নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। এর আগে আমি একবার মাত্র পাওয়ার আপ পোষ্ট করতে পেরেছিলাম, তারপর থেকে প্রায় একমাস মতো পাওয়ার আপ বা অন্য কোনো পোস্ট ই করে উঠতে পারিনি। আজ আমি দ্বিতীয় বার পাওয়ার আপ পোস্ট করলাম, আর আজ থেকে আমি প্রত্যেকদিন পোস্ট করার চেষ্টা করব।
দ্বিতীয় বার পাওয়ার আপ করতে আমার খুব ভালো লাগছে, আর আমার ইচ্ছা আছে প্রত্যেক সপ্তাহে একবার করে পাওয়ার আপ করার এবং যতটা সম্ভব পাওয়ার হিরোইজম কে ডেলিগেট করার।
আজকে পাওয়ায় আপ করার আগে, আমার মোট পাওয়ার ছিল- ৭৪.৮৪৮ এসপি।আমার ওয়ালেটের ১০০ শতাংশ স্টিম ,পুরোটাই ৬২.২৬৫ এসপি আমি আজকে পাওয়ার আপ করেছি।এবং পাওয়ার আপ করার পর এখন আমার মোট পাওয়ার ১৩৭.১১৩ এসপি।
•পাওয়ার আপ করার আগের পাওয়ার - ৭৪.৮৪৮ এসপি
•৬২.২৬৫ স্টিম পাওয়ায় আপ করার সময়
•পাওয়ার আপ করার পর এখন আমার মোট পাওয়ার ১৩৭.১১৩ এসপি
আমার মনে হয় এই প্রতিযোগিতায় সবার অংশগ্রহণ করা উচিত এবং নিজের একাউন্টএ পাওয়ার বৃদ্ধি করার এতে করে নির্দিষ্ট মানের ভোট দেওয়ার সক্ষমতাও তৈরি হয়।
আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ সকলকে
একাউন্টঃ @neelandneel
পাওয়ার বৃদ্ধিঃ = 83.1551%
ধন্যবাদ দাদা আমার পাওয়ার বৃদ্ধির পরিমাণ উল্লেখ করে দেওয়ার জন্য।