আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ |আমার অংশগ্রহণ,১০% লাজুক-খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

আজকে আমি @rme দাদার আয়োজিত শীতকালীন প্রাকৃতিক দৃশ্য কনটেস্ট এ অংশগ্রহণের মাধ্যমে আপনাদের সামনে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো,আশা করি আপনাদের ভালো লাগবে।আর দাদাকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

শীতকাল মানেই রূপ বৈচিত্রের একটি নিদর্শন। শীতকাল মানেই প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর আর শীতকাল মানেই সবুজের সমাহার। শীতকাল মানে কনকনে শীতে একাকার।

তো বন্ধুরা আমি আজকে শীতকালীন কিছু প্রাকৃতিক দৃশ্য এবং শীতকালের যে রূপ বৈচিত্র্য সেগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হলাম।

আজকে আমি অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব যেখানে শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান।

আজকে আমি কয়েক জায়গা পরিদর্শন করে এই ফটোগ্রাফি গুলো সংগ্রহ করি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।

যেমন করে নদীমাতৃক দেশ হিসেবে নদী এলাকার ভ্রমণ করেছিলাম,সেখানকার কিছু ফটোগ্রাফি, আবার কিছু সময় ফুলের বা পোকামাকড়ের পেছনে ঘুরেছি এই শীতকালের সকাল বেলায় ফটোগ্রাফি করার জন্য।

এভাবে করতে করতে অনেক জায়গা থেকে আমি কিছু ফটোগ্রাফি কালেকশন করেছি,আর সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

আগেই বলে রাখি ফটোগ্রাফি গুলো ইডিটিং ছাড়া।সব অরিজিনাল, যেমন ছিল তেমনি শেয়ার করলাম,শুধু কিছু ফটো ক্রপ করা ।
শীতের ভোরে কিছু কুয়াশা পড়ে থাকার প্রাকৃতিক দৃশ্য।


লোকেশন |https://w3w.co/flouted.theme.disabling

শীতকালে শীতল নদীতে ,মাছ ধরা শেষে নৌকাগুলো নদীর তীরে বেঁধে রেখেছে মাঝিরা।


লোকেশন |https://w3w.co/flouted.theme.disabling

শীতের সকালে যখন নদী শান্ত থাকে এবং অপর পাশে কুয়াশাচ্ছন্ন মনে হয় তখনকার একটি ফটোগ্রাফি, এবং শীতের সময় কিছু পানি কিছু জায়গাতে আটকে থাকে। যখন নদীতে পানি কিছুটা শুকিয়ে যায় তখন এই পানি সেখানে জমা হয়ে থাকে। আবার অন্যদিকে একটা নৌকা পানির অপেক্ষায়, কারণ যখন বর্ষা আসবে তখনই নৌকাটি এখান থেকে নদীতে আবার চলে যাবে সে অপেক্ষায়


লোকেশন | https://w3w.co/rededicate.awesome.vitamins

গরুর গোবর কুড়িয়ে বাসায় নিয়ে যাচ্ছে কিছু বাচ্চা।



লোকেশন | https://w3w.co/flouted.theme.disabling

মিটি মিটি কুয়াশা পড়ে রয়েছে মাকড়সার জালে তার কিছু দৃশ্য।




লোকেশন | https://w3w.co/clunky.safaris.panicky

শীতকালে খেজুর গাছ থেকে খেজুরের রসের ফোটা পড়ার একটি দৃশ্য, এবং আমার একটি কাজিন সে খেজুর গাছে উঠে হাঁ করে রয়েছে খেজুরের রস তার মুখে পড়বে এই অপেক্ষায়।

20220201_100037.jpg


লোকেশন | https://w3w.co/rededicate.awesome.vitamins

গ্রামাঞ্চলে কখনো কখনো শীতের রাতে এরকম আগুন জ্বালিয়ে মানুষ আগুন পোহায়। শীত থেকে কিছুটা বাঁচার জন্য এভাবে আগুন পোহাতে থাকে, সেটার একটি দৃশ্য।

