পরিশ্রম। কবিতা নং :- ৮৩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ5 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কেউ কখনো সাফল্য অর্জন কখনো করতে পারিনি, বর্তমানে কেউ করতে পারছে না এবং ভবিষ্যতে কেউ কখনোই করতে পারবে না। আসলে সকল কিছুর মূলে রয়েছে পরিশ্রম। কারণ পরিশ্রম না করে কেউ কখনো সুখে শান্তিতে দিন যাপন করতে পারেনি। পৃথিবীতে যারা অলস ব্যক্তি তারা সব সময় অলসতায় দিন কাটায় এবং তাদের জীবনে কখনো সুখ শান্তি আসে না। আসলে এসব অলস ব্যক্তি কিন্তু পৃথিবীর বোঝা। এসব ব্যক্তিরা অন্যের ভালো করতে না পারলেও অন্যের ক্ষতি করতে কখনোই পিছুপা হয় না। তারা জীবনে তাদের এই অলসতার জন্য একদিক থেকে যেমন সমাজের ক্ষতি করে তেমনি অন্য দিক থেকে নিজের পরিবারেরও ক্ষতি ডেকে আনে। কারণ তারা যদি পরিশ্রম না করে তাহলে তাদের সংসার ভালোভাবে দিন যাপন করতে পারবে না। আর এজন্য সংসারের প্রতিটা সদস্য বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করবে।


কথায় আছে না, পরিশ্রম করলে তাদের খারাপ কাজ করার মত মন মানসিকতা কখনোই সৃষ্টি হয় না। আর এই পরিশ্রম মানুষকে সৎ মানুষ হিসেবে পৃথিবীতে বিবেচিত করে। আসলে আপনি যদি পরিশ্রম করে শুধুমাত্র আপনি স্বার্থপরের মত আপনার পরিবারের প্রতি নজর রাখেন তাহলে হয়তোবা আপনার পরিবার আপনাকে মনে রাখবে। কিন্তু পৃথিবীর কোন লোক আপনাকে কখনোই মনে রাখবে না। আসলে আপনি এমন পরিশ্রম করবেন যে আপনার পরিবারের এবং সমাজের উপকার হয় তাহলে সমাজের প্রতিটা লোক আপনাকে সবসময় মনে রাখবে। এছাড়াও একজন পরিশ্রম ব্যক্তির দ্বারা পৃথিবীতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সবসময় সম্পন্ন হয়ে থাকে। আসলে অনেক ব্যক্তির দ্বারা পৃথিবীর কোন ভাল কাজ কখনই সম্পন্ন হয় না।


এই পৃথিবীতে জ্ঞানী লোকেদের অভাব নেই। কিন্তু আপনি যদি পরিশ্রম না করে শুধুমাত্র জ্ঞান বিতরণ করেন তাহলে সেই জ্ঞানের কোন মূল্য নেই। আসলে সবাই সবাইকে জ্ঞান দিতে পারে কিন্তু পরিশ্রমের মাধ্যমে অন্যের ভালো কেউ কখনো করতে পারে না। পরিশ্রমী লোকেরা জ্ঞানী না হলেও কিন্তু তাদেরকে সবাই মনে রাখে। আসলে পরিশ্রম একজন ব্যক্তিকে একদম নিচু স্তর থেকে উঁচু স্তরে নিয়ে যেতে পারে। এছাড়াও অসৎ কাজের মাধ্যমে কিন্তু একজন নিচু স্তরের ব্যক্তিকে উঁচু স্তরে নিয়ে যেতে পারে। কিন্তু সেই উঁচু স্তরের স্থায়িত্ব বেশিদিন টিকে থাকে না। কারণ কথায় আছে না, অসৎ উপায়ে যদি কেউ হাজার টাকা ইনকাম করে সেই টাকা কিন্তু বেশিদিন থাকে না। আর সৎ উপায়ে পরিশ্রম করে যদি কোন ব্যক্তি অল্প টাকাও ইনকাম করে তাহলে তার জীবনের কখনো কোনো অভাব অনটন থাকে না।


✠ পরিশ্রম ✠


অলসতা আর দিন কাটেনা,
ভেবে ভেবে পাইনা কোন কূল।
কর্ম না করে বসে থাকলে,
জীবনের প্রতিটা ক্ষেত্রে হবে ভুল।


ভাবনা চিন্তা সবই রেখে,
আগে সবাই কর্মে লেগে পর।
কর্ম করলে সকল কিছুই,
সহজ থেকে সহজ হবে আরো।


কর্ম না করে বসে থাকলে,
কোন কিছুই সমাধান হবে না।
কর্মক্ষেত্রে মননিবেশ করলে,
মন খারাপ হবে কখনো না।


মনের সাথে লড়াই করে,
কোন কাজ করো না ভাই।
এতে করে কাজ হবে না কখনো,
শুধু সময়ের অপচয় হবে তাই।


মন দিয়ে যে কোন কাজ করলে,
সেই কাজ যদি সমাধান নাও হয়।
মনে মনে ভেবে নেবে তুমি,
চেষ্টার কোনো কমতি রাখোনি তাই।


চেষ্টা করলে যে কোন কাজ,
সফলতা অর্জন করা যায় জীবনে।
একবার যদি না করো ভাই,
বারবার চেষ্টায় সফল হওয়া যায়।


চেষ্টা যদি কোন ত্রুটি থাকে,
পুনরায় সেই কাজ আবার শুরু কর।
অসফল হলে সেই কাজে,
পুনরায় প্রথম থেকে আরম্ভ কর।


জীবনে উন্নতির প্রথম দিক হলো,
সৎ উপায় তুমি কাজ করো।
সৎ যদি জীবনে থাকো তুমি,
সকল কাজকে তুমি শ্রদ্ধা কর।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 5 months ago 

কথায় আছে "পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।" পরিশ্রম না করলে কোন কাজেই সফলতা আসবে না। আর কোন কাজের জন্য কঠোর পরিশ্রম করলে অবশ্যই সেই কাজে সফলতা আসে। পরিশ্রম নিয়ে সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলেই দাদা পরিশ্রম না করলে কখনোই সফল হওয়া সম্ভব হয় না। আপনার স্বরচিত পরিশ্রম কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইনের সবার জন্য মেসেজ রয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এটি ঠিক বলেছেন এই পৃথিবীতে জ্ঞানী লোকের অভাব নেই। আর পরিশ্রম না করলে জ্ঞান দিয়ে কোন লাভও নেই। তবে আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। পরিশ্রম কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। তবে আপনি এমনিতে বেশি চমৎকার কবিতা লিখে থাকেন। আপনার কবিতার ভাষা অসাধারণ। সুন্দর করে কবিতাটি লিখেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43