(DIY) ডিজিটাল আর্টের মাধ্যমে একটি ফুল ও ফুলের শাখা-প্রশাখা অংকন।১০% লাজুক-খ্যঁকের জন্য।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল আর্টের মাধ্যমে একটি ফুলের চিত্রাংকন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে এই আর্টটি করার জন্য আমি সর্বপ্রথম আমার ইনফিনিট ডিজাইন সফটওয়্যার দিয়ে প্রথমে ধাপে ধাপে গ্রাফটি করে নিলাম।তারপর সেখানেই আমি বাকি কাজগুলো সম্পন্ন করি।
এরপর ফুলের শাখা-প্রশাখার যে বাকি অংশ গুলো রয়েছে, সেগুলো লাল কালারে ভরাট করে নিলাম এবং নিচে আমার নাম লিখে আপনাদের সাথে সম্পূর্ণ কাজটি তুলে ধরলাম।
তো বন্ধুরা আজকে এই ডিজিটাল ফুলের আর্ট কেমন লেগেছে তা জানাবেন। আর পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের ও কাজের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডিজিটাল আর্ট |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
সফটওয়্যার | ইনফিনিট ডিজাইন |
সম্পাদনা | রিসাইজ & সেচুরেশন |
অবস্থান |
আপনি ফুল ও ফুলের শাখা-প্রশাখা অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আমার আর্ট এর প্রশংসা করার জন্য ভালো থাকবেন।
আপনার ফুলের ডিজিটাল আর্ট দেখে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে এটি শেষ করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর একটি ফুল এবং ফুলের শাখা-প্রশাখা আপনি খুবই সুন্দরভাবে ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরেছেন। যা দেখতে সত্যিই অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে ফুলের এত সুন্দর একটি ডিজিটাল আর্ট উপস্থাপন করার জন্য।
আমার আর্টটি আপনার পছন্দ হয়েছে বা ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর ডিজিটাল আর্ট খুব কমই দেখতে পাওয়া যায়।ডিজিটাল আর্টের মাধ্যমে একটি ফুল ও ফুলের শাখা-প্রশাখা অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। লাল রং দেবার কারণে আপনার অঙ্কন করা এই ফুল এবং ফুলের কলি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে।
আমার পোস্ট ভিজিট করে এত সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবিরাম ভালোবাসা রইলো।
ফুলের সৌন্দর্য সব সময় দৃষ্টিনন্দন হয় যেমন আপনি ডিজিটাল আর্ট মাধ্যমে ফুল অংকন করে আমাদের সাথে শেয়ার করেছেন যেটা যে কারো মন জয় করে নেয়ার জন্য যথেষ্ট। সবুজ পাতার ওপর লাল ফুলের দৃশ্যটি অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে।
ফুল বলে কথা ভাই ফুল মানেই সৌন্দর্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মনমুগ্ধকর একটি মন্তব্য করার জন্য।
আমি খুব সুন্দর করে একটি ডিজিটাল চিত্র অঙ্কন করেছেন ভাই। আবার অঙ্কন করা ফুল ও ফুলের শাখাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। দেখতে অনেক কালারফুল লাগতেছে। সাথে খুব সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন। আর এই ধরনের ডিজিটাল চিত্র গুলো দেখলে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
প্রতিনিয়ত পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় এই কামনা করি।
আপনার ডিজিটাল অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। খুবই সুন্দর ফুলের চিত্র অঙ্কন করেছেন। দেখতে খুবই ভালো লাগছে, শুভকামনা রইল
সুন্দর সুন্দর মন্তব্য করে প্রতিনিয়ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
ডিজিটাল আর্টগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে খুব সুন্দর একটি কালারফুল ফুল ও ফুলের শাখা অঙ্কন করেছেন। আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো। অংকনের প্রক্রিয়া গুলো খুব সুন্দর করে দেখিয়েছেন।
ঠিক বলেছেন আপু আসলেই খুব সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সবাই ডিজিটাল আর্ট ও পারদর্শী। আপনার ফুল ও ফুলের শাখা প্রশাখা আঁকার ডিজিটাল আর্ট ভাল হয়েছে। এর আগে মনে হয় আপনার ডিজিটাল আর্ট দেখি নি। তবে নতুন নতুন দেখছি ভালই লাগছে। চালিয়ে যান ভাই। আরও সুন্দর হবে লেগে থাকলে।
পারদর্শী না হয়ে উপায় আছে বলুন? সৃজনশীলতা রক্ষার্থে পারদর্শী হতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।
ডিজিটাল পদ্ধতিতে খুব সুন্দর একটি কালারফুল ফুলের দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটে ছে
সুন্দর সুন্দর মন্তব্য করে প্রতিনিয়ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।