DIY(এসো নিজে করি)নিজের মন মত একটি ফুলের পেইন্টিং।১০% লাজুক-খ্যঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

নিজের মনের শিল্প কোণ থেকে একটি নাম না জানা ফুলের আর্ট ,এটি আমার নিজের মন মতো করা একটি ফুলের আর্ট । আর আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব।আশা করি কেমন হল তা জানাবেন।

SquareBlend_2022320163814104.jpg

আমার এই আর্টটি আমি কোন প্রকার ভিডিও বা কারো কাজ না দেখে নিজের মন মত করে এটি তৈরি করেছি।তবে যদি কারো সাথে মিলে যায় সেটা কাকতালীয় ব্যাপার হিসেবে গণ্য হবে।

চলুন বন্ধুরা প্রথমে জেনে নেয়া যাক এই আর্ট টির জন্য কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে।

20220317_202501.jpg

এটার জন্য আমার সর্বপ্রথম যে প্রয়োজনীয় উপকরণ গুলো দরকার ছিলো সেগুলো নিয়ে নিলাম, আর উপকরণ সমূহ নিম্নরূপ।👇

ড্রয়িং খাতা

অয়েল প্যাস্টেল রঙ

জলকলম

পেন্সিল

কিভাবে এই কাজটি সম্পন্ন করেছি সেটার বিবরণ।

ধাপ-১

প্রথমত আমি ফুলের কলির জন্য বাঁকা করে একটি রেখা এঁকে নিলাম, এবং সেটা কে কেন্দ্র করে আরো দুটি করে চারটি রেখা এঁকে নিলাম।

20220317_194555.jpg

20220317_194656.jpg

20220317_194737.jpg

ধাপ-২

তারপর দুই পাশে আরো একটি একটি করে রেখা টেনে নিয়ে, উপরে আরেকটি রেখা এঁকে নিলাম। এবং আউট লাইন গুলো কলম দিয়ে আর একটু মোটা করে নিলাম।

20220317_194831.jpg

20220317_194849.jpg

20220317_195701.jpg

ধাপ-৩

এরপর নিচের দিকে আমি ডাল ও পাতার কাজ শুরু করলাম। প্রথমে ডালটি দিয়ে ফেললাম এবং পাতা আঁকতে শুরু করলাম। একইভাবে দুটি পাতা এঁকে নিলাম। ।

20220317_200228.jpg

20220317_200520.jpg

20220317_200600.jpg

ধাপ-৪

তারপর পাতার ভিতরে যে রেখা গুলো থাকে সেগুলো এঁকে নিলাম, এবং লাল রং দিয়ে শুরু করলাম এটির বর্ডার এর কাজ।

|
20220317_200717.jpg

20220317_200803.jpg

20220317_200941.jpg

ধাপ-৫

লাল রং দিয়ে যখন বর্ডারে কাজ শেষ করলাম, এবং সেইসাথে শুরু করলাম আবার পুনরায় লাল রং দিয়ে ভরাট করা

20220317_201138.jpg

20220317_201207.jpg

20220317_201252.jpg

ধাপ-৬

এভাবে ভরাট করতে করতে ফুলটির অর্ধেক অংশ ভরাট করে নিলাম,আর সেটি একই কালার দিয়ে।

20220317_201255.jpg

20220317_201304.jpg

20220317_201350.jpg

ধাপ-৭

পরিপূর্ণ লাল কালারে ভরাট করার পরে, আমি আবার সবুজ কালার দিয়ে পাতার বর্ডার আঁকতে শুরু করলাম।

20220317_201629.jpg

20220317_201807.jpg

20220317_201817.jpg

ধাপ-৮

তারপর একের পর এক পাতাগুলো সবুজ কালার দিয়ে পুনরায় ভরাট করে নিলাম।

20220317_201910.jpg

20220317_202041.jpg

20220317_202045.jpg

শেষ ধাপ:

অবশেষে ফুলের যে ডাটা ছিল সেটাকে ও সবুজ কালার দিয়ে আবার পুনরায় ভরাট করে নিলাম এবং এর মাধ্যমে আমার ফুল অংকন এর কাজটি সম্পন্ন করলাম।

20220317_202147.jpg

20220317_202236.jpg20220317_202239.jpg


20220317_202244.jpg

কাজ কমপ্লিট হওয়ার পর।

20220317_202428.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণশিল্প/আর্ট
ক্যামেরা.মডেলএম ৩১
ক্যাপচার@নিভলু১২৩
সম্পাদনাশুধু সেসুরেশন
অবস্থানবাংলাদেশ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ওয়াও দারুন হয়েছে। আপনার নিজের করা ইচ্ছামত ফুলের পেইন্টিংটি সত্যি চমৎকার লাগছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গুছিয়ে মন্তব্য করার জন্য।ভালো থাকবেন সবসময় এই কামনা করি

