আমি মানবতা,আমি সবার।(স্বরচিত কবিতা আবৃত্তি )
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- আমি মানবতা,আমি সবার।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
আমি মানবতা,আমি সবার।
আবৃত্তিঃ-
@nevlu123
এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমি বাকরুদ্ধ,আমি হতাশ।
আমি ধোঁকা খেয়ে,দেই দীর্ঘশ্বাস।
আমি অনাহারি,আমি উচ্ছ্বাস।
আমি আমাতে করি বিশ্বাস।
আমি কালবৈশাখী,আমি ঝঞ্জার।
আমি নিত্য নতুন কোন আবিষ্কার।
আমি বিদ্রোহী,আমি মহামারী।
আমি নতুন পথের দিশারী।
আমি ঘূর্ণি,আমি দক্ষিণা হাওয়া।
আমি বেলা অবেলায় বয়ে যাওয়া।
আমি নিত্য দিনের চিত্ত সুখ।
আমি অসহায়ের মনের দুঃখ।
আমি চঞ্চল,আমি মন ভোলা।
আমি সময় অসময়ে আবার দিশেহারা।
আমি উজানের ঢেউ ভাটায় নামি।
আমি অমানবিকতার জন্য এক সুনামি।
আমি ক্লান্তির একরাশ সুখ।
আমি গরিবের হাসি মাখা মুখ।
আমি অনহারীর মুখে,একমুঠো খাবার।
আমি মানবতা,আমি সবার।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
আসলেই ভাই মাঝেমধ্যে গান গাইলে কিংবা কবিতা আবৃত্তি করলে মনের মধ্যে অন্য রকম প্রশান্তি কাজ করে। যাইহোক আমি মানবতা,আমি সবার নামক কবিতাটি দারুণভাবে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। স্বরচিত কবিতা আবৃত্তির ব্যাপারটাই অন্য রকম। যাইহোক এতো চমৎকার আবৃত্তি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
এটি ঠিক বলেছেন ভাইয়া গান এবং কবিতা হচ্ছে মনের তৃপ্তি এবং মনের খোরাক। তবে কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। আপনি ধৈর্য এবং সাহস নিয়ে খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে আমি মানবতা,আমি সবার কবিতাটি আবৃত্তি শুনে সত্যি অনেক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাইজান,।,
আসলে কবিতা আবৃত্তির মাধ্যমে কবিতার পূর্ণতা পায়। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আর কবিতা আবৃতি করতে আমি খুব একটা পারিনা। তবে আবৃত্তি শুনতে আমার অনেক ভালো লাগে।
ভালোবাসা নিবেন ভাই।
আপনি ঠিকই বলেছেন ভাই, গান কবিতা এগুলো মনের তৃপ্তি। যাইহোক আপনি দারুণ একটি কবিতা আবৃতি করছেন। আপনার কণ্ঠে কবিতা আবৃতি শুনে অনেক ভালো লাগলো। প্রতি টা লাইন সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ পাশে থাকার জন্য।,