কক্সবাজার লাবনী পয়েন্টে রাজা চা খাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 months ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

কক্সবাজার লাবনী পয়েন্টে রাজা চা খাওয়ার অনুভূতি।

20240206_190649.jpg

সবাই টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গত ফেব্রুয়ারি মাসে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। তখন এদিক ওদিক ঘুরাঘুরির মাঝে লাবনী পয়েন্টে একটি দোকানে রাজা চা খাওয়ার অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

বাংলাদেশে ঘুরাঘুরির জন্য একদম বেস্ট একটা জায়গা হচ্ছে কক্সবাজার। প্রতিবছর গড়ে ৬৩ লক্ষ লোক সেখানে ভিজিট করতে যায়।সমুদ্র সৈকত কে কেন্দ্র করেই মানুষ সেখানে যায়। আর আশেপাশে আরো কিছু পিকনিক স্পট আছে সেগুলোও দেখতে পারে।আর কক্সবাজার বন্ধুরা মিলে ও ফ্যামিলি সহ আমিও মোট ছয়বারের মতো গিয়েছিলাম সেখানে।

20240206_190715.jpg

20240206_190749.jpg
যাক সেটা বিষয় নয়। এই কক্সবাজারে দুটো মেইন পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে লাবনী পয়েন্ট, আর একটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট।লাবনী পয়েন্ট একটা সময় অনেক জমাজমাট ছিল,কিন্তু এখন সেটা আর নেই। তবে রাজা চায়ের দোকান ওই লাবনী পয়েন্টেই অবস্থিত।প্রথমবারের মতো রাজা চা খেতে গেলাম সেখানে।

ফ্যামিলি সহ গেয়েছিলাম সেই বিখ্যাত রাজা চা খেতে। ভিতরে ঢুকে একজনের কাছে শুনতে পাই যে এই প্রতিষ্ঠানটি বা বিখ্যাত রাজা চায়ের ২৭ টি প্রতিষ্ঠান রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। কক্সবাজারে এটি তাদের নতুন একটি প্রতিষ্ঠান।বেশিদিন হয় নাই এই কক্সবাজারে তাদের প্রতিষ্ঠানটি চালু করেছে।
20240206_190723.jpg

20240206_190705.jpg

রাজা চায়ের মধ্যে অনেক আইটেমের চা রয়েছে।এমন এমন চায়ের নাম রয়েছে যেগুলো প্রথমবার শুনলাম। যাক প্রথমে তারা আমাদেরকে একটি মেনু দিল। যেখানে অনেকগুলো চায়ের নাম এবং প্রাইস লেখা আছে। ২০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত চা ছিলো সেখানে। আর নিঃসন্দেহে বলা যায় এক একটা চায়ের টেস্ট একেক রকম। আমরা আমাদের জন্য পছন্দমত চায়ের অর্ডার করলাম।আর আমাদের সাথে এক বন্ধু ছিল সে তার জন্য রং চায়ের অর্ডার করলো।

তারা চা রেডি করতে প্রায় আধাঘন্টা সময় লাগিয়েছে। আর এরই মাঝে তাদের যে অর্জন ছিল সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। রাজা চায়ের জন্য তারা কোথায় কোথায় রিওয়ার্ড অর্জন করেছে সেগুলো প্রিন্ট করে দেওয়ালে লাগিয়ে দিয়েছে।সেগুলো দেখতে দেখতে আমাদের চা সামনে চলে এলো।চা গুলো মাটির পাত্রে দিয়েছে এবং খুব সুন্দর করে টিস্যু দিয়ে মুড়িয়ে দিয়েছে যাতে করে ধরতে অসুবিধা না হয়।
20240206_190040.jpg

20240206_185933.jpg

চুমুক দিয়ে বুঝতে পারলাম এই চায়ের মাঝে অনেক কিছু দেয়া হয়েছে। আর ওপরে কিছু কাজুবাদাম ও দুধের পাউডার ছিটে দেয়া হয়েছিল। চা টা খেতে খেতে আরো একজন থেকে তাদের এই চায়ের অনেক প্রশংসা শুনলাম। প্রশংসা শুনতে শুনতে চা টা খাওয়া শেষ হলো। আর চা খাওয়া শেষে এতটুকু বুঝতে পারলাম যে প্রশংসা আর চায়ের স্বাধ বরাবর ছিল।

