3000 স্টিম পাওয়ার বৃদ্ধি করে ৪এক্স ডলফিনে পদার্পণ।(4x Dolphin Achieved)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
নিজের সেরাটা শেয়ার করার উদ্দেশ্যে এবং শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
প্রতি সপ্তাহের ন্যায় এইবার ও নিজস্ব ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩০০০ স্টিম পাওয়ার আপ। |
---|
হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ৩০০০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৩ এ যোগদান করলাম।তবে এইবার সিজন-৩ এ আমার টার্গেট ছিলো ৫০০০ স্টিম পাওয়ার এচিভ করা। যাতে করে আমি ট্রিপল ডলফিন হতে পারি।আর সেই টার্গেট আমি ফিলাপ করে ফেলেছি। এরপর আমার নতুন তার টার্গেট ছিলো ২০ হাজার স্টিম পাওয়ার করে ৪এক্স ডলফিন হওয়া। আর সেই লক্ষ্যে ও আজকে আমি পৌঁছে গেছি । আজকে আমি ৩০০০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৩ এ আমার তৃতীয় টার্গেটে পদার্পণ করলাম।এখন আমার আরও একটি টার্গেট থাকবে ২৫ হাজার স্টিম পাওয়ার অ্যাচিভ করা। আর আশা করছি খুব শীঘ্রই ৫এক্স ডলফিনে পদার্পণ করব।
আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।
স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।
পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ১৭৬৬৩স্টিম।৩০০০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ২০৬৬৩ স্টিম পাওয়ার হয়েছে।
পূর্বের স্টিম পাওয়ার | ১৭৬৬৩ |
---|---|
পাওয়ার আপ | ৩০০০ স্টিম |
বর্তমান স্টিম পাওয়ার | ২০৬৬৩ |
প্রথম টার্গেট | ৫,০০০ স্টিম পাওয়ার (Done) |
দ্বিতীয় টার্গেট | ৫,০০০ স্টিম পাওয়ার (Done) |
তৃতীয় টার্গেট | ৫,০০০ স্টিম পাওয়ার (চলমান) |
পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে আমার ওয়ালেটে যেতে হবে সেখান থেকে স্টিম অপশনে ড্রপ বোতামে ক্লিক করলাম এবং পাওয়ার আপ এ ক্লিক করলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করার পর, আমি যে পরিমাণ পাওয়ার আপ করতে যাচ্ছি তা সেখানে বসাতে হবে। তারপর আমাকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এর পরে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই পাওয়ার আপ হয়ে যাবে।
তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো। |
---|
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
শেষ ধাপ
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগত ভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগত ভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগত ভাবে আমি বাঙালি।
পোষ্ট ও ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পাওয়ার আপ |
Happy 4x Dolphin Day !
Enjoy this special #clubdolphin vote...
#club75 😀 🐬 🐬 🐬 🐬
অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমার পরবর্তী টার্গেট ২৫ হাজার স্টিম পাওয়ার এচিভ করা।আমারও ধন্যবাদ জানাচ্ছি উৎসাহ প্রদানের জন্য।
মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি চতুর্থ ডলফিন হয়ে গেলেন ভাইয়া। বিষয়টি সত্যি অনেক ভালোলাগার কেননা এই ধরনের অর্জন নিজেকে অনেক অনুপ্রেরণা দেয়। আপনার কার্যক্রম দেখে আমারও এই ধরনের ইচ্ছা হচ্ছে।
আসলে ভাই টার্গেট নিয়েছি তাই হতে পেরেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
ভাই আপনি তো রকেট গতিতে এগিয়ে যাচ্ছেন।দেখে অনেক ভাল লাগছে।কারন আপনার সাথে সাথে কমিউনিটির ও শক্তি বৃদ্ধি পাচ্ছে। অনেক শুভ কামনা রইল আপনার জন্য
কি আর করার ভাই চেষ্টা করছি ভালো কিছু অর্জন করার ধন্যবাদ পাশে থাকার জন্য ।
Great job, congratulations my friend!
অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।
খুব শীঘ্রই আপনি আপনার টার্গেট পূরন করতে পারবেন।অলরেডি ২০০০০ হয়ে গিয়েছে ২৫০০০ হতে খুব বেশি সময় লাগবে না আশা করি। বেশ ভালো লাগলো।ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ যথাযথ একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন আপু।
অনেক ধন্যবাদ আপনাকে অনেক বড় এমাউন্টের একটি পাওয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আশা করি আপনি চতুর্থবার ডলফিন হতে পারবেন সে কামনা করছি। আপনার পাওয়ার আপ বৃদ্ধি করা দেখে বোঝা যাচ্ছে আপনার একাউন্টে সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এভাবে যদি যেতে থাকেন আপনি আরো সফলতার সাথে কাজ করতে পারবেন।
আমি অলরেডি চতুর্থবার ডলফিন হয়ে গিয়েছি। এবার পঞ্চম বারে পদার্পণের পালা।
কংগ্রাচুলেশনস ভাইয়া 🌼🦋
আরেকটি মাইলফলক স্পর্শ করে ফেললেন। স্টিমিটে নিজের অবস্থানকে আরও উচুঁতে নিয়ে গেলেন। আশা করি সেটা অদূর ভবিষ্যৎ এ অনেক বড় একটা ভীত তৈরহ করবে 🌼
আপনারা সবাই পাশে থাকলে অনেক কিছু করা সম্ভব ধন্যবাদ মন্তব্য করার জন্য।
অভিনন্দন ৪✖️ ডলফিন 🐬🐬🐬🐬🎉💥
আপনার এই দূর্বার গতিতে এগিয়ে যাওয়াকে মন থেকে সাপোর্ট করি ভাই। আপনি ২০০০০ এসপির মাইল ফলক স্পর্শ করে ফেললেন। এভাবেই এগিয়ে যেতে থাকুন অনেক দোয়া রইল ভাই।
অনেক ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য। ভাই আশা করছি আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ৪ এক্স ডলফিনে পদার্পণ করার জন্য। পাওয়ার আপ এর এই ধারাবাহিকতা বজায় রেখে আপনি খুব শীঘ্রই ৫ এক্স ডলফিনে পদার্পণ করবেন ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য। আপনাদের সাপোর্ট অনেক বেশি কাজে লাগবে ভালো থাকবেন।
ভাইয়া প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। 3000 স্টিম পাওয়ার বৃদ্ধি করে ৪এক্স ডলফিনে পদার্পণ রাগ করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। আপনার এই পোস্ট পড়ে সবাই অনুপ্রেরণা পাবে। আমার খুবই ভালো লাগলো ভাইয়া। এভাবেই নিজের লক্ষ্যে এগিয়ে যান এই প্রত্যাশাই করি। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য। আশা করছি আপনিও নিজেকে এগিয়ে নিয়ে যাবেন ।
ভাইয়া প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং রকেট গতিতে ডলফিন-৪ এ মাইল ফলক স্পর্শ করার জন্য।এভাবে আরও অনেক দূর এগিয়ে যাবেন। এই কামনাই করি।
আপনারা সবাই পাশে থাকলে অনেক কিছু করা সম্ভব ধন্যবাদ মন্তব্য করার জন্য।।
4x ডলফিন সাফল্যের সাথে অর্জন করার জন্য ভাইয়া আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মনে করি, আপনি আগামী দিনেও এভাবেই আপনার পাওয়ার বৃদ্ধি অব্যাহত রাখবেন। আপনার 4x ডলফিন হওয়ার পোস্টটি পড়ে অনেকেই পাওয়ার বৃদ্ধি করতে আরও বেশি উৎসাহিত হবে। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য। আপনাদের সাপোর্ট অনেক বেশি কাজে লাগবে ভালো থাকবেন।।
https://twitter.com/Nevlu123/status/1636203925845209089?s=20
Congratulations! It is only hard work and dedication that brings these dolphins.
Good luck for the next 5,000!
অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। ভালো থাকবেন এবং আশা করছি খুব শীঘ্রই বাকি ৫ হাজার অ্যাচিভ করব।
Fingers cross! 🤞
একাউন্টঃ @nevlu123
পাওয়ার বৃদ্ধিঃ =16.9847%
অসংখ্য ধন্যবাদ ভাই আমার পাওয়ার আপের পার্সেন্টেজ ক্যালকুলেশন করে আমাকে জানিয়ে দেওয়ার জন্য।