You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯০

in আমার বাংলা ব্লগlast year

চেনা শহরের মানুষ গুলো,বড়ই আজব ময়।
দিন দুপুরে স্বপ্ন নিয়ে,তারা করে বিনিময়।
খেলার ছলে কেটে যায়,আবার দিন রজনী।
পৃথিবীর কত নিয়ম নীতি,তা আমি আজও বুঝিনি।

বিধাতার অপরূপ এক সৃষ্টি তুমি,
তোমায় পাওয়ার অতন্দ্র প্রহরী আমি।
ভালোবাসা মনি কোঠায় দিও মোরে ঠাই।
তোমার ভালোবাসা পাওয়ার আজও প্রতীক্ষায়।

সারা অঙ্গ জুড়ে যার দুঃখের সমাহার,
সে কি পাবে কখনো সুখ উপহার।
সুখের নাগাল বড়ই কঠিন পাওয়া বড়ই দায়।
যার কপালে থাকে শুধু সেই তো পায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56688.84
ETH 2388.88
USDT 1.00
SBD 2.28