পার্মানেন্ট মার্কার পেন দিয়ে একটি বৃত্ত ম্যান্ডেলা অংকন।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি পেন্সিল ও পার্মানেন্ট মার্কার পেন দিয়ে একটি ম্যান্ডেলার চিত্রাংকন।চলুন তাহলে শুরু করা যাক।
আর্টের জন্য প্রয়োজনীয় উপকরণ
- পার্মানেন্ট মার্কার পেন
- আঁকার খাতা
- পেন্সিল
- পেন্সিল কম্পাস
ধাপ-১ |
---|
প্রথমে আমি পেন্সিল কম্পাস এর সাহায্যে চারটি বৃত্ত এঁকে নিলাম। তারপর দ্বিতীয় নাম্বার বৃত্ততে কিছু ডিজাইন করে নিলাম অর্ধবৃত্ত দিয়ে ।
ধাপ-২ |
---|
এরপর দ্বিতীয় নাম্বার বৃত্তে আরো কিছু অর্ধবৃত্ত দিয়ে ডিজাইন করে নিলাম এবং বৃত্ত গুলোকে কালো কালারে ভরাট করতে শুরু করলাম।
ধাপ-৩ |
---|
**এরপর অর্ধবৃত্ত গুলো ভরাট করে নেওয়ার পরে , আরো কয়েকটি পাতার ডিজাইন করে নিলাম।তারপর সে পাতার দাগ গুলোকে মোটা করে নিলাম **
ধাপ-৪ |
---|
এরপর আমি তিন নাম্বার বৃত্তে আরো কিছু অর্ধবৃত্ত এঁকে নিলাম,যথারীতি সেগুলো ধীরে ধীরে ভরাট করে নিলাম।
ধাপ-৫ |
---|
তারপর প্রথম বৃত্ততে আরও একটি বৃত্ত এঁকে কিছু মনের মত ডিজাইন করে নিলাম এবং ভরাট করে নিলাম ।তারপর দ্বিতীয় নাম্বার বৃত্ততে কিছু ডিজাইন করে সেটি ভরাট করে নিলাম। এরপর তিন নাম্বার বৃত্তের ভিতর ছোট ছোট কিছু ডিজাইন করে নিলাম।সেগুলো যথারীতি ভরাট করে নিলাম। তারপর নিচে আমার নাম লিখে এই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
যদিও এই আর্টটির গ্রাফ করার জন্য আমাকে আমার স্ত্রী হেল্প করেছিল, আর বাকিটা আমি নিজে নিজে করেছি। বুঝতেইতো পারছেন যে কোন ভালো কিছুর পেছনে কারো না কারো অবদান থাকে।আর আর্টটির পেছনে আমার স্ত্রীরও অবদান রয়েছে।, আর সে হলো@bristy1।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | আর্ট |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
আর্টিস্ট | @nevlu123 |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ পছন্দ ।আমি নিজেও মাঝে মাঝে করি। আপনার আজকে বৃত্তের মাঝে যে মেন্ডেলা আর্ট টি করেছেন এটি অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর ভাবে দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। ভেতরের ছোট ছোট ফুল গুলো খুব সুন্দর হয়েছে।
সত্যি বলতে আপু আমিও অনেক বেশি পছন্দ করি মেন্ডেলা। যদিও সময় সল্পতার কারণে করা হয় না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনি সবসময়ই দারুণ দারুণ পোস্ট নিয়ে হাজির হয়ে যান যা দেখতে খুবই ভালো লাগে। আজকেই দারুণ একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে এসেছেন দেখতে অসাধারণ হয়েছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং সুন্দর করে পোস্ট টি আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার মন্তব্যটি আমাকে অনেক বেশি অনু প্রেরণা জাগিয়েছে। ধন্যবাদ আপনাকে এই রকম সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
বৃত্তের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি তৈরি করতে ও যথেষ্ট পরিশ্রম হয়।আপনি পার্মেনেন্ট মার্কার পেন দিয়ে বেশ সুন্দর করে একটি আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর করে ধাপ গুলো শেয়ার করেছেন বেশ ভালো লেগেছে।
একদম ঠিক বলেছেন যথেষ্ট সময় ও দক্ষতার প্রয়োজন হয়।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন বৃত্তের মধ্যে। পার্মানেন্ট মার্কার দিয়ে করার কারণে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়েছে কাজটি। খুব দক্ষতার সাথে নিখুঁতভাবে কাজটি করেছেন। দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
যদিও তাড়াতাড়ি মনে হচ্ছে, তবে আসলে কিন্তু তাড়াতাড়ি হয়নি। কারণ ব্যস্ততার কারণে একটানা বসে সময় দিতে পারিনি, ধন্যবাদ মন্তব্য করার জন্য।
মার্কার ফ্যান দিয়ে বৃত্তের মাঝে মান্ডালা আর্ট দেখেই সত্যি অনেক ভালো লাগছে।মান্ডালা আর্ট করতে অনেক সময় ব্যয় করতে হয়। আমাদের সাথে এত সুন্দর একটি মান্ডালা আর্ট শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
একদম ঠিক বলেছেন ভাই সময় ব্যয় করেই কিন্তু মেন্ডেলা আর্ট করতে হয়। ধন্যবাদ যথাযথ মন্তব্য করার জন্য।
পার্মানেন্ট মার্কার পেন দিয়ে একটি বৃত্ত ম্যান্ডেলা অংকন অসাধারণ হয়েছে ভাই। আপনি সব সময়ই চমৎকার চমৎকার পোস্ট শেয়ার করেন। আপনার পোস্ট মানে নতুন কিছু। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ডিজাইন ছিলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ সব সময় সুন্দর সুন্দর মন্তব্যের পাশাপাশি, সহযোগিতামূলক আচরণ করার জন্য।
মার্কেট পেন দিয়ে খুবই সুন্দর ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। এই ম্যান্ডেলা চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ।
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে এভাবেই সবসময় পাশে থাকবেন, এই কামনা করি।
পেন্সিল দিয়ে অঙ্কন করে পরবর্তীতে মার্কার দিয়ে কালার দিয়ে ম্যান্ডেলা আর্ট এর পুরোপুরি অংশটি তুলে ধরেছেন। খুবই সুন্দর লাগছে ভাইয়া। বৃত্তের মত হওয়ায় দেখতে বেশি সুন্দর লাগছে।
অনেক অনেক ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন এবং সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকবেন এই কামনা করি।
ম্যান্ডেলা অংকন করা আমার কাছে অনেক কঠিন মনে হয়। কিন্তু অনেকেই দেখি খুব সহজেই ম্যান্ডেলা অংকন করতে পারে। ভাইয়া আপনার এক একদিন ভিন্ন ভিন্ন পোস্ট এর ধারাবাহিকতায় আজকে আপনি একটি ম্যান্ডেলা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনার অংকন করা ম্যান্ডেলাটি আমার কাছে চমৎকার লাগছে। নিজে না পারলে ও আপনাদের ম্যান্ডেলা পোস্টগুলো আমি সব সময়ই দেখে থাকি। ধন্যবাদ ভাইয়া।
সত্যি বলতে এটি কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। তবে এতে অনেক মজা রয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ!এক কথায় অসাধারণ ❣️।দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন উপস্থাপনাও ছিল অনেক ভালো।সবমিলিয়ে ১০/১০।
শুভ কামনা রইলো,ম্যান্ডেলা আপনার জন্যই।
আপনার মন্তব্য ও ১০/১০ পেয়েছে। খুব চমৎকার প্রশংসা মূলক মন্তব্য করেছেন ভালো লাগলো ভাই।