আকাশ কুসুম চিন্তা এক ধরনের বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। মানুষ জীবনে যেমনই থাকুক সামান্য বিলাসিতা তার প্রয়োজন। সব সময় নিজের লাভ ক্ষতি ভেবেচিন্তে স্বপ্ন দেখা বা চিন্তা ভাবনা করা সমস্তটাই বাস্তবিককতাকে সাথে নিয়ে এগিয়ে চলা।জীবন কি সত্যিই এমন হয় না হওয়া সম্ভব? মানুষ এত হিসেবি হলে বাউন্ডুলে কথাটাই অভিধান থেকে বাদ পড়ে যেত তাই না?