ডাই :- ক্লে দিয়ে কৃত্রিম ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ19 days ago

1000005003.jpg

1000005006.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি মূলত নতুন নতুন কিছু তৈরি করতে পছন্দ করি। বিশেষ করে আমি বিভিন্ন কিছু তৈরি করে আমার ঘর সাজাতে খুবই পছন্দ করি। আসলে রঙিন কাগজ বা ক্লে কিংবা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতেও খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই বসে পড়ি নতুন কিছু বানানোর চেষ্টা করতে। বিশেষ করে ক্লে দিয়ে কিছু বানাতে আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ডাই পোস্ট নিয়ে আসলাম। আশা করব আমার করা ডাই আপনাদের সবার পছন্দ হবে।

উপকরণ

•ক্লে
•কাঁঠি

1000004964.jpg

বিবরণ :

ধাপ - ১ :


প্রথমে আমি গোলাপি রঙের ক্লে নিলাম।

1000004966.jpg

ধাপ - ২ :


তারপর ক্লে একটু হাতের তালুতে নিয়ে দুই আঙ্গুল দিয়ে গোলাকৃতির করে কয়েকটি ছোট ছোট বল বানিয়ে নিলাম।

1000004968.jpg

1000004969.jpg

ধাপ - ৩ :


তারপর ছোট ছোট বলগুলো একটার পাশে একটা দিয়ে পাঁচটি বল দিয়ে গোলাকৃতির মত করে বানিয়ে নিলাম।

1000004970.jpg

1000004973.jpg

ধাপ - ৪ :


এরপর সেই আকৃতির উপর কাঁঠি দিয়ে সোজা সোজা আঁক দিয়ে নিলাম। এটি দেখতে পুরোপুরি একটি ফুল আকৃতির হলো।

1000004974.jpg

1000004975.jpg

ধাপ - ৫ :


এরপর আমি হলুদ রঙের ক্লে দিয়ে আগের মত হাতের তালুতে রেখে দুই আঙ্গুল দিয়ে ছোট বলের আকৃতি বানিয়ে নিলাম।

1000004976.jpg

1000004977.jpg

ধাপ - ৬ :


এরপর হলুদ বলটি তৈরি করা গোলাপি রংয়ের ফুলের উপর বসিয়ে দিলাম।

1000004982.jpg

ধাপ - ৭ :


এরপর আমি কফি রংয়ের ক্লে নিলাম।

1000004980.jpg

ধাপ - ৮ :


সেই ক্লে'টি হাতের তালুতে নিয়ে লম্বাকৃতি বানিয়ে নিলাম।

1000004981.jpg

ধাপ - ৯ :


এরপর লম্বা আকৃতিটি ফুলের সাথে লাগিয়ে দিলাম।

1000004982.jpg

ধাপ - ১০ :


এরপর আমি সবুজ রঙের ক্লে নিলাম। অল্প একটু ক্লে হাতের উপর রেখে চ্যাপ্টা করে নিলাম।

1000004983.jpg

1000004984.jpg

ধাপ - ১১ :


সেই ক্লে'টির উপরে কাঠি দিয়ে পাতার মতো আঁক দিয়ে নিলাম।

1000004985.jpg

1000004986.jpg

ধাপ - ১২ :


তারপর সেই পাতাগুলো ফুলের সাথে লাগিয়ে নিলাম।

1000004987.jpg

ধাপ - ১৩ :


এরপর আমি কপি রঙের ক্লে নিয়ে হাতে তালুতে রেখে চ্যাপ্টা করে টবা আকৃতি করে কেটে নিলাম।

1000004989.jpg

1000004990.jpg

1000004991.jpg

ধাপ - ১৪ :


এরপর সেই টবটি ফুলের বোটার সাথে লাগিয়ে দিলাম।

1000004992.jpg

1000004994.jpg

ধাপ - ১৫ :


এরপর আমি হলুদ এবং গোলাপি রঙের আরো কিছু ক্লে নিয়ে হাতের তালুতে রেখে দুই আঙ্গুল দিয়ে গোল গোল আকৃতি করে বল বানিয়ে নিলাম।

