আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ |টক ঝাল মিষ্টি স্বাদে মিক্স সব্জির সালাদ রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230207_234046.jpg

আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু, আর এখানে প্রতিযোগিতা মানেই তো দারুণ উত্তেজনা। তবে এটা বলতেই হবে যতগুলো প্রতিযোগিতা হয়েছে ততগুলোতেই আমরা অনেক ইউনিক কিছু জিনিস দেখেছি।যেগুলো জীবনে কখনো দেখিনি সেগুলো শুধুমাত্র আমার বাংলা ব্লগের বিভিন্ন রকম প্রতিযোগিতার মাধ্যমেই দেখেছি।এই পর্যন্ত বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়েছে,আর তার মাঝে রেসিপি প্রতিযোগিতাগুলো অনেক হয়েছে।সেখানে সবার ইউনিক রেসিপিগুলো অবাক করার মত ছিল।আর এইবারও চলে এলো আরও একটা রেসিপি কন্টেস্ট। এবারের টপিক হলো শীতকালীন সবজি দিয়ে রেসিপি। আর তাই আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম।

20230207_234512.jpg

যেহেতু সবসময় প্রতিযোগিতার ক্ষেত্রে ইউনিক কিছু চিন্তা করি সেই হিসেবে এবারও তার ব্যতিক্রম নয়।আজকে আমি কিছু মিক্স সবজি দিয়ে একটি ইউনিক সালাদ এর রেসিপি শেয়ার করব।যেকোনো সবজি দিয়ে সালাদ করা হলে তা খেতে যেমন ভালো লাগে তেমনি খুব হেলদিও হয়। তবে সালাদ নরমালি শসা,টমেটো বা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েই করা হয়। কিন্তু আজকে একদম ব্যতিক্রম ভাবে আমি সালাদ তৈরি করলাম।যেহেতু শীতকালীন সবজি দিয়ে রেসিপি করতে হবে সেই হিসেবে আমি ব্রকলি,গাজর,শসা আর টমেটো নিলাম।এই সব্জিগুলো দিয়েই আজকের এই মজাদার সালাদ তৈরি করলাম। সাধারণ সালাদের থেকে এই সালাদের স্বাদ একদম ভিন্ন। টক ঝাল আর মিষ্টি স্বাদে এটি তৈরি করা হয়েছে। গোলমরিচের ঝাল, মালটার মিষ্টি আর লেবুর টক এর সমন্বয়েই এটি তৈরি করা। আমরা মাছে-ভাতে বাঙালী হলেও অনেকেই স্বাস্থ্য সচেতন বলা চলে।তাই বিভিন্ন খাবারের মাঝে সালাদ সাইড ডিস হিসেবে রাখে।অনেকে আবার ডিনারেও সালাদ এর সাথে হালকা কিছু খেয়ে নিজেদের খুধা নিবারণের পাশাপাশি ডায়েট ফলো করে।আর ঠিক সেই মানুষদের জন্যই এটি একদম বেস্ট একটা সালাদ, আমি মনে করি।তাই আমি এই সালাদের সাথে ব্রেড টোস্ট রেডি করে একটি মেইন ডিস তৈরি করলাম,যা ডিনারের জন্য পারফেক্ট। যাইহোক, কথা তো অনেক বললাম এখন রেসিপি শুরু করা যাক।

ভিন্ন স্বাদে মিক্স সব্জির সালাদ রেসিপি

20230207_234538.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
ব্রকলি১ টি
গাজর২ টি
টমেটো৩ টি
শশা১টি
পেঁয়াজ১টি
রসুন১টি
লবণপরিমাণ মত
গোলমরিচ গুড়োদেড় চা চামচ
চিনি১ চা চামচ
মাল্টা১টি
লেবুঅর্ধেক
সাদা তিলআধা চা চামচ
কালো তিলআধা চা চামচ
সরষের তেল১ চা চামচ
পাউরুটি১ পিস
ডিম১টি
থানকুনি পাতাডেকোরেশন এর জন্য