মোটামুটি যারাই কক্সবাজার যান সেখানে গিয়ে একবার চা খেয়ে আসবেন, আশা করছি ভালো লাগবে। আর যারা চা লাভার তাদের জন্য তো কোন কথাই নেই চায়ের জন্য একদম ঝাক্কাস একটি জায়গা আমি মনে করি। যাক সবশেষে আমরা চা টা খেয়ে সেখান থেকে আমাদের গন্তব্যে ফিরে গেলাম।বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করছি আপনারা পুরো ব্লগটি পড়েছেন।

20240206_185925.jpg

20240206_185904.jpg

20240206_184835.jpg

তো বন্ধুরা এই ছিল কক্সবাজার লাবনী পয়েন্টে রাজা চা খাওয়ার অনুভূতি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা বাড়াবো না ।আগামীতে ভিন্ন কোন ভ্রমন পোস্ট নিয়ে আবারও ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণভ্রমন পোষ্ট।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আসলে লাবনী চা সারা দেশ জুড়ে ব্যবসা করছেন এটা আমি ইতিমধ্যে একজন লোকের মাধ্যমে জেনেছিলাম। আর কক্সবাজার লাবনী পয়েন্টে লাবনী চা এর ব্রাঞ্চ আছে, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।আর আপনি কক্সবাজার লাবনী পয়েন্টে রাজা চা খেয়েছেন দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। তবে এখন পর্যন্ত রাজা চা খাওয়া হয়নি। সময় সুযোগ পেলে কক্সবাজার লাবনী পয়েন্টে গিয়ে এই চা খাওয়ার চেষ্টা করবো।

 2 months ago (edited)

ইচ্ছে আছে প্রতিবছরই একবার করে ঘুরে আসবো কক্সবাজারে গিয়ে,হিহিহি। যতবারই যাবো ততবারই নতুন নতুন জায়গায় ঘুরতে পারবো। আর সেখানে রাজা চা থাকলে সেটাও খেতে পারব। আসলে সেদিনকার মুহূর্তটা খুবই মজার ছিল আর চা খেতেও ভালো লেগেছিল।

 2 months ago 

রাজা চা তো খেলেন কক্সবাজার লাবনী পয়েন্টে। ফটোগ্রাফি গুলো দিয়ে আপনি লোভ লাগাই দিচ্ছেন হা হা হা। আপনারা খাওয়ার পরে যখন আবার একসাথে খেলাম তখন বেশ ভালোই লাগছিল। আজকে যখন আবারো আপনি ব্লগটি শেয়ার করলেন মন চাইছে এখন আবার যেয়ে খেয়ে আসি। অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত শেয়ার করার জন্য।

 2 months ago 

পুরো বাংলাদেশের মধ্যে কক্সবাজার আমার সবচেয়ে বেশি পছন্দ। তাইতো আমিও বেশ কয়েকবার কক্সবাজার গিয়েছি পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে। যাইহোক এই বছর ফেব্রুয়ারিতে গিয়ে, আমরা লাবণী পয়েন্টে তেমন যাইনি বললেই চলে। তাই হয়তোবা রাজা চায়ের স্টল চোখে পড়েনি আমাদের। আমরা সুগন্ধা পয়েন্টে প্রচুর সময় কাটিয়েছি এবার। যাইহোক বিখ্যাত রাজা চায়ের ব্যাপারে জানতে পেরে খুব ভালো লাগলো ভাই। সুযোগ পেলে অবশ্যই রাজা চা ট্রাই করবো। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে আপনারা বেশ তৃপ্তি সহকারে রাজা চা খেয়েছেন। যাইহোক এতো চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

কক্সবাজার জায়গাটি এমনিতে বিখ্যাত। এই জায়গাতে হাজার হাজার লোক সমুদ্র সৈকতে ঘুরতে। তবে এসব জায়গাগুলোতে ঘুরতে গেলে অন্যরকম ভালো লাগে। আপনি দেখতেছি খুব মজা করে ঘুরতে গিয়ে চা ও খেলেন। ২০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা। তাহলে বুঝা যায় এখানে চা গুলো কত উন্নত মানের। আসলে দামী জিনিসগুলো খেতে হলে একটু অপেক্ষা করতে হয়। চা খাওয়ার জন্য আধাঘন্টা অপেক্ষা করলেন। যাইহোক খুব সুন্দর করে রাজা চা খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

রাজা চা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর শামসুন্নাহার আপুর সাথে বসে খেতে আরো বেশি ভালো লেগেছে। আবার কখনো গেলে আপুকে নিয়ে আবার খাবো বেশ জমবে আড্ডাটা।যাইহোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে পুরনো স্মৃতি এই পোস্টের মাধ্যমে জাগ্রত করার জন্য। ভালো থেকো সব সময়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56739.93
ETH 2400.98
USDT 1.00
SBD 2.30