You are viewing a single comment's thread from:

RE: স্টিমিট-কে জনপ্রিয় করে তুলতে টুইটার, ইউটিউব, টেলিগ্রামএবং ফেসবুকের ব্যবহার

in আমার বাংলা ব্লগlast year (edited)

সহজ যোগাযোগের জন্য চ্যাট অপশান চালু দেওয়া ।

আমরা 2016 থেকে 2018 পর্যন্ত Steemit এ চ্যাট অপশান পেয়েছিলাম। পরে এই অপশনটি সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল। আমার মতে চ্যাট অপশনটি আবার যোগ করা হলে চ্যাট অপশনের মাধ্যমে যে কেউ সহজেই অন্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারবে। বর্তমানে, আমরা যদি কারো সাথে যোগাযোগ করতে চাই, আমাদের প্রথমে তাকে মন্তব্যের মাধ্যমে তার ডিসকর্ড আইডি বা ইমেল জিজ্ঞাসা করতে হবে। তারপর যদি সে মন্তব্যের মাধ্যমে তার ডিসকর্ড আইডি বা ইমেল দেন তাহলে তার সাথে যোগাযোগ করা যাবে। কিন্তু যদি একটি চ্যাট অপশন থাকে তবে আমি যার সাথে যোগাযোগ করতে চাই তার সাথে সহজেই যোগাযোগ করতে পারি। তাই আমি মনে করি এই চ্যাট অপশান পুনরায় চালু করা খুবই গুরুত্বপূর্ণ।এবং এটি এই প্ল্যাটফর্মের জন্য অনেক বেশি সুফল বয়ে আনবে।

সহজেই যেকোনো ব্যবহারকারীকে টিপ করা।

মাঝে মাঝে অনেকেই পোস্টে ভোট দেন। কিন্তু তাকে টিপ দিতে চাইলেও তা সম্ভব নয়। কারণ আপনি যদি টিপ দিতে চান তবে আপনাকে ওয়ালেটে যেতে হবে এবং তারপরে অর্থ প্রদান করতে হবে। এখন যদি পোস্টের নিচে একটি অপশন থাকে, তাহলে সল্প পরিমাণ হলেও ছোট একটি টিপ দিতে পারেন। নতুন ব্লগাররা কোনো পোস্টে ভোট দিলে কোন লাভ হবেনা,আর তাই সে ও চাইলে কাউকে এই অপশন এর মাধ্যমে টিপ দিতে পারবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45