ভিন্ন কালারের সূর্যমুখী ফুলের আর্ট।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
আজকে আপনাদের মাঝে আমার একটা নতুন আর্ট নিয়ে চলে এসেছি।আজকের আর্টে থাকছে ভিন্ন রকম কিছু। দেখতেই পারছেন একটা ফুল যেটা অনেকটা সূর্যমুখী ফুলের মতোই দেখতে। আর পিছনের আকাশটাও কিন্তু একদম রঙিন। এখানে আমি মার্কার এবং জল রং দুইটাই ব্যবহার করেছি। আসলে আমি খুব ভালো আঁকতে পারি না বিধায় সবসময় আপনাদের মাঝে আর্ট গুলো শেয়ার করা হয় না। তবে এই যে আর্টটা আপনাদের মাঝে শেয়ার করেছি এটা দেখে আমার নিজের কাছেও খুব ভালো লাগছিল। খুব সহজে কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। এটা করার পর আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল,অনেকটা কালারফুল ছিল এজন্য।ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করে ফেলি।
যাইহোক আমার এই ছোট প্রচেষ্টা আপনাদের কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না আশা করি।
প্রয়োজনীয় উপকরণ |
---|
নীল মার্কার
কালো মার্কার
জল রঙ
তুলি
প্রথম ধাপ |
---|
প্রথমে খাতার মধ্যে মার্কার দিয়ে একটা চতুর্ভুজ আকৃতি করে বড় জায়গা এঁকে নিয়েছি।তারপর একপাশে বৃত্তাকার মত ডট করে এঁকে নিয়েছি।
দ্বিতীয় ধাপ |
---|
এখন একই জায়গায় অনেকগুলো ডট আঁকলাম,যেহেতু এটা ফুলের মাঝখানের অংশ।তারপর চারপাশে ফুলের পাপড়িগুলো এঁকে নিয়েছি।
তৃতীয় ধাপ |
---|
এখন নীল রঙের মার্কার দিয়ে পাপড়িতে রঙ করলাম।আগের কালো রঙ এর উপরে নীল রঙের পাপড়ির দাগ এঁকে নিয়েছি।
চতুর্থ ধাপ |
---|
এক এক করে সবগুলো পাপড়ি রঙ করলাম। আর মাঝে কিছুটা জায়গায় সাদা সাদা রাখলাম। যাতে পাপড়িগুলোতে আলোকিত বুঝা যায়।
পঞ্চম ধাপ |
---|
এইভাবে নীল মার্কার দিয়ে ফুলের মাঝখানে রেনুর অংশে কিছুটা ডট দিলাম। তারপর খালি অংশটায় হলুদ রং দিয়ে রং করলাম।নীল ডটের উপরেও কিছুটা হলুদ রঙ দিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ |
---|
এই ধাপে হলুদের উপরে কিছুটা লাল রং দিয়ে দিলাম। তারপর পাশের সাদা অংশটাতে উপরে লাল তারপর কমলা রং দিয়ে রং করতে থাকলাম।
সপ্তম ধাপ |
---|
এখন নিচের দিকে বাকিটা হলুদ রং দিয়ে রং করলাম। পুরোটা এভাবে মিক্স করে নিয়েছি।
অষ্টম ধাপ |
---|
এই ধাপে একটা ফুলের পাপড়ির উপরে ছোট্ট একটা লেডি বাগ লাল এবং কালো রঙ দিয়ে এঁকে দিলাম।
সর্বশেষ আউটলুক |
---|
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের ও কাজের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | আর্ট। |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
সম্পাদনা | রিসাইজ & সেচুরেশন |
পেইন্টিং করতে আমি অনেক বেশি পছন্দ করি। তবে এখন খুব একটা পেইন্টিং করা হয় না, মাঝেমধ্যেই করা হয়। ম্যান্ডেলা আর্ট করে থাকি এখন বেশিরভাগ সময়। অনেকদিন পর আপনার করা পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর করে সূর্যমুখী ফুলের পেইন্টিং করেছেন, তাও আবার ভিন্ন কালারের সূর্যমুখী ফুল ছিল। সূর্যমুখী ফুলের কালারটা ইউনিক হয়েছে, যার কারণে পুরো পেইন্টিংটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে। ফুলের পাপড়ির উপর একটা লেডিবাগ পোকা আঁকায় তো আরো ভালো লাগছিল।
তোমাকে ধন্যবাদ সুন্দর মতামত প্রধানের জন্য ভালো থেকো।।
