মোম রং দিয়ে পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য অংকন।

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

মোম রং দিয়ে পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য অংকন।

20240319_195445.jpg

আজকে অনেকদিন পর আবারো আপনাদের মাঝে একটি আর্ট শেয়ার করতে এসেছি।আজকের আর্টের থিম হলো পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য অংকন।মূলত পৃথিবীতে অনেকগুলো রোমান্টিক মুহূর্ত রয়েছে তার মাঝে একটি রোমান্টিক মুহূর্ত হলো গোধূলি লগ্ন। এই সময়টা আমারও বেশ ভালো লাগে। তাই আজকে সে ভালোলাগার প্রকাশ মোম রং বিয়ে করার চেষ্টা করেছি।জানি ততটা ভালো হয়নি,তবুও ক্ষুদ্র চেষ্টা করলাম আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের চিত্রাংকন।

আর্টের জন্য প্রয়োজনীয় উপকরণ।


আঁকার খাতা
কলম
মোম রঙ

20240319_183933.jpg

ধাপ-১

প্রথমে কলম দিয়ে মার্জিন এঁকে নিয়েছি। তারপর সূর্য আকার জন্য একটা অংশ এঁকে নিয়েছি নিয়েছি।

20240319_224008.jpg

ধাপ-২

এখন হলুদ রঙের একটা মোম রঙ দিয়ে সূর্য এঁকে নিলাম। তারপর হলুদ রঙ দিয়ে সূর্যটি ভালোভাবে ভরাট করলাম।

20240319_224111.jpg

ধাপ-৩

এরপর কমলা এবং হলুদ রঙ দিয়ে গোধূলি লগ্নের আকাশটি এঁকে নিলাম।আর রঙ গুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম।

20240319_224239.jpg

ধাপ-৪

এরপর সমুদ্র আকার জন্য প্রথমে নীল কালার দিয়ে কিছু অংশ এঁকে নিলাম। এরপর আকাশী কালার দিয়ে আরও একটু অংশ এঁকে নিলাম।
20240319_224322.jpg

ধাপ-৫

এরপর রঙ গুলোকে আবারো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম। তারপর উপরে এবং নিচে দুটি পাড় এঁকে নিলাম।

20240319_224411.jpg

ধাপ-৬

এরপর পাডে দুটো নারিকেল গাছ এঁকে নিলাম এবং সে নারিকেল গাছগুলোতে পাতা দিয়ে দিলাম। এরপর আকাশ দিয়ে উড়ে যাওয়া কয়েকটি পাখি এঁকে নিলাম। আর এরই সমন্বয়ে হয়ে গেল আজকের পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য অংকন।

20240319_224522.jpg

ফাইনাল আউটলুক

20240319_195406.jpg

20240319_195439.jpg

20240319_195412.jpg

20240319_195402.jpg

সর্বোপরি একটা কথা না বললেই নয় আমার আর্ট করার পিছনে আমার ওয়াইফেরও সহযোগিতা ছিল।সে হেল্প করার কারণেই এরকম কালারফুল একটি আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি। তাই তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20221126_200743.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণআর্ট পোষ্ট ।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 5 months ago 

রোমান্টিক মুহূর্ত বলতে আমি আসলে ওই গোধূলি লগ্নটাকেই বুঝি গোধূলি লগ্নে যখন সূর্য পশ্চিম আকাশে একদম হেলে যায় সেই সময়ের পরিবেশটা সবসময়ই অনেক বেশি ভিন্ন থাকে। যাইহোক মোম রং দিয়ে পড়ন্ত বিকেলের গোধূলি লগ্নের দারুন একটা দৃশ্য অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অংকন করার ব্যাপারে দেখি আপনি অনেক বেশি পারদর্শ, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভালো লাগলো মন্তব্য পড়ে ভাই।💞

 5 months ago 

মোম রং দিয়ে আর্ট করতে খুবই ভালো লাগে আমার কাছেও। আমিও মাঝেমধ্যে চেষ্টা করি তৈরি করার। আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করলেন পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য। খুব সুন্দর হয়েছে আর্টের কালার গুলো। অনেক সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করলেন। কালার কম্বিনেশন এবং উপস্থাপনা অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

শুভকামনা রইলো আপু।ভালো থাকুন সব সময়।

 5 months ago 

মোম রঙ দিয়ে গোধূলির দৃশ্যটি চমৎকার আঁকলেন ভাইয়া।এ ধরনের আর্টগুলো সত্যি দারুন লাগে।আপনি রঙের ছোঁয়ায় পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্যটি খুব সুন্দর ভাবেই এঁকেছেন।এজন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।💫

 5 months ago 

আমিও একটি পেইন্টিং করেছি। আজই শেয়ার করবো। আপনি কিন্তু বেশ দারুন করে পড়ন্ত বিকেলের দৃশ্য পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আবার বেশ সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপনও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 5 months ago 

ভালো লাগলো যেনে ধন্যবাদ আপু।

 5 months ago 

মোম রং দিয়ে পড়ন্ত বিকালের দারুন মুহূর্ত অঙ্কন করে দেখালেন। আসলে সূর্যাস্তের মুহূর্ত প্রতিনিয়ত উপভোগ করে থাকি। যেটা উপভোগ করতে ভালো লাগে। আপনাদের অংকন গুলো দেখলে সেই দৃশ্য বিষয়টি উপলব্ধি করি। অনেক সুন্দর ছিল। এত সুন্দর অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে রিপন ভাই।❤️‍🔥

 5 months ago (edited)

ভাইয়া আপনি একদম অসাধারণ ভাবে মোম রং দিয়ে গোধূলির পড়ন্ত বিকেলের একটি চমৎকার দৃশ্য অঙ্কন করেছেন। আসলে শ্রেষ্ঠতম দৃশ্য গুলোর মধ্যে গোধূলির পড়ন্ত বিকেল অন্যতম। আপনি যদিও বা আপনার এটিকে ক্ষুদ্র চেষ্টা বলতেছেন কিন্তু আসলে আপনার গোধূলির এই দৃশ্য অংকনটি যে কারোরই মন ছুয়ে নিবে। সেই সাথে আপনি অঙ্কনের ধাপ গুলি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে যে কেউ এটি তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 5 months ago 

জি ভাই আসলেই শ্রেষ্ঠতম দৃশ্য গুলোর মধ্যে গোধূলির পড়ন্ত বিকেল অন্যতম।

 5 months ago 

মোম রং দিয়ে পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। গোধূলি দৃশ্যের সৌন্দর্য্য উপভোগ করতে খুবই ভালো লাগে। বিকেলের গোধুলী দৃশ্যের সৌন্দর্য আপনি চমৎকারভাবে আপনার আর্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

সব সময় সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।💥

 5 months ago 

অসাধারণ একটি দৃশ্য অঙ্কন করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক ধৈর্য সহকারে আর্ট টি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 5 months ago 

অনেক অনেক ধন্যবাদ।।। 💥

 5 months ago 

মোম রং দিয়ে পড়ন্ত বিকেলের গোধূলির দৃশ্য অংকন অসাধারণ হয়েছে ভাই। সত্যিই গোধূলি বিকেলের দৃশ্যগুলো আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে বিকেল বেলার এই দৃশ্য খুবই ভালো লাগে। আপনার চিত্র অংকনের মাধ্যমে সেই বিকালের দৃশ্য যেন দেখতে পেলাম। অসাধারণ এই চিত্রটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সব সময় ভালো থাকবেন ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59391.37
ETH 2525.88
USDT 1.00
SBD 2.47