আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা -৩৬|স্টিম প্রমোশনাল ক্যান্ডেল লাইট| (I ❤STEEM)

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

20230510_091827.jpg

আমার বাংলা ব্লগ মানে ভিন্ন কিছুর আয়োজন। যেখানে প্রতিনিয়ত বিভিন্ন রকম কন্টেস্টের আয়োজন করা হয়। আর সেই পরিপ্রেক্ষিতে এবারও আয়োজন করা হয়েছে দারুন একটি ডাই প্রজেক্ট কনটেস্ট "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট"। যদিও ডাই প্রজেক্ট গুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে এই প্রজেক্ট করাটা যেন কষ্টকর হয়ে পড়েছে।কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি সে পরিস্থিতিতে কোন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকাটাও কঠিন হয়ে গিয়েছে।
20230510_091627.jpg

গত কয়েকদিন যাবৎ যে পরিমাণ তীব্র রোধ পড়ছে তার পাশাপাশি লোডশেডিং। আর এই লোডশেডিং এর কারণে থাকছে না কোন নেট, বাইরে বসে যে কোন কাজ করব তার কোন উপায় নেই। কারণ একটু বাতাস নেই, পাশাপাশি এত পরিমাণ গরম কোন কাজ করে কুল পাওয়া যায় না। কারেন্টের সমস্যা, নেটের সমস্যা সব কিছু মিলিয়ে এই ডাই প্রজেক্ট করতে অনেক বেশি কষ্ট হয়েছে।
20230510_092232.jpg

20230510_092421.jpg
আর সময়ও লেগেছে অনেক। কারণ গরমের মধ্যে বাসায় বসে থেকে এই প্রজেক্টগুলো করা সম্ভব হচ্ছিল না।যখন কারেন্ট আসতো তখনই এই প্রজেক্ট নিয়ে বসা হত। আর এভাবে ধীরে ধীরে কাজ করতে করতে কনটেস্ট এর পোস্ট রেডি করতে অনেক দেরি হয়ে গিয়েছে। সচরাচর এমন দেরি হয় না। এইতো এখন বসে আমি পোস্ট রেডি করতেছি।
20230510_092207.jpg

যাই হোক আমার আজকের এই প্রজেক্ট এর কনসেপ্ট হলো সাগর পাড়ে ক্যান্ডেল লাইট সাজানোর কনসেপ্ট। আমি স্টিমিটকে প্রমোট করার জন্যই( I ♥ STEEM) এ বিষয়টিকে কেন্দ্র করে মোম তৈরি করেছি। আর সাগর পাড়ে বালির উপরে ঝিনুকের মাঝে লেখাটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। সর্বোপরি এমন এক অবস্থা প্রত্যেকটা ফটোশুট রাতেই করা হয়েছে। এজন্য অনেক বেশি কষ্ট হয়েছে।আবার জ্বালানোর পর খুব দ্রুতই এটি জ্বলে নিঃশেষ হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি ছবি তুলে নিয়েছি। যাইহোক কথা না বাড়িয়ে চলুন আমার আজকের এই মোম তৈরির ডাই প্রজেক্টটি দেখে নিন।

স্টিম প্রমোশনাল ক্যান্ডেল লাইট।

20230510_092226.jpg

20230510_091834.jpg

এই ডাই প্রজেক্টটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
বালিঅক্ষর লিখার জন্য এবং ডেকোরেশন এর জন্য
মোম২৪টি
মোম রং২টি
ঝিনুকইচ্ছে মত(ডেকোরেশনের জন্য)
জেলি মোম১টি (ডেকোরেশনের জন্য)
পুতির মালা২টি(ডেকোরেশনের জন্য)
ঝিনুকের শোপিসদুইটি (ডেকোরেশনের জন্য)
গ্লিটার পেপারতিনটি (ডেকোরেশনের জন্য)

20230510_164614.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি একটি টুকরিতে কিছু বালু নিয়ে নিলাম এবং সেগুলো পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এরপর সে বালুর মধ্যে আমি I, ♥,S, T,E,M এই অক্ষর গুলো এঁকে নিলাম।

