা মাকে ভালোবাসা বেশি প্রয়োজন। আসলে বাবা মা আমাদের কাছে থাকলে হয়তো তাদের মর্মটা আমরা বুঝি না। কিন্তু যখন দূরে সরে যাবে, তখনই বুঝতে পারব তারা আমাদের জন্য কি ছিল এবং কতটুকু করেছিল। আর তাই বাবা মা থাকতেই তাদের মর্ম টা বুঝতে হবে। বাবা মাকে নিয়ে সুন্দর একটা পোস্ট লিখেছেন দাদা।

 7 months ago 

আমাদের মা-বাবা আমাদের জন্য প্রতিনিয়তই কষ্ট করে যাচ্ছে। তারা সবসময় আমাদেরকে তাদের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করে৷ তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের এই ভালোবাসা রক্ষা করতে পারে না৷ কিছুদিনের মধ্যেই কোনো না কোনো কারণে তাদের ভালোবাসার অস্বীকার করে ফেলে৷ আমাদের সকলের উচিত বাবা মাকে ভালোবাসা। তারা যদি না থাকে তাহলে আমরা এর মর্ম বুঝতে পারবো৷ তার পূর্বে আমরা এর মর্ম কখনোই বুঝতে পারবো না৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই সুন্দর পোস্ট পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.46
ETH 2409.96
USDT 1.00
SBD 2.42