DIY।। এসো নিজে কিছু করি।। ড্রয়িং।। ভালোবাসার কাপল ছবি।।১০% পেআউট লাজুক খ্যাঁক -কে। by @nhsimanto

আসসালামু আলাইকুম/ আদাব
আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি।আজ আপনাদের মাঝে একটি মেয়ে ও ছেলের কাপল পিক আর্ট উপস্থাপন করব। ছবিতে তাদের ভালোবাসা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি ভালো আর্ট করতে পারিনা। তবে চেস্টা করি কিছু কিছু আর্ট করতে।আর্ট করতে আমার ভালো লাগে তাই মাঝে মাঝে আকার চেষ্টা করি।যখন আমার মন খারাপ থাকে তখনই আমি আর্ট করতে বসে পড়ি। আর্ট করলে আমার মন ভালো হয়ে যায়।আজকেও মনটা একটু খারাপ ছিল তাই আকঁতে বসি তারপর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার মন আরও ভালো হয়ে যায়। তাই শেয়ার করে ফেললাম।

received_921285321919060.jpeg

উপরের ছবিটি আর্ট করার কৌশলগুলো আপনাদের মাঝে বর্ণনা করব।তহলে চলুন শুরু করা যাক।

উপকরণ :

১.সাদা কাগজ
২. পেনসিল
৩.রাবার
৪.কটনবার্ড

IMG_20220121_202427.jpg

স্টেপঃ১

এই ছবিটি আকার জন্য প্রথমে আমি ছেলেটির মাথার অংশ এঁকেছি। তারপর মেয়ের মাথার আকৃতি দিয়েছি।নিচের ছবির মত করে।।।

IMG_20220121_202501.jpg

স্টেপ :২

তারপর আমি ছেলেটির চুল এঁকেছি। এবং চুল কে হালকা ভাবে পেন্সিল দিয়ে রং করেছি।

স্টেপঃ ৩

এরপর ছেলেটির কাঁধের অংশ এঁকেছি।।

স্টেপঃ৪

তারপর মেয়েটির কাঁধের অংশ এঁকেছি। ছবির মত করে।।।

IMG_20220121_202536.jpg

স্টেপঃ৫

ছেলেটির গায়ে আই লাভ ইউ ফর ইভার এন্ড ইভার লিখেছি।

স্টেপঃ৬

তারপর মেয়েটির চুল এঁকেছি ।। ছবির মত করে । এবং চুলে হালকা পেন্সিল দিয়ে রং করেছি।

IMG_20220121_202551.jpg

received_295738202585467.jpeg

স্টেপঃ৭

তারপর ই হয়ে গেল সম্পূর্ণ ছবিটি। ছবিটির মধ্যে একজন মেয়ে এবং ছেলের ভালোবাসা ফুটে উঠেছে।
সব শেষে নিজের সাইনটি করেছি।। তারপরেই শেষ হয়ে গেছে আমার আর্ট।

IMG_20220121_204539.jpg

আশা করি ছবিটি দেখে সকলের ভালো লাগবে। আমার পোস্টটি পড়ার জন্য সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41