লোকেশন | https://w3w.co/clunky.safaris.panicky

শীতকালের ফুলের উপরে পড়ে থাকা কিছু শিশিরের ফোটা।

লোকেশন | https://w3w.co/rededicate.awesome.vitamins

শীতকালে ছেলেমেয়েরা বিভিন্ন পাতা লতা দিয়ে হাড়ি পাতিলে মজা করে রান্না করে এরকম একটি দুষ্টামি করা অবস্থায় কিছু বাচ্চাদের চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরলাম।
20220201_100904.jpg20220201_100844.jpg

20220201_100832.jpg

লোকেশন | https://w3w.co/clunky.safaris.panicky

গ্রামাঞ্চলে এটি একটি কমন ব্যাপার সকালবেলা শীতের কনকনে ঠান্ডার ভিতর মানুষ গোসল করতে আসে পুকুরে, তবে ছোট্ট একটি বালতি করে সেখানে কিছু গরম পানি নিয়ে আসে পুকুরঘাটে, এবং সেই গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করে গোসল করে।
20220201_101352.jpg20220201_101347.jpg

লোকেশন | https://w3w.co/rededicate.awesome.vitamins

শীতকালীন কিছু সবজির ফটোগ্রাফি যেমন মুলা, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, এগুলোর ফটোগ্রাফ,এগুলো গ্রামে সাধারণত করে থাকে। তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম।

20220201_102004.jpg

20220201_101955.jpg20220201_101936.jpg

20220201_101917.jpg

20220201_101904.jpg20220201_101850.jpg

20220201_101808.jpg

লোকেশন | https://w3w.co/clunky.safaris.panicky

এক কৃষক তার জমিতে খিরা চাষ করেছেন। এবং বাবা তার ছেলেকে সেই খিরা গাছ থেকে খিরা তুলে এক জায়গাতে রাখতেছে বিক্রি করার জন্য। যদিও আমরা সেখান থেকে কিছু খিরা কিনে নিয়েছিলাম।

20220201_101722.jpg

20220201_101732.jpg20220201_101709.jpg


লোকেশন | https://w3w.co/rededicate.awesome.vitamins

একজন বৃদ্ধ লোক, সম্পর্কে আমার দাদা হয় তিনি রোদ পোহাচ্ছে শীতের দুপুরে।
20220201_102612.jpg20220201_102548.jpg

20220201_102601.jpg

লোকেশন | https://w3w.co/clunky.safaris.panicky

মানুষ যখন ধানের ফসল কেটে খড়গুলো এক জায়গাতে এইভাবে রাখে এবং একটি লোক একটা খড়ের বোঝা নিয়ে চলে যাচ্ছে।
20220201_102824.jpg20220201_102748.jpg

20220201_102806.jpg

লোকেশন | https://w3w.co/bliss.snappier.abate

শীতকালে অনেকে সবজির চারা লাগায় আমিও লাগিয়েছিলাম। কিছু শসা গাছের চারা আর কিছু কুমড়োর চারা। সেটার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম।

20220201_105455.jpg

20220201_105444.jpg20220201_105416.jpg

20220201_105431.jpg

লোকেশন | https://w3w.co/clunky.safaris.panicky

শীতকালে অনেক ধরনের পোকা দেখা যায়। কুমড়ো ফুলের মধ্যে আবার অনেক সময় দেখা যায় মৌমাছি। কুমড়ো ফুলের থেকে মধু সংগ্রহ করে বা ফুলের পরাগায়ন করে। ঐরকম কিছু দৃশ্য এবং কিছু ম্যাক্রোফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

20220201_153842.jpg

20220201_153853.jpg20220201_153904.jpg

20220201_153913.jpg

20220201_154419.jpg20220201_154409.jpg

20220201_154400.jpg

লোকেশন | https://w3w.co/bliss.snappier.abate

শীতকালে যখন কিছুটা পুকুরের পানি শুকিয়ে যায় তখন জেলেরা মাছ ধরে তাদের জাল দিয়ে, আমাদের পুকুরে জেলেরা মাছ ধরার একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম।

20220201_154754.jpg

20220201_154746.jpg20220201_154736.jpg

লোকেশন | https://w3w.co/needier.module.acceptably

শীতকালে সূর্য অস্ত যাওয়ার সময় কিছু ফটোগ্রাফি, যেটি আমি কিছু শুকিয়ে যাওয়া লতার মাঝখান দিয়ে ফটোগ্রাফি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
20220201_154855.jpg20220201_154845.jpg

