আপন পাতা গাছের ফুলের ফটোগ্রাফি।১০% লাজুক-খ্যঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
20220607_095600.jpg20220607_095554.jpg

20220607_095551.jpg

Location :
https://maps.google.com/?cid=4791141577996705016&entry=gps
বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আপন পাতা গাছের ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি, আজকের ফটোগ্রাফিটি হলো বিষয় ভিত্তিক ফটোগ্রাফি যেমন শুধু আপন পাতা গাছের ফুলের ফটোগ্রাফি তুলে ধরব আপনাদের সাথে।


আর হ্যাঁ আমি বিষয়ভিত্তিক পোস্ট বা ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। রেনডম ফটোগ্রাফি চাইতে বিষয়ভিত্তিক ফটোগ্রাফি করলে সেটি দৃষ্টিনন্দন হয়। আশা করি আপনাদের ভালো লাগবে।
20220607_095734.jpg20220607_095808.jpg

20220607_095812.jpg

প্রথমেই কিছু কথা বলি আপন পাতা গাছের সম্পর্কে। এই গাছটি একটি ঔষধি গাছ, বিশেষ করে এই গাছের পাতা অনেক উপকারী। কারো শরীরে ব্যথা থাকলে এই পাতা আগুনে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে ব্যথা কিছুটা কমে।ওই দিক থেকে পাতাটি ওষুধি পাতা হিসেবে গণ্য করা যায়।

আর এই গাছগুলো মাঠে-ঘাটে হয়ে থাকে তবে এ গাছটি অন্য কোন কাজে না আসলেও শুধু ওষুধি পাতা হিসেবে ব্যবহৃত হয়, এবং এই গাছের ফুল গুলো বেশ চমৎকার।এটি খুব সুন্দর আকৃতির হয়ে থাকে এবং বেশ পরিপাটি একটি ফুল যেটি দেখতে খুবই চমৎকার লাগে।

20220607_095652.jpg20220607_095723.jpg

20220607_095537.jpg

এবার চলুন বন্ধুরা এই ফুলগুলো কোথা থেকে ফটোগ্রাফি করেছি সে বিষয়ে কিছু কথা বলা যাক। আমরা গিয়েছিলাম মোটরসাইকেলে করে অনেক লং জার্নিংয়ে। আর সেটি হল মুহুরি প্রজেক্ট।

সেই মুহুরি প্রজেক্ট যাওয়ার পথে একটা জায়গাতে এই আপন পাতা গাছগুলো দেখতে পাই, এবং সেখানে দাঁড়িয়ে এ ফটোগ্রাফি গুলো করি।

20220607_095636.jpg20220607_095649.jpg

20220607_095730.jpg

আর সময় নিয়ে ফটোগ্রাফি করার কারণে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনাদেরও পছন্দ হবে ফটোগ্রাফি গুলো।

আসলে আমি চাই যে জিনিস বা যে বিষয়কে নিয়ে আমি ফটোগ্রাফি করব, সেটি যাতে সবার দৃষ্টিনন্দন হয়। যার কারণে একটি ফুলকে কেন্দ্র করে, কয়েক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি গুলো করলাম। আর আজকে সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম।

20220607_095522.jpg20220607_095518.jpg

20220607_095511.jpg

যাই হোক আশা করি ফটোগ্রাফি গুলো আপনারা উপভোগ করবেন।তো বন্ধুরা আজকের মত বেশি কিছু না বলে এখানে বিদায় নিব। সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সর্বদায়।

তো বন্ধুরা আজকে এতটুকু , আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

20220607_095547.jpg20220607_095543.jpg

20220607_095727.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ & সেচুরেশন
অবস্থানhttps://maps.google.com/?cid=4791141577996705016&entry=gps

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

আপন গাছের ফটোগ্রাফ গুলো দেখে খুব ভালো লাগলো। আমাদের এদিকে এ গাছগুলোকে কাকন গাছ বলা হয় এ গাছগুলোর অনেক ঔষধি গুনাগুন রয়েছে। ধন্যবাদ এত সুন্দর কতগুলো ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

এটা রাস্তার ধারে দেখা যায়। তবে কখনো এর ফটোগ্রাফি করিনি। আপনি দারুণভাবে ফটোগ্রাফির মাধ্যমে এটা উপস্থাপন করছেন। দারুণ লাগছে। অনেক সুন্দর ফটোগ্রাফি ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিক বলেছেন এটি রাস্তার ধারে দেখা যায় অনেক সময়। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

 2 years ago 

আপন পাতা গাছের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দারুন হয়েছে। উপকারী একটি গাছ। সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আসলেই ভাই এটি অনেক উপকারী ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

নামের মত এই গাছের ফুলটিও বেশ চমৎকার যেমন সুন্দর নাম তেমন সুন্দর ফুল, নতুন একটি ফুলের সাথে পরিচয় হলো এবং ফটোগ্রাফি গুলো ছিল বেশ চমৎকার।

 2 years ago 

আমার ফটোগ্রাফির প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

আপন পাতা গাছের ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন। সত্যি বলতে আপন পাতা গাছের নাম টি আমার কাছে একদম নতুন মনে হয়েছে। হয়তো এলাকাভিত্তিক অন্য নামে পরিচিত। তবে ফুল গুলো অনেক সুন্দর ছিল।

 2 years ago 

এটা ঠিক বলেছেন এলাকার ভিত্তিতে অনেক রকম নাম হতে পারে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পরিচিত একটি গাছের অসাধারণ কিছু আলোকচিত্র ফুলসহ তুলে ধরেছেন খুবই ভালো লাগলো। তবে নামটা খুবই অপরিচিত আমাদের দিকে এই গাছকে অন্য নামে ডাকে তবে ফটোগ্রাফি গুলো খুব ভালো ছিল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফির প্রশংসা করার জন্য ভালো থাকবেন সব সময়

 2 years ago 

জাস্ট অসাধারণ আমি সত্যিই রীতিমতো মুগ্ধ আপনার এরকম ফটোগ্রাফিকে দেখে। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। তবে আপনার আজকের এই ফটোগ্রাফি গুলা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার মনোমুগ্ধকর মনে হয়েছে, বা আপনার কাছে মনমুগ্ধকর লেগেছে, এটা জেনে আমিও আনন্দিত। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69