খুব সুন্দর সুন্দর ফুলের ছবি শেয়ার করেছেন প্রথম ছবিটির নাম ক্রেপ জেসমিন তা সত্যিই জানতাম না এই ফুলটিকে তো আমরা টগর ফুল বলেই জেনে এসেছি এতদিন। তবে আমাদেরও যেমন সব কিছুরই ভালো না আমার খারাপ নাম থাকে এটাও মনে হয় সে রকম। যাইহোক প্রত্যেকটা ছবি বেশ মনোরম ছিল।
এই ফুলের থেকে আরেকটু ছোট ওই ফুলগুলোকে চায়না টগর বলে । আপনার বোঝার সুবিধার্থে আমি একটি ছবি দিয়ে দিলাম।চায়না যখন গাছগুলো ছোট হয়।দুটি ফুল দেখতে কিছুটা মিল আছে।
