মানবতা হীন সংকীর্ণ হৃদয় মানব জাতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না।
আসসালামুআলাইকুম
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
মানবতা হীন সংকীর্ণ হৃদয় মানব জাতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না। |
---|
বন্ধুরা বুঝতেই পারছেন আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।সত্যি বলতে এত এত মানুষ দেখি তবে মানবিক মানুষ খুবই কম দেখা যায়। তাই আজকে মানবতা সংক্রান্ত মনে লালিত কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।
একজন মানুষ মানুষের ঘরে জন্ম নিলেই কিন্তু সে খুব সহজে মানুষ উপাধি পেয়ে যায়। আর পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে সেই মানুষ কোন কাজে অবদান যদি রাখে তখন তাকে অনেক বড় মাপের বা অনেক বড় মানুষ হিসেবে উপাধি দেয়া হয়। তবে সেই উপাধি প্রাপ্ত মানুষের ভেতরে যদি মানবতা না থাকে প্রকৃত অর্থে সে বড় মানুষ নয়।
বন্ধুরা প্রতিনিয়ত আমরা মানুষের অনেক কর্মকান্ডই দেখতে পাই যেখানে মানবতাহীন লোকের অভাব নেই।আবার মানুষ মানুষের কাজে এগিয়ে আসে না এই রকম মানুষও অনেক রয়েছে আমাদের সমাজে, গ্রামে এবং বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার মধ্যে।যার কারণে আজকে মানবতার এত বড় সংকট ও বিপর্যয় ঘটছে।
সত্যি বলতে মানুষ হওয়া খুবই সহজ কিন্তু মানবিক মানুষ হওয়া খুবই কঠিন যার কারণে পদে পদে বিপদগ্রস্ত হচ্ছে মানবতা। মানবতা যেন অমানবতার কারাগারে বন্দি। সমাজে এমনও রূপরেখা দেখা যায় কেউ যদি মানবতা দেখাতে চায়, তখন অমানবতার চাপা তলে তাকে পিষে ফেলতে চায়।আর এটি ঘটায় কিছু সংকীর্ণ মানসিকতার মানুষ যারা মানব জাতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না।
আমার মতে উচ্চশিক্ষিত হয়ে কোন লাভ নেই যদি তার মধ্যে কোন মানবিকতা না থাকে। আবার দেখা যায় একজন দিনমজুরের কাছে যদি মানবতা থাকে তাহলে সে কিন্তু সে উচ্চশিক্ষিত লোকের চাইতে অনেক ঊর্ধ্বে।এজন্যই মানুষ এবং মানবিক মানুষের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে।
আজকে আর বেশি কথা বাড়াবো না আশা করছি সবাই এই ব্লগটি পড়েছেন এবং উপভোগ করেছেন। আজকের মত এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়। আর যারা পুরো পোস্টটি পড়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।
যারা কষ্ট করে আমার এই পুরো লেখাটি পড়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মত এখানে বিদায় নিচ্ছি। তবে অন্যদিন অন্য কোন টপিক নিয়ে আবার ফিরে আসবো।সে পর্যন্ত সবাই যার যার মত করে ভালো ও সুস্থ থাকবেন।
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | জেনারেল রাইটিং |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
https://twitter.com/Nevlu123/status/1638090685541765122?s=20
এই সমাজে মানবতাহীন লোকের অভাব নেই। আসলে প্রতিটি পদে পদে আমরা মানবতাহীন মানুষের পরিচয় পাই। সত্যি ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে। দারুন লিখেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু খুব চমৎকার সাবলীল ভাষায় মন্তব্যটি করার জন্য।।