20220201_154834.jpg

লোকেশন | https://w3w.co/bliss.snappier.abate

আরো কিছু শীতকালীন সবজি ও ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।
20220201_155225.jpg20220201_155217.jpg

20220201_155200.jpg

20220201_155149.jpg20220201_155142.jpg

20220201_155135.jpg

20220201_155125.jpg20220201_155108.jpg

20220201_155115.jpg

লোকেশন | https://w3w.co/memorial.clinched.enraging

শীতকালে কাঁঠাল যখন ধরার উপক্রম হয় তখনকার কিছু ফটোগ্রাফি, বড় একটি কাঁঠালে পরিণত হওয়ার আগে এটি দেখতে কেমন লাগে সেটার একটি দৃশ্য।
20220201_155039.jpg20220201_155023.jpg

20220201_155013.jpg

লোকেশন | https://w3w.co/bliss.snappier.abate

শীতকালে লিফুজি লতা নামে একটি ঔষধি পাতা রয়েছে যেটার ফুল অনেক সুন্দর লাগে সেই ফুলের কিছু ফটোগ্রাফি।
20220201_155340.jpg20220201_155330.jpg

20220201_155320.jpg
লোকেশন |https://w3w.co/flouted.theme.disabling

শীতকালে আরেকটি সৌন্দর্য হচ্ছে সরিষার ক্ষেত বা সরিষার বাগান। যেখানে হলুদের সমাহার। সেই হলুদের সমাহার দেখতে হলে অবশ্যই গ্রাম অঞ্চলে দেখতে পাবেন। একটি মৌমাছি বসে আছে সেই সরিষা ফুলের উপর।
20220201_155516.jpg20220201_155508.jpg

20220201_155356.jpg

লোকেশন | https://w3w.co/bliss.snappier.abate

শীতকালে ফটোগ্রাফি করতে গিয়ে একটা মাঠে দেখতে পাই একটি গরু তার বাচুর।এগুলোকে ক্যামেরাবন্দি করি এবং আপনাদের সাথে শেয়ার করলাম।



লোকেশন | https://w3w.co/mutterings.saddest.conscious

একজন বৃদ্ধ লোক তার গরুর জন্য কিছু গাছপালা ও সরিষার গাছ কেটে নিয়ে যাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য, ওই সময়ের একটা দৃশ্য।



লোকেশন | https://w3w.co/bliss.snappier.abate

শীতকালে কিছু গাছের পাতা ঝরে যায়,তেমন একটি গাছের ফটো।

20220201_160015.jpg

লোকেশন | https://w3w.co/mutterings.saddest.conscious

একজন বৃদ্ধ তার সবজি বাগানের যত্ন নিচ্ছেন।
20220201_155959.jpg20220201_155948.jpg
লোকেশনhttps://w3w.co/flouted.theme.disabling

সূর্যোদয়ের পরের দৃশ্য যেটা কবুতরের খাচার ভিতর থেকে তোলা।

20220201_155935.jpg
লোকেশন |https://w3w.co/flouted.theme.disabling

শীতের দুপুরে দুইটি কুকুর ছানা রোদে ঘুমাচ্ছে।

20220201_155923.jpg

লোকেশন | https://w3w.co/bliss.snappier.abate

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩১
ক্যাপচার@নিভলু১২৩
সম্পাদনাঅরিজিনাল
লোকেশনhttps://w3w.co/flouted.theme.disabling

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনার শীতকালীন ফটোগ্রাফি গুলো দেখে আমি খুব মুগ্ধ হলাম। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 years ago 

আজিম, অনেক মমতা ও অবিরাম ভালোবাসা রইলো তোমার জন্য।ভালো থাক এই দোয়া সব সময়

 3 years ago 
  • বাহ অনেক সুন্দর একটি এন্ট্রি। খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। এবং অনেকগুলো ছবি শেয়ার করেছেন এবং প্রত‍্যেকটা ছবি সুন্দর ছিল। সত্যি শীতকাল ছাড়া এই দৃশ্যগুলো আর দেখা যায় না। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা।।
 3 years ago 

