কিছু পোকার ম্যাক্রো ফটোগ্রাফি। ১০% লাজুক-খ্যঁকের জন্য।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

SquareBlend_20224192320948.jpg
https://maps.app.goo.gl/MF251y73mK71wcP46

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে।

যদিও এর আগে আমি বিষয় ভিত্তিক পোস্ট করেছি।যেখানে বিভিন্ন বিষয়ে বিদ্যমান ছিল তাই আজকে কয়েকটি পোকা মাকড়ের ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম,কেমন লাগলো তা জানাবেন।
20220311_171538.jpg

আজকে আমি যে ম্যাক্রো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা সম্পূর্ণ আমার মোবাইলের ক্যামেরায় যে ম্যাক্রো অপশন রয়েছে সেই ম্যাক্রো অপশন দিয়েই আমি ফটোগ্রাফি গুলো করেছি।

কারণ যখন আমি এগুলো করি তখন ম্যাক্রো লেন্স আমার সাথে ছিল না। যার কারণে ম্যাক্রো লেন্স ছাড়াই মোবাইলের ম্যাক্রো অপশন দিয়ে করে ফেলেছিলাম এই ম্যাক্রো ফটোগ্রাফি গুলা।

20220305_081211.jpg

তবে হ্যাঁ এই ম্যাক্রো ফটোগ্রাফি গুলো এক জায়গা থেকে করা হয়নি, একেকটি একেক জায়গাতে করা হয়েছে। তবে একই এরিয়া জুড়ে। এক এরিয়াতে কয়েক জায়গা থেকে তিনটি পোকার ম্যাক্রো ফটোগ্রাফি আপনাদের সাথে তুলে ধরলাম।

এখানে দেখতে পাবেন একটি মাছি রয়েছে এবং একটি মাকড়সা রয়েছে এবং নাম না জানা একটি পোকা রয়েছে। এ তিনটির সমন্বয় আজকের এই ম্যাক্রো ফটোগ্রাফি পোস্ট, যেটি আপনার সাথে ভাগাভাগি করে নিলাম ।

আসলে ম্যাক্রো ফটোগ্রাফি খুবই কষ্টসাধ্য একটি বিষয় ফটোগ্রাফি সেক্টরে। অন্যান্য ফটোগ্রাফির চাইতে ফটোগ্রাফিতে একটু বেশি খাটতে হয়, বা ধৈর্য ধরে ফটোগ্রাফি করতে হয়।

20220311_171536.jpg

যার কারণে ম্যাক্রো ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। এবং আমি মাঝে মাঝে আপদেনার সাথে ম্যাক্রো ফটোগ্রাফি শেয়ার করি। আশা করি এর আগে আপনারা দেখেছেন ও বটে।

তো বন্ধুরা আসলে এই ম্যাক্রো ফটোগ্রাফি গুলো করার জন্য, সর্বপ্রথম আমি আমাদের ছাদে গিয়েছিলাম। সেখানে ছাদের দেওয়ালে দেখতে পাই একটি মাছি বসে আছে।আর আমি সেটার ম্যাক্রো ফটোগ্রাফি করলাম।

20220305_081120.jpg

তারপর আমাদের ছাদের এক কোনে একটি বেগুন গাছ রয়েছে, সেখানে দেখতে পাই এই পোকাটি বসে আছে এবং একটি মাকড়সা তাকে আক্রমণ করতেছে। তখন আমি সেই অবস্থায় ম্যাক্রো ফটোগ্রাফি করি।
20220305_081227.jpg

20220305_081225.jpg

তারপর একটি মাকড়সার ফটোগ্রাফি দেখতেছেন, সেটি আমি আমাদের বাড়ির সামনে কিছু বন্য গাছ রয়েছে,সেই গাছের ফুলের উপরে এই মাকড়সা বসে রয়েছে। তখন আমি আমার মোবাইলের যে ম্যাক্রো ক্যামেরা অপশন, সেটা দিয়েই ম্যাক্রো ফটোগ্রাফি করি।

20220311_171553.jpg

20220311_171541.jpg

তো বন্ধুরা এই ছিল আজকের ম্যাক্রো ফটোগ্রাফির কালেকশন। আশাকরি আপনাদের ভাল মন্তব্য পেলে, সামনে আরো ভালো ভালো ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে হাজির হব।

এই বলে আজকের মত এখানেই বিদায় নেব। তবে হ্যাঁ যদি পোস্টে কোন ভুল ত্রুটি থেকে থাকে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণম্যাক্রো ফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনারিসাইজ & সেচুরেশন
অবস্থান

https://maps.app.goo.gl/MF251y73mK71wcP46

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করি

Sort:  
 last year 

আপনার প্রতিটি ছবি খুব সুন্দর লেগেছে আমার কাছে ।পোকার এরকম ম্যাক্রো ছবি এতটা ভয়ঙ্কর রকমের সুন্দর হবে তা এই পোস্ট না দেখলে জানতাম না ভাই। আপনি আপনার এই ফটোগ্রাফি চালিয়ে যান। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর পোস্ট আমার বাংলা ব্লগে আপনি শেয়ার করবেন বলে আমরা আশাবাদী ব্যক্ত করি