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে নিজের মনের মত করে একটি ফুলের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই ফুলের পেইন্টিংটি দেখে আমার কাছে অনেকটাই জবা ফুলের মত বলে মনে হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পেইন্টিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফুলের পেইন্টিংটি আপনি অনেক পছন্দ করেছেন, বা আপনার ভাল লেগেছে শুনে আমি খুবই আনন্দিত। আর আপনাদের এই উৎসাহমূলক মন্তব্যের জন্য, আমরা কাজের উৎসাহ পাই ধন্যবাদ।

 3 years ago 

মন দিয়ে কোন কাজ করলে সেটা যে সবসময় সুন্দর হয়। এই কথাটা কিন্তু আপনার এই মন মত করা ফুলের আর্ট করা দেখে বোঝা যায়। ফুলের আটটি আসলেই খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই.

 3 years ago 

জি ভাই চেষ্টা করেছি ভালোভাবে তুলে ধরতে, কতটুকু পেরেছি জানি না। তবে সামনে আরো ভালো ভালো চেষ্টা করে যাবো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ ভাইয়া আপনি তো অনেক সুন্দর আর্ট করতে পারেন। পেন্সিল দিয়ে আপনার আর্ট করা ফুল টি দেখে আমি মুগ্ধ হলাম। সত্যি কথা বলতে মন দিয়ে যেকোনো জিনিস আর্ট করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পেন্সিল দিয়ে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

যে ঠিক বলেছেন মন দিয়ে যেকোনো কাজ করলে সেটির ফলাফল সুন্দরই হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও! ভাই খুবই চমৎকার একটি ফুল অংকন করেছেন, দেখতে খুঊ অসাধারণ লাগছে। লাল কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে মনে হচ্ছে যেন গাছে ফুল ধরে আছে আর আমি গিয়ে ফুলটি ছিড়ে নিয়ে আসি। অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি ফুলে আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ বেশ চমৎকার করে একটি মন্তব্য করেছেন। অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। এভাবে সব সময় পাশে থাকবেন এই কামনা করি।

 3 years ago 

বাহ আপনার নিজের মনমতো আঁকা ফুলের পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে ।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর হবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক চেষ্টা করেছেন। চালিয়ে যান আশা করি আপনি আরো ভালো ভালো আর আমাদের মাঝে শেয়ার করতে পারবেন ।এবং আমরাও তা আপনার কাছ থেকে আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ফুলের পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন ফ্যামিলির সবাইকে নিয়ে।

 3 years ago 

আপনি আজকে চমৎকার ভাবে একটি ফুলের পেইন্টিং করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি সবসময় এভাবে সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 3 years ago 

একটি ফুলের পেইন্টিং যথেষ্ট সুন্দর হয়েছে। বিশেষ করে কালার করায় সৌন্দর্যটা বেশি ফুটে উঠেছে। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার ফুলের পেন্টিং। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই এটি কালার করাতে ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ পেইন্টিং এর মর্মার্থ মন্তব্যের মাধ্যমে তুলে ধরার জন্য।

 3 years ago 

নিজের মনের মত করে দারুন একটি ফুল আপনি তৈরি করেছেন ।এই ফুলের কোন অস্তিত্ব আছে বলে তো আমার মনে হচ্ছে না। তবে ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। প্যাস্টেল রং দিয়ে রং করার কারণে ফুলটি আরো অনেক বেশি ফুটেছে দেখতে অপূর্ব লাগছে। প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দর করে এঁকে দেখিয়েছেন ভালো লাগলো অনেক।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আসলে এই ফুলটির কোন অস্তিত্ব নেই। কারণ এটা আমার নিজের মন মত অঙ্কন করা। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া মন যেখানে সৌন্দর্যও সেখানে, নিজের মন মত অনেক সুন্দর করে একটি ফুলকে পেইন্টিং তৈরি করেছেন, আমার কাছে আপনার পেইন্টিংটি অনেক অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ভালো লাগলো ভাই আপনার এই কথাটি 👇

মন যেখানে সৌন্দর্যও সেখানে।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। ভাল থাকুন এবং নিরাপদে থাকুন সবসময় এই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62834.21
ETH 2464.40
USDT 1.00
SBD 2.64