ডাই প্রজেক্ট||কার্ডবোর্ড দিয়ে সূর্যের আকারে একটি কালারফুল ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে ভিন্ন একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আর স্বাভাবিকভাবেই ইউনিক কিছু করতে এমনিতে ভালো লাগে। আর সেই হিসেবে আজকে একটি ইউনিক ডাই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যদিও গত কিছুদিন আগে আমাদের সকলের জন্য একটা ডাই কনটেস্ট এর আয়োজন করা হয়েছিল। কিন্তু ব্যস্ততার কারণে খুব সময় দিয়ে কাজটা করতে পারিনি তবে কোন রকম ভাবে কাজ করে অংশগ্রহণ করেছিলাম। যাইহোক আজকে আমি সেই কার্ডবোর্ড দিয়ে তার পাশাপাশি রঙিন কটন, সুতা এবং ঝিনুক দিয়ে একটি ডাইপ্রজেক্ট তৈরি করেছি। যেটা দেয়ালে লাগালে অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু রঙিন সুতা আর কটন রয়েছে সেই হিসেবে এটি অনেক বেশি আকর্ষণীয়। লাল, সাদা, কালো সুতা এবং চার রঙের কটন দিয়ে আমি খুব সুন্দর করে সূর্যের আকারে একটি ওয়ালমেট তৈরি করেছি। যেটা আপনাদের সাথে শেয়ার করব,আশা করি আপনাদের ভালো লাগবে।

20230311_225413.jpg

"কার্ড বোর্ড, উলের সুতা, কটন ও ঝিনুক দিয়ে ডাই প্রজেক্ট"।

20230311_225432.jpg

প্রয়োজনীয় উপকরণ

কার্ডবোর্ড
আঠা
উল সুতা
কটন বাড
কাঁচি
ঝিনুক
কাটা কম্পাস
কাটার

SquareBlend_2023313141548150.jpg

প্রথম ধাপ

প্রথমে কাটা কম্পাস ও কাটার দিয়ে কার্ডবোর্ড এর মধ্যে একটি বৃত্ত আকৃতি বানিয়ে নিলাম। এরপর সেই বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর আঠা লাগিয়ে সাদা রংয়ের উলের সুতা গোল করে লাগিয়ে নিলাম।এরপর একইভাবে লাল সুতাও আঠা দিয়ে লাগিয়ে নিলাম ।

20230311_204356.jpg20230311_205744.jpg
20230311_205950.jpg20230311_210541.jpg

দ্বিতীয় ধাপ

এরপর একই নিয়মে আঠা দিয়ে কালো রঙের উলের সুতা বসিয়ে দিলাম।

20230311_210917.jpg20230311_211846.jpg

20230311_211852.jpg

তৃতীয় ধাপ

এরপর একই নিয়মে আবারো আঠা দিয়ে সাদা এবং লাল উলের সুতা লাগিয়ে নিলাম।

20230311_212731.jpg20230311_213521.jpg
20230311_214349.jpg20230311_215325.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে আমি কিছু রঙিন কটন কেটে ছোট বড় আকৃতিতে আঠা দিয়ে বৃত্তাকারে লাগিয়ে দিব।

20230311_222950.jpg20230311_223122.jpg
20230311_223258.jpg20230311_224524.jpg

পঞ্চম ধাপ

এভাবে মাঝ বরাবর অংশে আমি আঠা লাগিয়ে ঝিনুক গুলো চারদিক করে বসিয়ে দিলাম এবং মাঝখানে ছোট একটি শামুক বসিয়ে দিলাম।

20230311_224826.jpg20230311_224912.jpg
20230311_224958.jpg20230311_225432.jpg

বিভিন্ন এঙ্গেল থেকে ফটোগ্রাফি

20230311_225417.jpg

20230311_225453.jpg

20230311_225432.jpg

20230311_225445.jpg

20230311_225413.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণক্রাফট।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

বাহ্ কার্ডবোর্ড দিয়ে সূর্যের আকারে একটি কালারফুল ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। এধরনের কাজগুলো করতে পরিশ্রম হলেও তৈরির পর বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই খুব চমৎকার একটি মন্তব্য করার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করি।

 last year 

কার্ডবোর্ড দিয়ে সূর্যের আকারে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কালারফুল হওয়াতে ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ধৈর্যের সহকারে ওয়ালমেট টি তৈরি করেছেন এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

জি আপু চেষ্টা করেছি কালারফুল করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last year 

কার্ডবোর্ড দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আসলে কার্ডবোর্ডের কাজগুলো করতে করতে সবাই অনেক দক্ষতা অর্জন করেছে। তাই তো ভিন্ন চিন্তা ধারায় দারুন একটি আইডিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। অনেক পরিশ্রম করে এই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ সুগঠিত একটি মন্তব্য করার জন্য,, ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

 last year 

কালারফুল ওয়ালমেট তৈরি দেখে খুবি ভালো লেগেছে। সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার এই ডাই পোস্ট আমার খুবি ভালো লেগেছে।

 last year 

সবসময় পাশে থেকে মন্তব্য করার জন্য এবং সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

 last year 

আসলেই আইডিয়াটা খুবই ইউনিক এবং খুব ভালো লাগলো এত সুন্দর একটি কাজ দেখতে পেয়ে। কার্ডবোর্ড দিয়ে এবং কটন দিয়ে এত সুন্দর ডিজাইন এর আগে কখনো দেখিনি। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 last year 

সবসময় পাশে থেকে সাপোর্ট করার জন্য অনেক অনেকে ধন্যবাদ।।

 last year 

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মাঝখানে ঝিনুক দেওয়ায় দেখতে আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ সুগঠিত একটি মন্তব্য করার জন্য,, ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।,।

 last year 

অনেক সুন্দর একটি সূর্য আকারে ওয়ালমেট তৈরি করেছেন কার্ডবোর্ড দিয়ে দেখতে অসাধারণ দেখাচ্ছে। অনেকগুলো উপকরণ দিয়েছেন আপনি ঝিনুক, কটন, বিভিন্ন রংয়ের সুতা সব মিলিয়ে দেখতে কিন্তু অনেক ভালো দেখাচ্ছে। আপনি ঠিক বলছেন আসলে ব্যস্ততার কারণে সময় মত পোস্টগুলো ও শেয়ার করতে পারি না কনটেস্টে জয়েন হতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ প্রতিযোগিতার পোস্টগুলো একটু সময় দিয়ে ভালোমতো তৈরি করতে হয়।

 last year 

ঠিক আপু ব্যস্ততার কারণে সময় মত পোস্টগুলো ও শেয়ার করতে পারি না কনটেস্টে জয়েন হতে অনেক কষ্ট হয়ে যায়।

 last year 

আপনি খুব চমৎকারভাবে কার্ডবোর্ড দিয়ে সূর্যের আকারে অনেক সুন্দর করে কালারফুল ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেটটি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে দেখতে খুব চমৎকার লাগবে। অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে চেষ্টা করেছি কালারফুল করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last year 

বাহ্ একদম ইউনিক একটি ডাই শেয়ার করেছেন ভাইয়া।কার্ডবোর্ড কটন বাড দিয়ে যে এতো সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা যায়।এটা সৃজশীলতারই প্রকাশ বলা যায়।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য ।

 last year 

আসলে আপু চেষ্টা করেছি কালারফুল করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57791.14
ETH 2962.27
USDT 1.00
SBD 3.67