সূর্যমুখী ফুলের আর্ট দেখতে সম্পুর্ন ভিন্ন রকম লাগতেছে। আইডিয়া খুব ভালো ছিলো। সূর্যমুখী ফুলের পাপড়ির উপরে লেডিবাগ পোকাটি চমৎকার ফুটে উঠেছে। সব মিলিয়ে আপনার আর্ট আমার কাছে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
লিমন ভাই ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অঙ্কনে সূর্যমুখী ফুলের পাপড়ি গুলোর চিত্র অঙ্কন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি চিত্র অংকন এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব সময় গোছলো মন্তব্য করার জন্য ধন্যবাদ,।
ভিন্ন কালারের সূর্যমুখী ফুলের খুবই সুন্দর একটি আর্ট প্রস্তুত করে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন।
আমার কাছে বেশ ভালো লেগেছে।
বিশেষ করে ভিন্ন কালার হওয়াতে একটু বেশি সৌন্দর্য ফুটেছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো।
শুভেচ্ছা রইল আপনার জন্য ।
লিটন আলী ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য,।
সূর্য মুখি ফুল টা দেখতে আমার কাছে খুবই ভাল লাগে।এটার সৌন্দ্যর্য টা অন্য রকম।আপনার অংকন করা চিত্রটা খুবই সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
জি ভাই আসলেই এটার সৌন্দ্যর্য টা একটু অন্য রকম।
ভিন্ন কালার দিয়ে সূর্যমুখী ফুলের আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে ভাইয়া। আসলে মন থেকে কোন কিছু করার চেষ্টা করলে সেটি দেখতে বেশ ভালই হয় ।আপনার আজকের আর্টটি বেশ ভালই লেগেছে আমার কাছে ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।।
আপনাদের সাপোর্ট পেলে অনেক ভালো লাগে আপু ধন্যবাদ। 🌿
ভিন্ন কালারের একটি সূর্যমুখীর আর্ট করেছেন। নীল রঙের সূর্যমুখী ও বেশ সুন্দর লাগছে দেখতে। তার পেছনে ব্যাকগ্রাউন্ড এর যে কালার কম্বিনেশন টা দিয়েছেন সেটা অনেক বেশি ফুটে উঠেছে। মূলত ব্যাকগ্রাউন্ড এর কালার কম্বিনেশন টার কারণে ফুলটা এতটা সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে আপু আর্ট এর মাঝে কালার কম্বিনেশনটা খুব জরুরী ধন্যবাদ ভালো থাকবেন।
ভিন্ন কালারের সূর্যমুখী ফুলের আর্ট দেখতে অসাধারন হয়েছে। আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া কালার কম্বিনেশনেও চমৎকার লাগছে। ধন্যবাদ আর্টটি ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।
আসলে আর্ট এর মাঝে কালার কম্বিনেশনটা খুব জরুরী ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
ভিন্ন কালারের সূর্যমুখী আর্টটি কিন্তু চমৎকার লাগছে দেখতে। বিশেষ করে সূর্যমুখী ফুলের পাপড়িতে লেডিবাগ আঁকিয়ে দেওয়ার কারনে বেশী সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ভাবে আর্টটি উপস্থাপনা করার জন্য।
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু।ভালো থাকুন সব সময় এই কামনা করছি,।
ভাইয়া আপনি তো সব সময় খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেন। তারপরও বলছেন যে আঁকতে পারেন না। যাইহোক আপনার আজকে সূর্যমুখীর ফুলের আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে পিছনে রক্তিম আকাশ দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। তাছাড়া ছোট্ট লেডি বাগ ফুলটির আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে।
আপনি সব সময় সুন্দর মন্তব্য করেন আপু।অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সব সময়।