খরগোশের বাচ্চাগুলো দিন বড় হতে যাচ্ছে।(ভিডিওগ্রাফি)
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
আজকের পোস্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন খরগোশের বাচ্চাকে জোর করে দুধ খাওয়ানোর প্রস্তুতি। আর আজকে আপনাদের মাঝে সেই ভিডিওগ্রাফি তুলে ধরলাম।
আমার ওয়াইফ এর খরগোশ পোষার শখ।তাই তাকে একটি খরগোশ এনে দিলাম। তারপর খরগোশ যখন প্রথমবারের মতো বাচ্চা দিলো তখন খরগোশের বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোটা মুশকিল ছিল। কারণ খরগোশ এমনিতে দুধ খেতে দিত না। তাই সবাই মিলে খরগোশকে ধরে বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হতো। আর সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম।খরগোশ এর বাচ্চাগুলোর আরো কিছু ভিডিওগ্রাফি আছে। আর ধীরে ধীরে আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব।
বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শুধু খরগোশের বাচ্চার ১৫থেকে ৩০ দিনের দুধ খাওয়ার ভিডিওগ্রাফি ও কিছু পাতা খাওয়ার মুহূর্ত তুলে ধরলাম।বাকি ভিড়িও গুলো আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করব ।আশা করছি আজকের ভিডিওগ্রাফি আপনাদের মনভূত হবে। তো বন্ধুরা চলুন ভিডিওগ্রাফি ইনজয় করা যাক।
খরগোশের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে যাচ্ছে । ভিডিওগ্রাফি
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | ভিডিওগ্রাফি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
খরগোশের বাচ্চাগুলো অনেক সুন্দর এবং দেখতে অনেক কিউট। আপনি ভাবীকে খরগোশ কিনে দিয়েছেন জেনে ভালো লেগেছে। খরগোশ আমি কখনো বাসায় দুধ খাওয়াতে দেখিনি। আপনার ভিডিওর মাধ্যমে দেখে জানতে পারলাম। মা খরগোশ কেন দুধ খাওয়াতে দিত না এটা বুঝলাম না। ধন্যবাদ ভাইয়া।
খরগোশ আসলে এরকমই হয়।। তবে বাচ্চা বড় হতে হতে আপনা আপনিই খাওয়ায়।
খরগোশের বাচ্চা গুলো দেখতে খুবই সুন্দর, আর এত সুন্দর একটি ভিডিও সত্যিই অসাধারণ। আপনার ভিডিও দেখে খুবই ভাল লাগল। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সব সময় সাপোর্ট করার জন্য ধন্যবাদ ভাই।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন খরগোশের বাচ্চাগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে এই বিষয়ে একটি পোষ্ট। আপনি একদম ঠিক বলেছেন ভাই দিন যতই যাবে খরগোশগুলো ততই বড় হতে থাকবে। সত্যি বলতে আপনার ভিডিও দেখতে বেশ দারুন ছিল ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
আপনার খরগোশগুলো তো দেখছি সত্যিই অনেক বড় হয়ে গিয়েছে। আগের দিন আপনি যেদিন ভিডিওগ্রাফি শেয়ার করেছিলেন সেদিন খরগোশগুলো অনেক ছোট ছিল কিন্তু আজকে সেই তুলনায় দেখছি অনেক বড় বড় হয়ে গিয়েছে।
জি ধীরে ধীরে বড় হচ্ছে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
খোরগোস দেখতে আমার এমনিতেই বেশ ভালো লাগে। আর আপনি তো দেখছি খোরগোস এর বাচ্চগুলো কে নিয়ে বেশ মন ছুঁয়ে যাওয়া একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করলেন। যেখানে খোরগোস গুলো কে দেখতি বেশ সুন্দর লাগছে। অসাধারন একটি ভিডিও কভার।
অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য,।,।
খরগোশ পোষার শখ আমারও একসময় ছিলো। তবে শুনেছি যে খরগোশ পোষা নাকি বেশ ঝামেলা। তাই খরগোশ পোষা হয়নি কখনো। যাইহোক খরগোশের বাচ্চা গুলো দিন দিন বড় হচ্ছে, জেনে খুব ভালো লাগলো ভাই। খরগোশগুলো দেখতে বেশ কিউট লাগছে। ভিডিওটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
না ভাই তেমন না।
বাচ্চাগুলো যতই বড় হচ্ছে দেখতে ততই চমৎকার লাগছে। ধন্যবাদ খুব চমৎকার ভিডিওটি সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য। আশা করছি খরগোশের বাচ্চার ভিডিওগ্রাফিটি সবাই পছন্দ করবে ।
জি বাচ্চাগুলো যতই বড় হচ্ছে দেখতে ততই চমৎকার লাগছে।