নতুন বাইকের ফ্রি দ্বিতীয় সার্ভিসিং।(লাইফস্টাইল)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
নতুন বাইকের ফ্রি দ্বিতীয় সার্ভিসিং। |
---|
বন্ধুরা, টাইটেল দেখেই হয়তো বুঝে গিয়েছেন কি বিষয় আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। মূলত দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছুই করি।তবে সেগুলো হয়তো লিপিবদ্ধ থাকেনা তাই কাউকে বলার সুযোগ হয়ে ওঠে না। তবে এখানে আপনাদের মাঝে নিজের দৈনন্দিন জীবনের বিষয়বস্তু তুলে ধরতে ভালো লাগে তাই আজকে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
বাইক কিনেছি ৩মাস চলছে।গাড়ি কেনার পরে প্রথম সার্ভিসিং খুব সুন্দর ভাবে করে নিলাম। তখন গাড়িতে কোন সমস্যাই ছিল না। যদিও প্রথম সার্ভিসিং এ যে বিষয়বস্তু গুলো বইতে উল্লেখ করা ছিল সেগুলোর কথা মেকানিককে সার্ভিস সেন্টারে জিজ্ঞাসা করতে গেলে সে বলে যে এগুলোতো এখনো খারাপ হয়নি, এগুলো আর কি দেখব। এজন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সার্ভিসিং করে নিলাম।
যাক আসলে এই গাড়ির কোন সমস্যাই ছিল না তাই প্রথম সার্ভিসিং টা হালকা পাতলার উপরে সারিয়ে নিলাম।তবে প্রথম সার্ভিসিং এর কিছুদিন পর থেকেই দেখছি যে বাইকের বল লেন্সারে সমস্যা করছে। আর এটি কয়েকবার অন্যান্য মেকানিক দোকানে দেখানোর পরে এরা টাইট করে দিয়েছে।যাইহোক তারপর সেটা কিছুদিন ভালো থাকে এরপর আবার একটু সমস্যা দেখা দেয়।
পরবর্তীতে একদিন সার্ভিস সেন্টারে গাড়ি নিয়ে গেলাম এবং নেওয়ার পরে তাকে এ বিষয়ে জানাই। তখন তিনি বলেন যে আপনার দ্বিতীয় সার্ভিসিং এর সময় আসলে তখন এই বল লেন্সারটা পাল্টিয়ে নিয়েন।তখন তাকে আমি বললাম যে নতুন গাড়ি কেন শুধু শুধু এত অল্প সময়ের মধ্যে বল লেন্সার নষ্ট হবে। তখন সে অবাক হল যে আসলেই তো এত সকাল কেন এটি নষ্ট হলো। আর তাছাড়া তিনি আমাকে বুঝ দেওয়ার জন্য এতটুকু বললেন যে ধানের মধ্যে যেমন চিড়া থাকে হয়তো এই বল লেন্সার কিছুটা খারাপ ছিল।
যাইহোক কি আর করা তার কথা মেনে নিলাম যে হয়তো আমি যে গাড়িটি কিনেছি তার বল লেন্সারটা কিছুটা দুর্বল ছিল। তখন তাকে বল লেন্সারের কথা জিজ্ঞেস করলে সে বলে অরজিনালটা ১৪০০ টাকা যাবে।আর সেটি আমার দ্বিতীয় সার্ভিসিং এর সময় তারা লাগিয়ে দিবে।এরপর দ্বিতীয় সার্ভিসিং পর্যন্ত কোন ভাবে বল লেন্সার টাইট দিয়ে গাড়িটি চালালাম।
অবশেষে দ্বিতীয় সার্ভিসিং এর ডেট আসলো এবং সেখানে নিয়ে বল লেন্সারটি চেঞ্জ করতে হলো। মূলত বল লেন্সার এত সকাল নষ্ট হওয়ার কথা নয়। হয়তোবা এই বল লেন্সারের ফিটিংয়ে কোন ত্রুটি ছিল। যার কারণে খুব সহজে এটি নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক তাদের কথামতো একটি নতুন বল লেন্সার একদম অরিজিনাল লাগিয়ে নিলাম।
