কালারফুল চিকেন ঝাল মাসালা মোমো।(আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩৫ ||

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

20230502_143007.jpg
আজকের পোস্টে একদম ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে তো এই এক সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।রেসিপি মানেই দারুণ কিছুর আয়োজন। কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।আর যেহেতু ইউনিক কিছু করতে হয় সেই হিসেবে শুরুর দিক থেকেই চিন্তা করতে নেমে যাই,হাহা।কারণ বর্তমানে ইউটিউবে অনেক কিছুই আছে,যা আমরা কখনো খাই নি এমনও।কিন্তু তার থেকেও ইউনিক কিছু তৈরি করার চিন্তা আমার মাথায় ঘুরে।আর ইউনিক চিকেন রেসিপি তৈরির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।যেটা আমরা পূর্বে কখনো খাই নি এমন কিছু তৈরি করব ভেবেছি।আর সেজন্য চিকেন দিয়ে কি তৈরি করব সেটা ভাবতে ভাবতেই মাথায় এলো মোমোর কথা। তবে সাধারণভাবে তো মোমো অনেকেই তৈরি করে।আমি ভেবেছি একটু কালারফুল আর ভিন্ন ডিজাইনে তৈরি করব।তাই নিজের ভাবনামতে মসলা দিয়ে চিকেনের পুর তৈরি করে ডিজাইন করে মোমো রেসিপিটি তৈরি করে ফেললাম।
20230502_141916.jpg

20230502_142328.jpg

20230502_142407.jpg

20230502_142916.jpg

যদিও এই ফুলের ডিজাইন করতে আমার অনেক বেশি সময় লেগেছে।কারণ যেহেতু আমি প্রথমবার এটি ট্রাই করেছি সেই হিসেবে আমার অনেক সময় লেগেছে।আর প্রথমে আমি কয়েকবার একটি রুটি দিয়ে ডিজাইনটা ট্রাই করেছি।একবার, দুইবার তিনবার, তারপর দেখলাম মোটামুটি অনেকটাই হয়েছে।তারপর আমি করে ফেললাম এই ফুলের ডিজাইনটা। আমার কাছে ডিজাইনটা বেশ দারুণ লেগেছে।আর পিঙ্ক কালারের কারণে দেখতেও অসাধারণ লাগে।এই জন্য ভিন্ন ভাবে ভিন্ন স্বাদে এই মোমো তৈরি করা।যদিও মোমোর ভিতরের পুর আমি আগে থেকেই ভেজে নিয়েছি।একটু মসলাদার করতে চেয়েছি তাই। যাইহোক, শতবার চেষ্টার পর রেসিপিটি তৈরি করেছি বলা চলে।চলুন তাহলে আমার এই রেসিপিটি এক নজরে দেখে নিন।অবশ্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি,রেসিপির আউটলুকের।

কালারফুল চিকেন ঝাল মাসালা মোমো ।

20230502_141847.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
চিকেন৩ পিস
পেঁয়াজ১টি
টমেটো২টি
কাঁচামরিচ৪টি
মরিচ গুড়ো২ চা চামচ
হলুদ গুড়ো১চা চামচ
জিরা গুড়ো২ চা চামচ
রসুনবাটা১ চামচ
আদা বাটাআধা চা চামচ
লবণপরিমাণ মত
টমেটো সস২ চা চামচ
সয়া সস১ চা চামচ
আটা২ কাপ
ফুড কালারগোলাপি
ঝাঁঝরিমাটির
তেলপরিমাণ মত

20230503_092824.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং লেবু ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি।এরপর লেবুর স্লাইস তৈরি করে নিলাম।

20230502_095529.jpg20230502_095632.jpg
20230502_100117.jpg20230502_103503.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি মুরগির মাংস কে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে লেবু দিয়ে মেখে পানি ঝরিয়ে রেখে দিলাম।

20230502_094308.jpg20230502_100410.jpg
20230502_101658.jpg20230502_103527.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে প্রথমত চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা।এরপর আরো দুই মিনিট ভেজে নিলাম।

