গরিবের জন্ম। কবিতা নং :- ৫৮

in আমার বাংলা ব্লগ8 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। দেখতে দেখতে আজ আপনি আপনাদের সাথে আমার লেখা কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আমার কাছে মনে হয় যে এই সমাজে গরিবের জন্ম নেওয়া বড় একটা পাপ। কারণ এই সমাজের সবাই গরিব লোকেদের ঘৃণা করে এবং অবহেলা করে। আসলে এই গরিব লোকেরা সমাজে কখনোই কোন সম্মান পায় না। সমাজের কাছ থেকে তারা প্রতিনিয়ত বিভিন্ন আঘাত পেয়ে থাকে। এছাড়াও সমাজের কোন উন্নয়নমূলক কাজে এই গরিবদের অংশগ্রহণ একদম বন্ধ করে দেয়। আসলে কোন মূল্যেই সমাজের লোক এই গরিবদের একটুকুও সম্মান করে না। শুধু সমাজের এই লোকজন গরিবদের অবহেলা এবং তাচ্ছিল্য করতে জানে। তারা এই গরিব মানুষদের কখনো মানুষ বলে মনে করে না। তাদের চোখে গরিব হলো সমাজের একটা বোঝা। যে বোঝা সব সময় সমাজের ক্ষতি চায়।


আসলে সত্যিই কি তাই। গরিবরা কি তাহলে সমাজের সত্যিই বোঝা। আমার কাছে তো মনে হয় গরিবরা এই সমাজের বোঝা নয় বরং গরিবরা এই সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন পরিশ্রম করে। আপনি একটা জিনিস কখনো কি খেয়াল করে দেখেছেন যে, গরিবরা যদি এই সমাজে কাজ না করত তাহলে আপনাদের নিজেদেরই সমাজের নিজেদের কাজ নিজেদের করতে হতো। অর্থাৎ এই গরিব পরিশ্রমী লোকেরা আপনার জন্য তৈরি করছে বাড়িঘর। আর আপনার জন্য তৈরি করছে রাস্তাঘাট। এছাড়াও সমাজের প্রতিটা ক্ষেত্রেই গরিব লোকেরা পরিশ্রম করে আমাদের সামান্য শান্তির জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে। আর এই গরিব লোকেরা যদি কাজ না করত তাহলে আপনাদের নিজেদের বাড়ি নিজেদের তৈরি করতে হতো।


আর আপনারাই এই গরিব লোকেদের সব সময় দূরে সরিয়ে দেন। তাহলে আপনারা ভাবুন এই গরিবরা সমাজ উন্নয়নের জন্য কতটাই পরিশ্রম করে। যে পরিশ্রম আপনারা কখনোই করেন না। এই সমাজে শুধুমাত্র আপনাদের অর্থ এবং ধন-সম্পত্তি প্রচুর রয়েছে। কিন্তু এই প্রচুর ধনসম্পত্তি দিয়ে আপনি সমাজের কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেনা। অথবা আপনার দ্বারা সমাজের তেমন কোন উন্নয়ন হয় না। কিন্তু এই গরিব লোকেদের ধন-সম্পত্তি না থাকলেও তারা এই সমাজের উন্নয়নের জন্য যথেষ্ট পরিশ্রম করে। যদিও তারা তাদের পারিশ্রমিক নেয়। কিন্তু সেই পারিশ্রমিক তাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য খুবই কম। আসলে এই পারিশ্রমিক দিয়ে তারা দুবেলা দুমুঠো কোনোভাবে খেতে পারে।


এখনো কি আপনার কাছে মনে হচ্ছে যে এই গরিব আমাদের দেশের বোঝা। আমার কাছে তো মনে হয় এই দেশের ধনী লোকেরাই দেশের বোঝা। এই ধনী লোকেরা শুধুমাত্র গরীবের উপরে পা দিয়ে দিন দিন উপরের দিকে উঠছে। যতই তাদের ধন সম্পত্তি বৃদ্ধি হোক না কেন তারা কিন্তু তাদের এই ধন-সম্পত্তি দিয়ে এই গরীব শ্রমিকদের সামান্যটুকু উপকার করে না। এছাড়াও তারা সবসময় চেষ্টা করে যে এই গরিব লোকের টাকা কিভাবে মেরে খাওয়া যায়। আসলে আমাদের সমাজের গরীব শ্রেণীর লোকেরা হলে একপ্রকার বোবার মত। তাদেরকে আপনি যতই আঘাত করবেন না কেন তারা সামান্য টুকু শব্দ করবে না। নিরবে সবকিছু সহ্য করে যাবে কিন্তু একবারও আপনাকে খারাপ কথা বলবে না। আর এই গরিব লোকেদের সাথে যখন যদি কোন অন্যায় হয় তবুও তারা চুপ করে থাকে। তাইতো এই গরিবদের পাশে আমাদের সবসময় দাঁড়াতে হবে।


✠ গরিবের জন্ম ✠


এই পৃথিবীতে বড় লোকেদের,
কখনো কোন ভুল হয় না।
যত ভুল হয় গরিব মানুষের,
তাই তাদের কষ্টের সীমা থাকেনা।


বড় লোকেদের বড় ভুল,
সেটা সমাজের কাছে খুবই ক্ষুদ্র।
গরিব মানুষের কাছে ছোট ভুল,
সেটা খুন করার সমতুল্য।


গরিব মানুষেরা মাথা উঁচু করে,
দাঁড়াতে পারে না এই সমাজে।
সবাই তাদেরকে তুচ্ছ করে,
ভালোবাসে না কেউ তাহাদেরকে।


গরিবের ঘরে জন্ম নিয়ে,
করেছে শুধু একটি ভুল মাত্র।
সমাজের কাছে পায় শুধু তারা,
অবহেলার সাথে তাচ্ছিল্য।


যতই তারা চেষ্টা করুক না কেন,
পারেনা নিজেদের ভাগ্যের উন্নতি।
শুধুই তাদের পোহাতে হয়,
বিভিন্ন দুর্দশা এবং দুর্গতি।


গরিব হয়ে জন্ম নেওয়া,
এই সমাজে ভীষণ বড় পাপ।
পাপের থেকে রক্ষা পেতে হলে,
দিনরাত কর্ম করতে হবে রে বাপ।


কর্মের কোন ধর্ম নাই,
তাইতো কর্মে সবাই মন দিই।
কর্ম করে পাল্টাতে হবে,
আমাদের এই দুর্গতির দিন।


কেউ যদি তোমায় নিচু করে,
তাহলে কষ্ট পাওয়া যাবে না।
মনোবল আর শক্ত করতে হবে,
শুধু কাজেই মন দেবে ভাই।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 8 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু আমাদের সমাজে গরীব মানুষকে কেউ মানুষ মনে করে না।আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বর্তমান বাস্তবতা নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67002.47
ETH 3459.18
USDT 1.00
SBD 2.65