PhotoEditor_2023280445265.jpg

প্রথম ধাপ

প্রথমেই আমি ব্রকলিটাকে টুকরো করে কেটে নিলাম। তারপর ভালোভাবে ধুয়ে পানিতে লবণ দিয়ে ব্রকলি গুলো দিয়ে সিদ্ধ করতে থাকলাম। মাঝারি আঁচে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করার পর এটি নামিয়ে পানি ঝরিয়ে নিলাম।

20230206_123854.jpg20230206_125932.jpg
20230206_125739.jpg20230206_131941.jpg

দ্বিতীয় ধাপ

একটি মাল্টাকে অর্ধেক পরিমাণ অংশ কেটে নিলাম এবং লেবুর অর্ধেক কেটে নিয়ে এই মাল্টা এবং লেবুর রস একসাথে একটি বাটিতে নিয়ে নিলাম।

20230206_130329.jpg20230206_130624.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে গাজর আর শশার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে চিকন করে লম্বালম্বিভাবে কেটে নিলাম।

20230206_124220.jpg20230206_125848.jpg
20230206_154941.jpg20230206_155148.jpg

চতুর্থ ধাপ

একটি পাত্রে মাল্টা এবং লেবুর রস নিলাম। তার মধ্যে আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে এর মধ্যে কেটে রাখা গাজর গুলো দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম এবং ৫ মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করলাম।

20230206_135915.jpg20230206_140002.jpg
20230206_140039.jpg20230206_155249.jpg

পঞ্চম ধাপ

সিদ্ধ করে রাখা ব্রকলি গুলোকে আরো ছোট ছোট টুকরো করে নিলাম। টমেটো গুলোকে কিউব করে কেটে নিলাম। তার পাশাপাশি পেঁয়াজ রিং করে কেটে নিলাম এবং রসুনের খোসা ছাড়িয়ে নিলাম।

20230206_155643.jpg20230206_160242.jpg
20230206_160918.jpg20230206_161657.jpg

ষষ্ঠ ধাপ

রসুনগুলোকে একটি ফ্রাইপ্যানের মধ্যে শুকনো ভাবে ভেজে নিলাম। তারপর শসা একদম পাতলা করে কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য।

20230206_163117.jpg20230206_163815.jpg

20230206_174840.jpg

সপ্তম ধাপ

এখন শসা, ব্রকলি, গাজর আর টমেটো একটি প্লেটে একসাথে নিয়ে ভালোভাবে মিক্স করতে থাকলাম। তার পাশাপাশি এর মধ্যে আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম।

20230206_161514.jpg20230206_182301.jpg
20230206_182609.jpg20230206_182635.jpg

অষ্টম ধাপ

এই ধাপে আমি সেই মিক্স করা সবজিগুলোর মধ্যে সাদা তিল, কালো তিল এবং সরষের তেল দিয়ে দিলাম।

20230206_184337.jpg20230206_184448.jpg
20230206_184516.jpg20230206_184759.jpg

নবম ধাপ

এখন আবারও সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিলাম। কাটা চামচের সাহায্যে আলতোভাবে মিক্স করতে হবে, তা না হলে ব্রকলি গুলো একদম ভেঙে যাবে।

20230206_184543.jpg20230206_184710.jpg

20230206_192115.jpg

দশম ধাপ

একটি বাটিতে একটি ডিম ভেঙ্গে নিলাম। এর মধ্যে আধা চা চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম।

20230206_161847.jpg20230206_161916.jpg
20230206_161937.jpg20230206_162053.jpg

একাদশ ধাপ

তারপর একটি ব্রেডকে চার টুকরো করে নিলাম। কিনারার অংশগুলো ফেলে দিলাম। এখন এই ব্রেড গুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে এগুলোকে ভেজে নিলাম।

20230206_162212.jpg20230206_162341.jpg20230206_162557.jpg
20230206_162627.jpg20230206_162804.jpg

