DIY-এসো নিজে করি:'কাকাতুয়া পাখির চিত্র অংকন' || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।কিছুদিন ধরে শরীরটা ভাল না থাকায় গত কয়েকদিন পোস্ট করতে পারিনি। আজ শরীরটা একটু ভালো থাকায় আকার বইখাতা নিয়ে বসে গেলাম। ভাবলাম একটা কাকাতুয়া পাখি একে ফেলি।তাই আজ আমি আপনাদের সবার সাথে কাকাতুয়া পাখির চিত্র অঙ্কন করে ভাগ করে নিলাম।


সকল কাকাতুয়ারই আকর্ষণীয় পালক এবং শক্তিশালী বাঁকানো ঠোঁট রয়েছে। অধিকাংশ প্রজাতিই সাদা রংয়ের। কিন্তু কিছু প্রজাতির গায়ের রঙ ধূসর, খয়েরী, উজ্জল কালো বর্ণের। কাকাতুয়া মাঝারি থেকে বড় বড় তোতা পাখির চেয়েও বড় হতে পারে।


মানুষের কথা নকল করতে এরা খুব ভালবাসে। কাকাতুয়া খুব সামাজিক একটি পাখি। মালিককে খুব ভালবাসে এরা। ঠিক মত লালন পালন করলে এবং সেখালে এরা সব কিছুই আয়ত্তে আনতে পারে।



11.jpeg




অংকন পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কালো স্কেচ পেন
• সবুজ রঙ
• খয়েরি রঙ
• হলুদ রং
• আকাশী রং



প্রথম ধাপ


• প্রথমে একটি সাদা খাতা, পেন্সিল,রবার, আকাশী রং হলুদ রং, সবুজ রং, খয়েরি রং এবং একটি কালো স্কেচ পেন নিয়ে নিলাম।


দ্বিতীয় ধাপ



•এরপর কাকাতুয়া পাখির মাথা আঁকার জন্য গোল করে নিলাম।

1.jpeg


তৃতীয় ধাপ



•এরপর ঝুটি একে নিলাম।

2.jpeg


চতুর্থ ধাপ



•এরপর পাখির শরীর একে নিলাম।

3.jpeg


পঞ্চম ধাপ



•এরপর পা এঁকে নিলাম।

4.jpeg


ষষ্ঠ ধাপ


•এরপর গাছের ডাল এবং পাখির লেজ এঁকে নিলাম।

5.jpeg


সপ্তম ধাপ


• এরপর পাখির চোখ এবং পালক একে নিলাম

6.jpeg


অষ্টম ধাপ



•এরপর আকাশী রং দিয়ে পাখির পালকের অংশ রং করে নিলাম।

7.jpeg



নবম ধাপ


• এবার খয়রি রঙের গাছের ডালটা রং করে দিলাম এবং পাতাগুলো সবুজ রং করে দিলাম।

8.jpeg


দশম ধাপ


• এবার হলুদ রং দিয়ে পাখির শরীরটা রং করে নিলাম এবং পাখির মুখ এবং ঝুটিটা আকাশি রং দিয়ে রং করে নিলাম তারি সাথে কালো স্কেচ পেন দিয়ে পুরো পাখিটা বর্ডার করে দিলাম এবং গাছের ডাল পাতাগুলো বর্ডার করে নিলাম।

9.jpeg


একাদশ ধাপ



• ব্যাস তৈরি হয়ে গেল কাকাতুয়া পাখির চিত্র অংকন।

10.jpeg

11.jpeg




selfy.jpeg
কাকাতুয়া পাখির চিত্রাংকন এর সাথে আমার একটি নিজস্বী



ধন্যবাদ

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট ভাইয়া কাকাতুয়া পাখিটি দেখেতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন জীবন্ত একটা পাখি। আপনাকে ধন্যবাদ ভাইয়া এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago (edited)

ধন্যবাদ আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য। চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো ভালো আঁকা আপনাদের মাঝে প্রতিস্থাপন করার।

 2 years ago 

আপনার কাকতাড়ুয়া পাখিটির চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে।অনেক নিখুত ভাবে করেছেন আপনি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। চেষ্টা করেছি যতটা ভালো করে অঙ্কন করা যায়।

 2 years ago 

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

কাকাতুয়া পাখির চিত্র অংকন আপনি অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লাগলো। বিশেষ করে কাকাতুয়া পাখি টা দারুন ভাবে ফুটে উঠেছে।। প্রতিটি ধাপ খুব সুন্দর করে ফুটে ওঠেছে।আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। খুব গুছিয়েএবং সুন্দরভাবে আপনি মন্তব্যটি করেছেন।

 2 years ago 

কাকাতুয়া পাখির চিত্রাংকন অসাধারণ হয়েছে। কাকাতুয়া পাখি দেখতে একদম সত্যিকারের কাকাতুয়া পাখির মতই লাগছে। আপনি অনেক সুন্দর করে আপনার অঙ্কনের প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার অঙ্কনের পদ্ধতি আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি চিত্র অঙ্কন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য। আসলে আমি অঙ্কনটি শেষ করে তারপর কালো স্কেচ পেন দিয়ে বর্ডার টা করেছি। চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আঁকা আপনাদের উপহার দেওয়ার ছবি।

 2 years ago 

ভাইয়া আপনার কাকাতুয়া পাখির চিত্র অংকন টি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সত্যিই অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি কাকাতুয়ার চিত্রাংকন টা অসাধারন হয়েছে। গাছের ডালে বসে থাকার কারণে দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। নীল আর হলুদ পাখি টা দেখতে সত্যি অসাধারণ দেখাচ্ছে। আমার কাছে তো পাখিটা অসাধারণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য। নীল রঙের সাথে হলুদ রং খুব মানাচ্ছিল তাই দিয়েছে।

 2 years ago 

কাকাতুয়া পাখির খুব সুন্দর এবং কালারফুল একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন সত্যি আপনার অংকন এর প্রশংসা করতে হয় ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

খুব সুন্দর ভাবে কাকাতুয়ার চিত্রাংকন করেছেন। দেখলাম আপনি খুব সুন্দর ভাবে এই অংকটি করেছেন। একটু একটু করে দেখিয়েছেন কিভাবে অঙ্কন সম্পূর্ণ করেছেন। এমনিতে কালারফুল হয়েছে অনেক বেশি। দেখতেও অনেক ভালো লেগেছে। সামনে আরো এরকম অংকন দেখব নিশ্চয়ই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে এরকম অঙ্কন আপনাদের সামনে নিয়ে আসার।

 2 years ago 
  • কাকাতুয়া পাখির চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ লাগছে। সুন্দর ভাবে আপনি চিত্রটি অঙ্কন করেছেন, আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।
 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের ভালো লাগলেই আমার আরও বেশি করে ভালো লাগে।

 2 years ago 

আপনার অঙ্কন করা কাকাতুয়া পাখির চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। আর পাখির চিত্রটিতে রং করাই দেখতে আরো সুন্দর লাগছে। ধাপ গুলোও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অঙ্কন টা মোটামুটি হলেও রংটা একটু ধরে ধরে করি যাতে অঙ্কনটা সুন্দর হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57912.75
ETH 3070.69
USDT 1.00
SBD 2.33