জি ভাই আপনাকে ও অনেক ধন্যবাদ

যতগুলো শীতকালীন ফটোগ্রাফি দেখেছি তার মধ্যে আপনারটা সবচাইতে বেস্ট আমার দেখা মতে। সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে। আর অনেক সুন্দর করে এডিট করে ছবিগুলোকে মানে কারো সঙ্গে করে তুলেছেন ভাইয়া। ফুলের ছবি গুলো সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

কিছুটা ভিন্নতা এনে ফটোগ্রাফিগুলো শেয়ার করলাম,ধন্যবাদ আপনাকে ভাই পাশে থাকার জন্য

 3 years ago 

প্রতিযোগিতায় এখন পর্যন্ত যতগুলো ছবি দেখলাম তার মধ্যে আমার কাছে আপনারটাই বেস্ট মনে হল। বিভিন্ন বিষয়বস্তুর উপর অসাধারণ দক্ষতার সঙ্গে বেশ কিছু ছবি আপনি তুলেছেন। শিশির বিন্দুর ছবি সত্যিই অত্যন্ত চমৎকার ছিল। কিভাবে আপনি এটা ধারণ করলেন ভেবে বিস্মিত হচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাদের এরুপ ভালোবাসা পেলে আরও ভলো কিছু নিয়ে আসবো,ধন্যবাদ

অত্যন্ত চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন আপনি ভাইয়া। ছবিগুলো দেখতে অত্যন্ত ভালো লাগছে। বিশেষ করে নদীর ছবিগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে। ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করবেন এজন্য আপনার ফটোগুলো। শুভেচ্ছা ও শুভকামনা রইলো আমার পক্ষ থেকে।

 3 years ago 

আসলে আমাদের দেশ নদীমাতৃক দেশ হিসেবে নদী এলাকার ভ্রমণ করেছিলাম,আর সেখানকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

  • প্রতিযোগিতার জন্য আপনার ফটোগ্রাফি গুলো সেরা। আমি নিশ্চিত যে এ প্রতিযোগিতায় আপনি কিছু না কিছু হবেনি। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

অনেক মমতা ও অবিরাম ভালোবাসা রইলো তোমার জন্য।

 3 years ago 

শীতকালীন ফটোগ্রাফি হিসেবে আপনার প্রতিটি ছবি একদম পারফেক্ট হয়েছে। শীতের শিশির পরা ছবিগুলো চমৎকার লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলের উপরে শিশির। পরা দেখতে এত সুন্দর লেগেছে আমার কাছে কি আর বলবো। তাছাড়া নদীতে নৌকা বাঁধা ছবিটিও চমৎকার হয়েছে। আপনার সবগুলো ছবি আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার প্রিয় একটি ফুল গোলাপ ফুল আর সই ফুলের উপরে শিশির পড়ে আছে, এটা তো ক্যামেরাবন্দি না করলে হয়না। তাই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার করার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে । সামান্য ফোনের মাধ্যমে ফটোগ্রাফি গুলোকে অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। । তাছাড়া ফটোগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন । আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

যারা ফটোগ্রাফী করেন তারা খুব সহজেই মোবাইল ফোন দিয়েই ভালো ফটোগ্রাফি করতে পারে, আর যারা করেন না ফটোগ্রাফি তারা ডিএসএলআর দিয়েও ভালো ফটোগ্রাফি করতে পারেনা ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। শীতকালীন এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা শীতের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পারলাম অনেকের পোষ্টের মাধ্যে। আপনার এই শীতকালীন ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। সত্যি বলতে আপনার এই ফটোগ্রাফি গুলো আমাকে রীতিমত মুগ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার অনেক ভালো লাগলো এটা জেনে যে আপনি আমার শীতকালীন ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকৃতির অবস্থা সম্পর্কে জানতে পেরেছি। আপনার পোষ্টের মাধ্যমে শীতকালীন বিভিন্ন সবজি নিয়ে আলোচনা করেছেন যে অনেক ভালো লেগেছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি মনমুগ্ধকর । শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

আসলে শীতকালীন অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো মন জুড়িয়ে যায়।।ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77