দ্বাদশ ধাপ

এখন একটি বড় ডিস নিলাম। এখানে শসা এবং মালটা দিয়ে মাঝের অংশ খালি রেখে একটি ফুলের ডিজাইন করে নিলাম। মাঝখানে সবজির সালাদ দিয়ে দেব আর পাশে কিছু থানকুনি পাতা এবং টমেটোর ফুল দিয়ে সাজিয়ে দিলাম।সুন্দর করে পরিবেশন করে নিলাম মজাদার এবং হেলদি এই মিক্স সালাদ।

20230206_180738.jpg20230206_180749.jpg

20230207_234653.jpg

20230206_193002.jpg

20230207_234314.jpg

20230207_234605.jpg

20230207_234430.jpg

সর্বোপরি যেটা না বললেই নয় সেটা হল আমার এ রেসিপি তৈরিতে আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার ওয়াইফ @bristy1। কারণ একক কোন কাজ করা সম্ভব নয় তাই আমার হেল্পিং হ্যান্ড হিসেবে সেও ছিল। তাই তাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে হেল্প করার জন্য।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সাপোর্ট করার জন্য।

 last year 

এই দারুন রেসিপি তৈরি করার জন্য বৃষ্টি আপু আপনাকে সাহায্য করেছে জেনে ভালো লাগলো। সত্যি কথা বলতে সবজির সালাত রেসিপি দারুন লাগে খেতে। আর এত সুন্দর ভাবে তৈরি করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। ডেকোরেশন এবং উপস্থাপন দুটোই দারুন ছিল।

 last year 

আসলে সব কাজে সে আমাকে হেল্প করে। বুঝাইতে পারছেন সারা জীবনের সঙ্গী বলে কথা।

 last year 

টক ঝাল মিষ্টি স্বাদে মিক্সড সবজির সালাদ আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু। এই রেসিপিটির ডেকোরেশনটা অসাধারণ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

একদিন বানিয়ে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয়েছিল ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

টক ঝাল মিষ্টি স্বাদে মিক্স সব্জির সালাদ রেসিপি দেখে খুবই মজাদার মনে হচ্ছে। রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

খুবই সুস্বাদু হয়েছিল খেতে। ধন্যবাদ আপনাকে মতামত প্রদানের জন্য

 last year 

আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা গুলো অনেক আনন্দের সাথে উপভোগ করতে পারি।কারণ সবার এত সুন্দর সুন্দর ইউনিক রেসিপি কিংবা যে কোন প্রতিযোগিতার বিষয় দেখতে অনেক ভালো লাগে।আপনি এমন মজার একটি সালাদ রেসিপি শেয়ার করেছেন সত্যি দারুন হয়েছে দেখতে।এমন কালারফুল সালাদ তো খেতেই হয় না খাওয়ার উপায় নেই।প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন অনেক ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব খুব চমৎকার একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময়ই এই কামনা করি।

 last year 

ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে অভিনন্দন আপনাকে। আপনি শীতের সবজি আর মাল্টা দিয়ে দারুন স্বাদের সালাদ নিয়ে হাজির হলেন। এমন সালাদ স্বাস্থ্যের জন্য ভাল।রেসিপিটি খুব লোভনীয় হয়েছে। ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার টা ও অনেক ভাল ছিল ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last year 

আপনার এই রেসিপির সবচাইতে আকর্ষণীয় অংশটা হচ্ছে গার্নিশিং করা। এত চমৎকার করে খাবারটি সাজিয়েছেন দেখেই মনে হচ্ছে একটু চেখে দেখি। দারুন হয়েছে রেসিপিটি । আর ছবিগুলো তোলা খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে ।

 last year 

অনেক ধন্যবাদ ভাই খুব চমৎকারভাবে আমার এই পোস্ট বা রেসিপির প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.031
BTC 67633.45
ETH 3775.76
USDT 1.00
SBD 3.70