20230502_103839.jpg20230502_103855.jpg
20230502_103958.jpg20230502_104045.jpg

চতুর্থ ধাপ

এরপর এর মধ্যে দিয়ে দিলাম লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন।তারপর চিকেন দেয়ার পর এগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিতে থাকলাম।

20230502_104107.jpg20230502_104115.jpg
20230502_104238.jpg20230502_104520.jpg

পঞ্চম ধাপ

এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচগুড়া, লবণ এবং জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে থাকলাম। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম টমেটো সস এবং সয়া সস। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মসলা এবং চিকেন কষিয়ে নিলাম।

20230502_104536.jpg20230502_104642.jpg
20230502_104839.jpg20230502_104735.jpg

ষষ্ঠ ধাপ

আধা কাপ পরিমাণ পানি এর মধ্যে যোগ করলাম।তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম শুকনো করে ভেজে নিলাম। আলাদা প্লেটে তুলে নিলাম।

20230502_105440.jpg20230502_104944.jpg

20230502_110335.jpg

সপ্তম ধাপ

এই ধাপে একটি পাতিল এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটার মধ্যে লবন দিয়ে দিলাম। পানি ফুটতে শুরু করলে তার মধ্যে আটা দিয়ে ডো তৈরি করার জন্য প্রস্তুত করলাম। তারপর চুলা থেকে নামিয়ে সেই আটা ভালোভাবে মথে নিয়ে সফট ডো তৈরি করে নিয়েছি।

20230502_115401.jpg20230502_115516.jpg
20230502_115421.jpg20230502_115742.jpg

অষ্টম ধাপ

তারপর এর মধ্যে আমি গোলাপি রঙের ফুড কালার দিয়ে আবারো ভালোভাবে মেখে নিলাম। পুরোটাকে আমি ছোট ছোট ছয়টি ডো তে ভাগ করে নিলাম।

20230502_122408.jpg20230502_122617.jpg

20230502_122739.jpg

নবম ধাপ

এখন এই ডো গুলোকে প্রথমত গোল গোল করে নিয়েছি। তারপর এক এক করে রুটি তৈরি করে নিলাম।

20230502_122912.jpg20230502_123143.jpg

20230502_123905.jpg

দশম ধাপ

রুটির মাঝের অংশে আমি চিকেন দিয়ে তৈরি করা পুর দিয়ে দিলাম। তারপর আমি এটিকে চারদিক থেকে প্রথমত ভাঁজ করে নিলাম। আবার সেই চারটা অংশের মাঝ বরাবর দিয়ে ভাঁজ করে মোট আটটি ফুলের পাপড়ির মতো ডিজাইন বের করলাম। এভাবেই আমি একটা ফুল তৈরি করে নিলাম।

20230502_124055.jpg20230502_124812.jpg20230502_124843.jpg
20230502_124847.jpg20230502_124929.jpg

একাদশ ধাপ

এক এক করে আমি ছয়টি রুটির সাহায্যে এই ফুলের মত মোমো তৈরি করে নিলাম। প্রথম দুটি মোমোকে আমি আটা দিয়ে সুতার মত বাঁধলাম। পরে দেখলাম যে আটা গুলো ছিড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমি বাকিগুলোতে সুতলি দিয়ে বেঁধে দিলাম যাতে ভাঁপে দেয়ার সময় এগুলো খুলে না যায়।

20230502_125056.jpg20230502_125102.jpg
20230502_125137.jpg20230502_130643.jpg

দ্বাদশ ধাপ

এরপর চুলায় একটি পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার উপরে ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। পানি ফুটন্ত হয়ে এলে এই ঝাঁঝরির মধ্যে হালকা তেল ব্রাশ করে দিয়ে মোমো গুলো বসিয়ে দিলাম। উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভাঁপে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এগুলো যখন ভাঁপে সিদ্ধ হয়ে এলো তখন আমি ঝাঁঝরি থেকে সাবধানে এগুলো আলাদা পাত্রে তুলে নিলাম।