1000004999.jpg

1000004997.jpg

ধাপ - ১৬ :


এরপর সেই গোল গোল বল আকৃতি গুলো দিয়ে ছোট ছোট কয়েকটি ফুল বানিয়ে নিলাম ।

1000004998.jpg

1000005000.jpg

ফাইনাল আউটপুট :


এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে ফুল।

1000005004.jpg

1000005007.jpg

আশা করবো আমার আজকের ডাই আপনাদের সবার ভালো লাগবে। পরবর্তীতে আবারও নতুন কোনো সৃজনশীলতা নিয়ে আসবো। সবার সর্বদা সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

আমার পরিচয়

IMG-20240330-WA0006.jpg

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  
 19 days ago 

ক্লে ব্যবহার করে এরকম অনেক কিছুই তৈরি করা যায়। এরকমভাবে কোন কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ক্লে ব্যবহার করে অনেক সুন্দর দেখতে ফুল তৈরি করেছেন আপনি। পুরো কাজটা আপনি অনেক নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে সম্পন্ন করেছেন। এই ধরনের কাজগুলো দক্ষতাকে কাজে লাগিয়ে অংকন করা লাগে। যত বেশি দক্ষতা দিয়ে কাজগুলো করা হয় তত সুন্দর হয়। আপনি যদি প্রতিনিয়ত এই কাজগুলো করার চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর কাজ করতে পারবেন।

 19 days ago 

ক্লে দিয়ে তৈরি করা ফুলগুলো অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক দক্ষতার সাথে ফুলগুলো তৈরি করেছেন। দারুন একটি পোস্ট সবার মাঝে উপস্থাপন করেছেন। আপনার দক্ষতা দেখে অনেক ভালো লাগলো আপু।

 19 days ago 

একেলে দিয়ে কৃত্রিম ফুলটি দেখতে বেশ চমৎকার লাগতেছে। অত্যন্ত দারুণভাবে সম্পন্ন করেছেন। এ ধরনের কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 19 days ago 

ক্লে দিয়ে কৃত্রিম ফুল গাছ তৈরি খুব সুন্দর লাগতেছে। কমিউনিটিতে অনেকেই ক্লে দিয়ে বেশ সুন্দর সুন্দর পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করেছেন। আপনি ও চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

নতুন কোন কিছু বানাতে আমিও বেশ পছন্দ করি। এর মধ্যে অন্য রকম আনন্দ পাওয়া যায়। আপনার ক্লে দিয়ে বানানো ফুলটি দেখতে বেশ কিউট লাগছে। বেশ সহজ করে ক্লের ফুল বানানোর ধাপগুলো শেয়ার করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 19 days ago 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার তৈরি এত সুন্দর ফুল দেখে খুব ভালো লাগলো। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় আর সেগুলো দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুল দেখতে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 18 days ago 

বাহ! খুব সুন্দর ভাবে ক্লে দিয়ে একটি ফুল তৈরি করেছেন। ক্লে দিয়ে অনেক ক্রিয়েটিভিটি প্রকাশ করা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 18 days ago 

ক্লে দিয়ে কৃত্রিম ফুল তৈরি অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি এই ফুল তৈরি করেছেন। ধাপগুলো দেখে তৈরি করা শিখে নিলাম।

 18 days ago 

ক্লে দিয়ে কৃত্রিম ফুল গুলো ভীষণ ভালো লাগছে।ক্লে দিয়ে বানানো ফুলগুলো সত্যিই অসাধারণ সুন্দর হয় দেখতে । আপনি চমৎকার সুন্দর পদ্ধতিতে ধাপে ধাপে আমাদের সঙ্গে ক্লে দিয়ে ফুল বানানো পদ্ধতি ভাগ করে নিয়েছেন এবং তা শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61839.57
ETH 3411.37
USDT 1.00
SBD 2.52