You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২০
মানবতা, মানবিক মানুষেরা কই?
খুজে দেখো আমরা কেউ মানবিক মানুষ নই।
মানুষের ঘরে জন্ম, তাই আমরা মানুষ হই।
মানবতাহীন কেউ প্রকৃত মানুষ নই।
মানবতা ছাড়া মানুষের, কনো দাম নেই।
মানবতার মাঝে মুক্তি সব মানুষেরেই।
মানবিক মানুষ এখন খুজে পাওয়া দায়।
মানবতা হারিয়ে গেলে করবে হায় হায়।
আমি মানুষ আমার মাঝে মানবতা চাই।
মানবতা ছাড়া আমি মানুষ নই ভাই।
মানবিক মানুষের আছে অনেক মুল্য।
মানবতাহীন মানুষের মান একেবারেই শুন্য।
মানবতার রাষ্ট্র মোরা গড়বো যে কবে,
সব মানুষ ভাই ভাই এই,স্লোগান কে দিবে?
সবার উপরে মানুষ, সবাই একাকার হয়ে,
ভেদা ভেদ ভুলে মানবতাকে এগিয়ে নিবে যাবে।
মানবতার জয়োগান কবে,
থাকবে সবার মুখে।
সবার পাশে থাকবে সবাই সুখে ও দুঃখে।
ভেদা ভেদ ভুলে সবাই, এক অন্নকে নিবে বুকে।
খুব ভালো ছিল ভাইয়া আপনার লেখাগুলো 🔥☘️
বাহ্ ভাই বেশ সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। আপনার এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
সত্যি ভাইয়া বেশ দুর্দান্ত হইছে অণু কবিতা। সবাই ভেদা ভেদ ভুলে গিয়ে মানবতার জয় গান গাইতে হবে।