20230509_115723.jpg20230509_120023.jpg
20230509_120223.jpg20230509_120659.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি গুঁড়ো করা মোম গুলোর সাথে পেস্ট কালারের মোম রং মিশিয়ে একটি বাটিতে চুলোয় আগুনের তাপ দিয়ে গলিয়ে নিলাম।এরপর এই মোম গুলো লিকুইড এ পরিণত হলো।

20230509_121344.jpg20230509_121446.jpg

20230509_121600.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে বালিতে আঁকা অক্ষর গুলোর মধ্যে ধীরে ধীরে লিকুইড পেস্ট কালার ঢালতে শুরু করলাম।এক এক করে সবগুলো অক্ষর পেস্ট কালার দিয়ে বানিয়ে নিলাম।

20230509_121754.jpg20230509_122029.jpg
20230509_122722.jpg20230509_124306.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে লাভ বানানোর জন্য পিঙ্ক কালার মোমের মধ্যে দিয়ে গলিয়ে নিলাম। তারপর বালুর মধ্যে যে লাভ শেপ তৈরি করেছিলাম তার মধ্যে একটি সুতা দিয়ে পিংক কালারের গলানো মোম দিয়ে দিলাম। পাশাপাশি লম্বা আকৃতিতে আরো একটি মোম তৈরি করে নিলাম।

20230510_162634.jpg

পঞ্চম ধাপ

তারপর আইস কিউবের বাটি বালুতে বসিয়ে চারটি শেপ তৈরি করে নিলাম। তারপর আমি পেস্ট কালারের দুটি মোম এবং পিংক কালারের দুটি মোম তৈরি করলাম। মোম তৈরি হয়ে এলে বালু থেকে এগুলো উঠিয়ে বালু ছাড়িয়ে নিলাম।
20230510_163703.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে আমি একটি ট্রে এর মধ্যে বালু নিয়ে নিলাম। তার ওপরে I ❤ STEEM এই লেখাটা সুন্দর করে বসিয়ে দিলাম।

20230510_163853.jpg

সপ্তম ধাপ

এই ধাপে আমি পুঁতি, জেলি মোম এবং পুতির মালা দিয়ে বালুর উপরে সাজিয়ে নিলাম।

20230510_164006.jpg

অষ্টম ধাপ

এখন ছোট ছোট ঝিনুক বা শামুক গুলো আমি বালুর উপরে দিয়ে দিলাম। এরপর পুরোটা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম চার কর্নার থেকে।
20230510_164508.jpg

সর্বশেষ উপস্থাপনা

20230510_091610.jpg

20230510_091857.jpg

20230510_091909.jpg

20230510_091916.jpg

20230510_092203.jpg


আউটলুকে একটু ভিডিওগ্রাফি।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই প্রজেক্ট।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং এর মাত্রা বেড়ে গেছে। আর লোডশেডিং এর সময় নিজের কাজ করা শক্তি অনেক ঝামেলার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক ভাইয়া আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুন্দর একটি ক্যান্ডেল প্রজেক্ট তৈরি করেছেন। স্টিম প্রমোশনাল ক্যান্ডেল লাইট দেখতে খুবই সুন্দর হয়েছে ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য। 🙏

 2 years ago 

সত্যিই দারুন দেখাচ্ছে ভাই, আপনার তৈরি স্টিম প্রমোশনাল ক্যান্ডেল লাইটটি। দারুন একটি সুন্দর উপস্থাপনা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। অসাধারণ ছিল বিষয়টা ।ক্যান্ডেল তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আসলে স্টিমকে প্রমোশনাল হিসেবে দেখতে চাইছে তাই এটি তৈরি করা।

 2 years ago 

এই গরমে এতো লোডশেডিং হলে আসলেই খুব কষ্ট হয়ে যায়। কারণ বাহিরেও বাতাস তেমন থাকে না। যাইহোক এতো সমস্যার পরও আপনি খুব পরিশ্রম করে এতো সুন্দর একটি কাজ উপহার দিলেন। আপনার ক্রিয়েটিভিটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। যাইহোক এমন ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সত্যি ভাই সব মিলিয়ে অনেক কষ্ট হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04