স্বরচিত কবিতাঃ পরাজিত সৈনিক।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ পরাজিত সৈনিক।
জীবন যুদ্ধে যে পরাজিত সৈনিক,
তার আবার কিসের কষ্ট।
অবহেলা যার নিত্য দিনের সঙ্গী,
অপমানে তার কি আসে যায়।
হতাশা যার বেলা অবেলার বন্ধু,
দুঃসংবাদ তার কিইবা করতে পারে।
পিছুটান যদি জীবনে লেগে থাকে,
অর্জনে দেরি হলে তাতে কি আসে যায়।
অবহেলা অনাদরে যার বিচরণ,
তার আবার কিসের সৌভাগ্য।
যার চারিদিকে সমস্যা আর হাহাকার,
তার অন্ধকারে কিসের ভয়।
যে বারবার প্রতারিত হয়,
তার আবার কিসের ঠকার ভয়।
দুয়ারে দুয়ারে যে বিতাড়িত,
দেখানো সম্মান তার খুশির কারণ নয়।
বাধা প্রাপ্ত হয়ে যে এগিয়ে যায়,
তার জন্য বাধা, নয় কোন সমস্যা।
আপনত্বের মাঝে যে খায় ধোঁকা,
শিখে যাচ্ছে সে, ভেবোনা সে বোকা।
কবিতার মর্ম কথা |
---|
জীবনটা বড়ই অদ্ভুত, আর সবার জীবন এক নয়।জীবনের তাগিদে মানুষ চলতে থাকে তবে একেক জনের জীবন একেক রকম।কিছু কিছু জীবন রয়েছে হতাশা দুঃখ দুর্দশা এবং যতরকম সমস্যা রয়েছে তার জীবন জুড়ে। এত সমস্যায় থাকতে থাকতে একটা সময় তার মনে হয় যে জীবনের সমস্যা কোন সমস্যাই নয়। এমনই কিছু অনুভূতি এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
https://x.com/Nevlu123/status/1878635644844720584
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
🙏💥🙏💭
আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার লেখা কবিতার লাইনগুলো বেশ দারুন ছিল। এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জান্নাত আপু।
আসলে মানুষের জীবন দুঃখ কষ্ট নিয়েই। হতাশা দুঃখ দুর্দশা এগুলো সবার জীবনেই কম বেশি থাকে। যাই হোক আপনি আজকে দারুন একটা কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার লাইনগুলো যেমন সুন্দর কবিতার নামটাও খুব সুন্দর। পরাজিত সৈনিক নামটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
জি আপু মানুষের জীবন দুঃখ কষ্ট নিয়েই।
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি গুলো শুনতে বেশ ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি নতুন কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো।পুরো কবিতা টি খুবই সুন্দর করে পরিবেশন করেছেন।
ধন্যবাদ ভাইজান ভালো থাকুন সব সময়।💓
বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। পরাজিত সৈনিক কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।
যে বারবার প্রতারিত হয়,
তার আবার কিসের ঠকার ভয়।
দুয়ারে দুয়ারে যে বিতাড়িত,
দেখানো সম্মান তার খুশির কারণ নয়।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ তোমায় সুন্দর মন্তব্য করার জন্য।।
বাহ আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।পরাজিত সৈনিক কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক সবার জীবন এক রকম নয়। আর মানুষের জীবন বড়ই অদ্ভুত। তবে আপনার কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার হয়েছে। এই ধরনের কবিতা গুলো বারবার পড়তে মন চায়।
জি একদম ঠিক মানুষের জীবন বড়ই অদ্ভুত।
আসলেই মানুষ যখন নানান ধরনের সমস্যায় জর্জরিত থাকে, তখন কোনো সমস্যাকেই সমস্যা মনে হয় না। আপনি প্রফেশনাল কবি না হলেও,আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ মহিন ভাই ভালো থাকবেন সব সময়।
আপনার পরাজিত সৈনিক কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
অনেক ধন্যবাদ তোমায়।।