You are viewing a single comment's thread from:

RE: পৃথিবীতে আপনি কেন বাঁচবেন ? || Why on earth should you live?

in আমার বাংলা ব্লগ10 months ago

এই সমাজে সবচাইতে কষ্টে আছে মধ্যবিত্তরা। যারা নিম্নবিত্ত তারা যেকোনো কিছু করে চলে যাচ্ছে তার জীবন। যারা উচ্চবিত্ত তাদের অনেক টাকা পয়সা রয়েছে এবং তারা আরো চাই আরো চাই এরকম করছে। যতই আয় করুক তাদের সন্তুষ্টি নেই। তারা আরো বেশি কামানোর জন্য গরিবের পেটে লাথি মারতেও দ্বিধাবোধ করছে না। তবে মধ্যবিত্তরা না পারছে নিম্নবিত্তর শ্রেণীতে যেতে, না পারছে ঊর্ধ্বে উঠতে। তারা একটা চাপা কলে পড়ে রয়েছে সমাজে। সম্মান রক্ষা করা, নিজের ফ্যামিলিকে টেনেটুনে চালিয়ে নেওয়া, সব মিলিয়ে তাদেরই অনেক কষ্ট হয়। তবে ভাই এই পৃথিবীতে বেঁচে থাকার মানে হচ্ছে, নিজেকে সত্যের পথে রেখে একজন মানবিক মানুষ হয়ে এবং মানবতার দিশা সবাইকে বিলিয়ে দেওয়া। যাই হোক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি ব্লগ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Sort:  
 10 months ago 

সত্যিই তাই, একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থেকে আর সন্তানদের সুশিক্ষিত করে যেতে পারাটাই জীবনের আসল অর্থ। মাঝখানে যত কষ্ট আর ঘ্লানি সবকিছু মানিয়ে নেয়া জীবনের অংশ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43