সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলো কিছুটা ব্যতিক্রম।আজকে কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন ভিজিট করা যাক আজকের ফটোগ্রাফি।
১নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
প্রথমে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি রেডিসন ব্লু হল এর ফ্রন্ট এরিয়া। যেখানে অনেক সুন্দর একটি বাগান রয়েছে। এই বাগানটি সবুজে ঘেরা এবং চারপাশে খুব সুন্দর করে ডেকোরেশন করাতে অনেক বেশি চমৎকার লাগছে। @bristy1 যখন Ielts এর এক্সাম দিতে গিয়েছিল, তার এক্সামটি দিতে হয়েছে রেডিসন ব্লু তে। তখন আমি তাকে সেখানে নিয়ে গিয়েছিলাম এবং সে যখন পরীক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিলের অফিসে ঢুকে যায়, তখন আমি এই ফটোগ্রাফিটি করি।আর আজকে আপনার সাথে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে
২নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চালকুমড়া ফুলের ফটোগ্রাফি। এটি আমাদের সিঁড়িবেয়ে উড়তে ঘরের চালের উপরে এবং সিঁড়ির মধ্য কার অবস্থায় এই ফুলটি ফুটেছিল। তখন আমি এই ফটোগ্রাফিটি করলাম। আমার আম্মু এবং আমি কিছু সবজি গাছ লাগিয়েছিলাম ঘরের বা বাড়ির আঙিনায়। সেখানে মাঝে মাঝে বিভিন্ন রকম ফুল ও পোকামাকড়ের ফটোগ্রাফি করি। আজকের ফটোগ্রাফিতে এই ফুলটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদেরও মনভূত হবে।
৩নং-ফটোগ্রাফি
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ার পর ঘাসের উপরের ফটোগ্রাফি। বৃষ্টির ফোঁটা যখন মাকড়সার জালে আটকে থাকে তখন দেখতে খুব চমৎকার লাগে। আর এই ফটোগ্রাফিটি করেছিলাম আমাদের বাড়ি থেকে কিছু দূর সামনে।বাহিরে হাঁটতে গিয়েছিলাম তখন এই দৃশ্যটি দেখে ফটোশুট করে নিলাম। আর সেটা কয়েক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি। আজকে শুধু আপনাদের মাঝে একটি অ্যাঙ্গেল থেকে এই ঘাসের উপর বৃষ্টির ফোটার ফটোগ্রাফি শেয়ার করলাম।
৪নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এর পাশে কিছু কবুতর। চট্টগ্রামে যখন গিয়েছিলাম তখন যে বাসায় ছিলাম,সেখান থেকে জানালা দিয়ে তাকাতেই দেখি খুব সুন্দর কিছু কবুতর বাক বাকুম করছে। আর শব্দটি খুব চমৎকার লাগছে। তখন বাইরে তাকিয়ে দেখি কবুতরগুলো সেখানে উড়াউড়ি করছে। তখন কিছুটা জুম দিয়ে ফটোগ্রাফিটু করা। আর সেটাই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম।
৫নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রেনে করে চট্টগ্রাম যাওয়ার সময় ট্রেন চলাকালীন একটি ব্রিজের নিচের দৃশ্য। যেখানে দেখতে পাচ্ছেন চারদিকের সবুজের সমারহ। আর রেল লাইনের পাশে কিছু বস্তি এরিয়া জুড়ে কিছু মানুষ বসবাস করছে। দৃশ্যটি দেখে অন্যরকম লাগলো। তাই ফটোগ্রাফি করলাম চলতি ট্রেন থেকে। আর আজকে আপনাদের মাঝে একটি উপস্থাপন করলাম।
৬নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি মুক্ত প্রকৃতির একটি ফটোগ্রাফি। একদিন আমরা তিনজন মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম ঘোরাঘুরি করতে। তখন একটি নদীর পাড়ে গিয়ে বসি এবং সেই পাড়ে অনেকগুলো ঝাড়ু গাছ লাগানো হয়েছিল। সেই ঝাড়ু গাছের ফটোগ্রাফি করেছিলাম।ঝাড়ু গাছের উপরে আকাশ দেখা যাচ্ছিল সব মিলে খুব সুন্দর প্রকৃতির দৃশ্য অনুভব করেছিলাম সেখানে। এই ঝাড়ু গাছগুলো লাগানো হয়েছে যাতে করে এখানকার মাটি গুলো নদী ভেঙ্গে না নিয়ে যেতে পারে। তাই খুব সুন্দর ঢালু আকারে গাছগুলো লাগানো হয়েছে। তখন আমি কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম।আর সেখান থেকে এই ফটোটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