এরপর দ্বিতীয় সার্ভিসের জন্য বইতে উল্লেখিত যেসব জিনিসের সার্ভিসের কথা ছিল সেগুলোর মধ্যে ম্যাক্সিমামটাই তারা সার্ভিস করলো। ভেবেছিলাম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তবে সার্ভিস বাকিগুলা করতে যতটুকু সময় লাগে নি, বল লেন্সারটি লাগাতে তার চাইতে বেশি সময় লেগে গেছে তাদের।
কি আর করার কাজকর্ম ফেলে রেখে ওদের ওখানে বসে ছিলাম। বসে বসে এগুলো দেখতেছিলাম। এরপর যখন বাইকের কাজ সম্পন্ন করা হলো তখন একজন মেকানিক টেস্ট ড্রাইভ করে চেক করল যে আসলে গাড়িতে আর কোন সমস্যা আছে কিনা। যেহেতু গাড়ি নতুন বা সমস্যা থাকার কথা নয় তাই সে চেক করে এনে বলল সব ঠিকঠাক আছে।
পরবর্তীতে আমাকে টেস্ট ড্রাইভ করতে বলে তখন আমিও টেস্ট ড্রাইভ করতে বের হয়ে গেলাম। আমি প্রথমেই গিয়ে কিছু ভাঙা রাস্তায় গাড়ি চালাতে শুরু করলাম। কারণ বল লেন্সারটি চেক করার জন্য অন্যতম উপায় হচ্ছে ভাঙ্গা রাস্তা। মেইন রোডে চালালে বোঝা যাবে না যে বল লেন্সারটি ঠিকঠাক মতো ফিক্সিং হয়েছে কিনা।
তাই ভাঙা রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে বুঝতে পারলাম যে বাকি সব ঠিক থাকলেও বল লেন্সারটি ঠিকমতো ফিক্সিং হয়নি। তখন আমি বাইক নিয়ে আবার তাদের সেখানে চলে গেলাম।তাদেরকে বললাম বাকি সব ঠিক আছে তবে বল লেন্সার আগের মতোই সমস্যা করছে। মাথা গরম করে বলে ফেললাম যে নাকি আপনারা পুরনোটা আবারো লাগিয়ে দিয়েছেন।
তখন সার্ভিস সেন্টারের দায়িত্বে যিনি ছিল তিনি বলেন না ভাই আমরা এটা কেন করব। আপনি দেখেন পুরনোটা নিচে পড়ে আছে। মূলত ম্যাক্সিমাম সার্ভিস সেন্টারে সার্ভিসিং করার জন্য নিলে এরকম ঘটনা ঘটে। তাই তাদেরকে প্রশ্নটা করলাম, যেহেতু আমার গাড়িতে এখনো ত্রুটি আছে। পরে যিনি কাজ করেছেন তিনি বলেন এটি এখনো ফিক্সিং হয়নি ঠিকমত।আর এটা মাত্র নতুন লাগানো হয়েছে এবং এটি একসাথে ফিক্সিং করতে গেলে আপনি গাড়ি চালাতে পারবেন না।
কিছুদিন চালানোর পর আবার টাইট দিয়ে আবার এটি ফিক্সিং করতে হবে।পরবর্তীতে তার এই লজিকটা শুনে নিজেকে বুঝালাম যে দু-একদিন চালিয়ে তারপর আবার এসে ঠিক করে নিতে হবে।পরবর্তীতে গতকালকে এটিকেট নিয়ে আবার টাইট দিয়ে নিয়ে আসলাম। টাইট দেওয়ার পর থেকে এখন সব ঠিকঠাক আছে। সত্যি বলতে নতুন গাড়িতে কোন ত্রুটি দেখলে তখন নিজের কাছেও মানতে কষ্ট লাগে।
যাই হোক সর্বাপরি এখন সব ঠিকঠাক আছে। আর তৃতীয় সার্ভিসের ডেট আছে আগস্ট মাসে।তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | লাইফ স্টাইল । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1787656229050859960
নতুন বাইক নেয়ার পরে যদি বাইকে কোন ত্রুটি থাকে সেটি মেনে নিতে সবারই কষ্ট হওয়ার কথা। যাক দ্বিতীয় সার্ভিসিং এ যেহেতু বল লেন্সারটি লাগিয়েছো আশা করা যায় সামনে আর ত্রুটি থাকবে না। ধন্যবাদ দৈনন্দিন জীবনের এরকম একটি বিষয় শেয়ার করার জন্য।
দেখা যাক আশা করি সামনে আর ত্রুটি থাকবে না।