স্বরচিত কবিতা :অপলক নয়ন
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পায়েছে তবে আমি কবিতা অনেক আগ থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
কবিতা :অপলক নয়ন
অপলক নয়ন
অপলক নয়নে,
তাকিয়ে থাকি।
তুমি যে আমার,
মনের খাঁচার পাখি।
দুই নয়ন আমার,
তোমায় সব সময় খুঁজে।
আমার মনটা আবার,
তোমার মন কেই বুঝে।
আমার মনের রাজ্যজুড়ে,
একটা শহর তুমি।
সেই শহরে বাস করি
শুধু তুমি আর আমি।
তুমি বিহীন আমার মনটা,
যেনো মরুভূমি ।
তুমি বিহনে আবার,
আমার রাহাজানি।
পেতে চাই তোমায়,
আমার মত করে।
চোখ মেলে যেন খুঁজে পাই,
রাত দুপুর ভোরে।
আজকের এই কবিতা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত।আর যদি কারো কাছে ভাল লেগে থাকে অবশ্যই তা মন্তব্য করে জানাবেন।
আসলে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজের গতি আরো বেড়ে যায়। সেজন্য ভালোলাগা-মন্দলাগা ভালো কাজের উপরে প্রভাব ফেলে। তাই সুন্দর মন্তব্য মানে সুন্দর কিছু কাজ।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
https://twitter.com/Nevlu123/status/1586949186112524293?s=20&t=j1hnxIr54m9OpLKsNGPVLQ
ভাইয়া, কবিতার ভাষা হারিয়ে ফেলেন আবার ধরে নিয়ে আসেন,ব্যাপারটা আমার কাছে বেশ মজা লেগেছে 😆।কবি না হয়ে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন।ভালোই লাগে।তুমি বিনা মনটা মরুভূমি হওয়ার দরকার নাই 😆,তুমি আপনারই থাকবে হা হা।
ভালো ছিলো।ধন্যবাদ
বেশ ভালো বলেছেন এবং চমৎকার একটি মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে
প্রফেশনাল না হলেও আপনি খুবই চমৎকার এক কবিতা লিখেছেন। কবিতার লাইন গুলো যেনো মন ছুয়ে যায়।
এই লাইন গুলো বেস্ট লেগেছে আমার কাছে। আসলেই প্রিয় মানুষ টি যেনো মনের রাজ্যজুড়ে থাকে।
কবিতাটির মর্মার্থ বোঝে চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ
কবিতা লেখার একটি ভাব আছে।এই ভাব আসলে কথা নিজে নিজেই চলে আসে।আপনার অনুকবিতা টি অনেক সুন্দর হয়েছে।ভালবাসার মানুষের প্রতি মনের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন।ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি অনুকবিতা শেয়ার করার জন্য।
প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য
কবিতা লিখতে ভাবতে হয় তা অবশ্যই ঠিক কথা।অনু কবিতায় অনেকে কবিতা লেখার প্রয়াস পেয়েছেন দেখে ভাল লাগে।
ভালই লিখেছেন অপল নয়নে কবিতাটি।যাকে ভাল লাগে তাকে অপলক নয়নে চেয়ে থাকা কোন ব্যাপার না। ভাল লাগে অপলক নয়নে দেখতে।
একদম ঠিক বলেছেন যাকে ভাল লাগে তাকে অপলক নয়নে চেয়ে থাকা কোন ব্যাপার না।
ভাই আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে আপনার প্রতি সপ্তাহের কবিতা আমি পড়ি খুবই ভালো লাগে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য।
বাহ বেশ সুন্দর কবিতাটি লিখেছেন ভাইয়া। কবিতার ভাষা মাঝে মাঝে হারিয়ে ফেললেও আবার ফেরত পান এটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনি প্রফেশনাল কবি না হয়েও বেশ ভালো লিখেছেন। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় থাকবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।🌱
আপনার লেখা কবিতার লাইনগুলো পড়ে সত্যি মুগ্ধ হয়েছি। ভালোবাসার অনুভূতিটি ভালোই প্রকাশ করেছেন কবিতার মধ্যে আমার কাছে এই লাইন গুলো বেশি ভালো লেগেছে।
মর্মার্থ বোঝে চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ,।🌱
প্রিয়জনকে না পাওয়ার ব্যর্থ অনুভূতি প্রকাশ পেয়েছে আপনার এই সুন্দর কবিতায় ।আসলে কবিতার মাধ্যমে মনের ভেতরের গভীরের অনুভূতিগুলো প্রকাশ পায়। কবিতা লিখতে ও পড়তে আমার কাছে খুবই ভালো লাগে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন আজ ধন্যবাদ।
ভালো বলেছেন এবং চমৎকার একটি মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতা গুলা বরাবরই খুব চমৎকার হয়ে থাকে। ছন্দের মিল এবং অর্থের গভীরতা দুইটার সমন্বয়ে আপনি কবিতা লেখেন, এটি অনেক আগ থেকেই দেখলাম।ধন্যবাদ আপনাকে আরো একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
কবিতাটির মর্মার্থ বোঝে চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।❤