৭নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন এটি আমার বোনের বাসার থেকে নামার বাজারের একটি অংশের ফটোগ্রাফি। এই এরিয়াটি মাঝে মাঝে অচেনা লাগে, যদি উপর থেকে ফটোগ্রাফি করা হয়। বোনের বাসার জানালা দিয়ে এই ফটোগ্রাফি করলাম। কারন দৃশ্যটি টি বেশ চমৎকার লাগছিল। তাই ফটোগ্রাফি করে রেখে দিলাম। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই তবে বেশি ভালো লেগেছে চাল কুমড়ার ফুলের ফটোগ্রাফি, বৃষ্টির পানির ফোটার ফটোগ্রাফি এবং আকাশের দৃশ্যগুলো। তাছাড়া বাকি ছবিগুলোও সুন্দর।
আপনাদের ভালো লাগার জন্য এই প্রচেষ্টা ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সাপোর্ট করে যাচ্ছেন দেখে ভালো লাগলো। ্্
খুবই সুন্দর একটি অ্যালবাম প্রকাশ করেছেন আপনি। আপনার প্রকাশিত প্রত্যেকটি ছবি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এই ফটোগ্রাফির প্রত্যেকটি ছবি একটি থেকে একটি অত্যন্ত বেশি পরিমাণে সুন্দর৷ আপনি প্রথমে যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি একদমই সুন্দর দেখা যাচ্ছে৷ একই সাথে যে তৃতীয় ফটোগ্রাফি আপনি প্রকাশ করেছেন সেটি একদমই সুন্দর দেখা যাচ্ছে৷ এরকম ফটোগ্রাফি সচরাচর দেখা যায় না৷
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।। ্
বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কবুতর দেখতে যেমন সুন্দর এর বাক বাকুম আওয়াজটা ও অনেক সুন্দর। তবে ট্রেন চলাকালীন ব্রিজের নিচের ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল ভাইয়া।
অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে। গঠনমূলক মন্তব্য করেছেন ধন্যবাদ।
ভাই আজকে আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো অতি চমৎকার ছিল। আসলে সৌন্দর্য মানুষকে সবসময় বিমোহিত করে। আপনার ফটো সুন্দর্য আমাকে বিমোহিত করেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক অনেক শুভকামনা রইল প্রিয় ভাই এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে কুমড়া ফুল আর মাকড়শার জালে আটকে থাকা শিশিরবিন্দুর ছবি দুটো আমার মন ছুয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পেয়ে। ধন্যবাদ সাপোর্ট করার জন্য ভালো থাকবেন।
অসাধারন কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি যেন এক জীবন্ত মুকুট। অবশ্য আপনার ফটোগ্রাফির হাত বেশ ভালো সেটা আগে হতেই জানি। কিন্তু আজ তো ফুল পাখি আর প্রকৃতির ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আপনার কাছে ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম আপু। ধন্যবাদ সাপোর্ট করার জন্য ভালো থাকবেন।
ফটোগ্রাফি করতে এবং দেখতে ভীষণ ভালোবাসি। চালকুমড়া ফুল মাকড়সার জালের মধ্যে বৃষ্টির ফোঁটা দেখতে অসাধারন লাগতেছে। নীল আকাশের মাঝে সাদা মেঘ দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ফটোগ্রাফি ছিলো ভাইয়া ধন্যবাদ আপনাকে।
সব সময় পাশে থেকে থেকে মন্তব্য করার জন্য ধন্যবাদ।।
আজকের প্রথম ফটোগ্রাফিটি দেখে খুব তাড়াতাড়ি পোস্টে চলে এলাম।এতো সুন্দর সবুজ দেখে মুগ্ধ হয়েই এলাম।আপু এক্সাম দিতে রেডিসন ব্লুতে গিয়েছিলেন। সত্যি ই খুব সুন্দর জায়গাটি।আপনার আর সব ফটোগ্রাফি গুলো ও ভীষণ ভালো লেগেছে। আকাশের ফটোগ্রাফি বরাবরই আমার বেশ লাগে।ঘাসের উপর বৃষ্টির ফোটা দারুন লাগলো।আর ভাইয়া হলুদ ফুলটি তো মনে হয় মিষ্টি কুমড়া ফুল।চাল কুমড়ার ফুল তো মনে হয় সাদা হয়।ভুল বললাম নাকি, জানি না।ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগার জন্যই চেষ্টা করি ভালো কিছু তুলে ধরতে ধন্যবাদ।
ভাইয়া আপনি খুবই অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি মনোমুগ্ধকর। বিশেষ করে সবুজ পাতার উপর মাকড়সার জালে আটকে থাকা বৃষ্টির ফোঁটার ফটোগ্রাফিটি আমার কাছে অসাধারণ লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে যেনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ ভাই ভালো থাকবেন সর্বদাই এই কামনা করি।