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই আসলে এর চাইতে আরো বেশি ক্রিয়েটিভ ফটোগ্রাফি ও আমি শেয়ার করেছি। আশা করি সেই লেভেলের আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করব ধন্যবাদ আপনাকে।

 last year 

খুব সুন্দর ভাবে ম্যাক্রোফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। অনেকগুলো পোকামাকড়ের ফটোগ্রাফি আমার খুবই ভালো লাগলো।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। এভাবে পাশে থাকবেন সবসময় এই কামনা করি।

 last year 

পোকামাকড়ের অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে আপনার মাধ্যমে দেখতে পেলাম ভাইয়া।প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর হবে তুলেছেন। এবং আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ম্যাক্রো ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।

 last year 

আসলে ভাই চেষ্টা করেছি সুন্দর করে আপনাদের সাথে তুলে ধরার জন্য। কতটুকু পেরেছি জানি না তবে সামনে আরও ভাল প্রচেষ্টা চলবে ধন্যবাদ।

 last year 

আপনার ম্যাক্রোফটোগ্রাফি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য আপনার দারুণ অভিজ্ঞতা রয়েছে। আপনার অভিজ্ঞতাকে সম্মান করি। এভাবে সামনের দিকে এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে আমার অভিজ্ঞতা কে সম্মান করার জন্য। তবে এটি ম্যাক্রো লেন্স ছাড়া ম্যাক্রোফটোগ্রাফি, অবশ্য আপনি দেখে বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

ওয়াও ভাইয়া অসাধারণ কিছু পোকার ফটোগ্রাফি দেখতে পেলাম। সত্যি প্রতিটি পোকার ফটোগ্রাফি দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর কিছু পোকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন এই কামনা করি।

 last year 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন,প্রতিটা ফটো আমার কাছে ভালো লাগছে।ফটোর ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

আমার ম্যাক্রোফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম এবং আশাকরি আপনাদের ভালো মন্তব্য পেলে আরো সুন্দর সুন্দর ম্যাক্রোফটোগ্রাফি শেয়ার করা যাবে।

 last year 

ম্যাক্রোফটোগ্রাফিগুলো দেখতে আমার কাছে ভালই লাগে। বিশেষ করে পোকামাকড়ের ম্যাক্রোফটোগ্রাফি গুলো দেখলে পোকামাকড়ের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ খুব ভালোভাবে বোঝা যায় । আপনার আজকের ম্যাক্রোফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু পোকা মাকড়ের ম্যাক্রোফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 last year 

ঠিকই বলেছেন পোকা মাকড়ের অঙ্গ-প্রত্যঙ্গ দেখার জন্যই ম্যাক্রো ফটোগ্রাফি করা। ধন্যবাদ আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

ম্যাক্রো ফটোগ্রাফি খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে। বেগুন গাছের পোকার ছবি অনেক সুন্দর হয়েছে ভাই। একদম প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি হয়েছে। আপনার আরো এমন ফটোগ্রাফির আশায় থাকলাম ভাই।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রদানের জন্য। আসলে ম্যাক্রো ফটোগ্রাফি আমার খুব প্রিয়। তবে ম্যাক্রো লেন্স ব্যতিরেকে ফটোগ্রাফি তেমন একটা ভালো হয় না। তবুও চেষ্টা করেছি ম্যাক্রো লেন্স ছাড়া আপনাদের সাথে তুলে ধরতে।

 last year 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে পোকার ম্যাক্রো ফটোগ্রাফি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

 last year 

প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ।

 last year 

মুঠোফোন ব্যবহার করে ম্যাক্রো ফটোগ্রাফি করা সত্যিই খুবই কষ্টসাধ্য, আমি করেছি তাই আমি।
আপনি যে খুবই পরিশ্রম করে ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন তা আপনার ফটোগ্রাফি গুলোর সৌন্দর্য দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই নিখুঁত হয়েছে। সত্যি মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।

 last year 

কি বলবো ভাই আসলে ম্যাক্রো লেন্স ছাড়া যতটুকু সম্ভব অতটুকুই আপনাদের সাথে তুলে ধরেছি। তবে ম্যাক্রো লেন্স সহ আমি আরো ভালো ভালো ম্যাক্রো ফটোগ্রাফি শেয়ার করেছিলাম, সেটি আরো আগে। আশা করি আপনাদের ভাল মন্তব্য পেলে আরো ভালো ম্যাক্রো ফটোগ্রাফি শেয়ার করব ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.09
JST 0.022
BTC 26707.33
ETH 1622.45
USDT 1.00
SBD 2.17