টার্গেট ডিসেম্বর সিজন-৪ ১০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।আর সেটি হলো পাওয়ার আপ পোষ্ট সিজন-৪।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovtyimrSnk8cWNidBhfpsnBV4hT8HCxe4vtEHqRr3PJSYWjgYjiib6d9r5xwhJArnJu6cKxP4AVuwbpmeWjTcBKDg.jpeg

প্রতি সপ্তাহের ন্যায় এইবারও নিজস্ব ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।

হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৪ এ যোগদান করলাম।তবে এইবার সিজন-৪ এ আমার টার্গেট থাকবে ৭০০০ স্টিম পাওয়ার এচিভ করা। যাতে করে আমি আট এক্স( 8x)ডলফিন হতে পারি।যদিও সিজন তিন এ আমার টার্গেট ছিলো ৩০ হাজার স্টিম পাওয়ার করে ৬এক্স ডলফিন হওয়া। আর সেই লক্ষ্যেও আমি পৌঁছে গেয়েছি ।তাই এখন নতুন টার্গেট থাকবে ৭০০০ স্টিম পাওয়ার এচিভ করা। আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৪ এ আমার টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছি ।

আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।

সিজন তিন শেষে সর্বমোট আমার পাওয়ার হলো ৩৩,৩৮৫ স্টিম পাওয়ার।

পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৩৪২২০ স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ৩৪২৩০ স্টিম পাওয়ার হয়েছে।

পূর্বের স্টিম পাওয়ার৩৪২২০
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান স্টিম পাওয়ার৩৪২৩০
প্রথম টার্গেট১০,০০০ স্টিম পাওয়ার (Done)
দ্বিতীয় টার্গেট১৫,০০০ স্টিম পাওয়ার (Done)
তৃতীয় টার্গেট৮,০০০ স্টিম পাওয়ার (Done)
চতুর্থ টার্গেট৭,০০০ স্টিম পাওয়ার (চলমান)

পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে আমার ওয়ালেটে যেতে হবে সেখান থেকে স্টিম অপশনে ড্রপ বোতামে ক্লিক করলাম এবং পাওয়ার আপ এ ক্লিক করলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করার পর, আমি যে পরিমাণ পাওয়ার আপ করতে যাচ্ছি তা সেখানে বসাতে হবে। তারপর আমাকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এর পরে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই পাওয়ার আপ হয়ে যাবে।

তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো।

প্রথম ধাপ

Screenshot_20240125-083949_Chrome.jpg

দ্বিতীয় ধাপ

Screenshot_20220717-211237_Chrome.jpg

শেষ ধাপ

Screenshot_20240125-084008_Chrome.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

পোষ্ট ও ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপাওয়ার আপ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

💐🙏💐🙏

 6 months ago 

ভাইয়া আপনি তো দেখছি প্রতি সপ্তাহে ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করে যাচেছন। যার কারনে ইতিমধ্যে আপনি বর্ষসেরা হয়েছেন। আপনার ধারাবাহিক পাওয়ার আপ দেখে কিন্তু আমরাও বেশ আগ্রহ পাই। ধন্যবাদ ভাইয়া পাওয়ার আপ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আসলে আপু স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।

 6 months ago 

আপনি যেভাবে প্রতিনিয়ত নিজের সক্ষমতা বৃদ্ধি করেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। আপনার সক্ষমতা বৃদ্ধি করার পোস্টগুলো দেখে আমি রীতিমত অনুপ্রাণিত হই। এরই মধ্য দিয়ে আপনি ৩৪ হাজার ২৩০ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।

 5 months ago 

আসলে নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।

 6 months ago 

শক্তি বৃদ্ধি করার জন্য আজকে আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি দেখতেছি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে যাচ্ছেন। এই প্লাটফর্মে আমরা পাওয়ার আপ করলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। সিজন ফোরতে আপনার নতুন টার্গেট নিয়ে পাওয়ার আপ শুরু করেছেন। আশা করি আপনার এই টার্গেট ও খুব সহজে আপনি পূরণ করতে পারবেন। আর আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমি নিজেও অনেক উৎসাহিত হই।

 5 months ago 

স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57809.89
ETH 3118.43
USDT 1.00
SBD 2.37