20230502_125421.jpg20230502_130759.jpg
20230502_131232.jpg20230502_131235.jpg

পরিবেশন

20230502_142927.jpg

20230502_182523.jpg

20230502_142401.jpg

20230502_142843.jpg

20230502_142912.jpg

20230502_142945.jpg

20230502_142940.jpg

20230502_142958.jpg


আউটলুকে একটু ভিডিওগ্রাফি।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ভাই আপনি অসাধারণ রেসিপি তৈরি করেছেন। দেখে যেন খেতে ইচ্ছা করছে। মন চাচ্ছে এখন ফেনীতে চলে আসি, এত মজাদার এবং ইউনিক রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

খুব সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।।

 last year 

মুরগির মাংসের দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই মাংস দেখে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না যে এটা মুরগির মাংসের কোন একটা রেসিপি। আপনার এই রেসিপি দেখে খুবই ভালো লাগলো।

 last year 

ব্যতিক্রম ও ইউনিক কিছু তুলে ধরার প্রচেষ্টা ছিল তাই এমন হয়েছে ধন্যবাদ।।

 last year 

কালারফুল চিকেন ঝাল মাসালা মোমো ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেলাম ‌‌‌। চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। এধরনের রেসিপি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। আপনি শতবার চেষ্টা করে করতে সফল হয়েছেন জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু ছিল ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর আর ইউনিক একটি রেসিপি নিয়ে আপনি ৩৫তম প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। আপনার আজকের রেসিপিটি আমি এর আগে দেখি নি। এমন কি নামও শুনিনি। বেশ সুন্দর উপস্থাপনাও করেছেন। আশা করি পুরুস্কারটি আপনার ঝুলিতেই উঠেবে।

 last year 

জি আপনার কথা বিচারক গণ শুনতে পেয়েছে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

কালারফুল চিকেন ঝাল মাসালা মোমো রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনার মজাদার ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই ভালো থাকবেন।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে। প্রতিযোগিতা উপলক্ষে খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন আপনি যা দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে। চিকেন ঝাল মাসালা মোমো রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপির কালার টাও দারুন এসেছে ভাইয়া। আপনার সম্পূর্ণ রেসিপিটি তৈরি করার উপস্থাপনা খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 last year 

চমৎকার একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

ভাইয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি খুবই ইউনিক রেসিপি শেয়ার করেছেন। এভাবে কখনো কালারফুল চিকেন ঝাল মাসালা মোমো খাওয়া হয়নি। যে জিনিস দেখতে সুন্দর তা কিন্তু খেতেও দারুণ লাগে। আপনার উপস্থাপনা এত সুন্দর হয়েছে যা দেখে চোখ ফেরাতে পারছি না। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ঠিক আপু যে জিনিস দেখতে সুন্দর তা কিন্তু খেতেও দারুণ লাগে।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অভিনন্দন।।
তবে এত চমৎকার মজাদার এবং ইউনিক রেসিপি আমি পড়বে কখনো দেখিনি রীতিমতো আমার চোখ দাঁড়িয়ে গিয়েছে ফটোগ্রাফির দিকে।।
আপনার রেসিপি প্রস্তুতির কৌশল এবং বুদ্ধিমত্তার তারিফ করতে হয়।।
তবে যে পরিমাণ লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খুব মজা করে খেয়েছেন।।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।।

 last year 

জি ভাই অনেক মজা হয়েছে ।আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল।।

 last year 

প্রতিযোগিতার জন্য খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে। দেখতেও খুব ইউনিক লাগতেছে। আমি আশা করি প্রতিযোগিতায় আপনি সম্মানজনক একটি স্থান পাবেন। এত চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 last year 

চমৎকার একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60596.21
ETH 2611.46
USDT 1.00
SBD 2.64