আপনার আজকের ব্লগটি পড়ে খুবই মনটা খারাপ হয়ে গেল। আমাদের বাড়িতেও গরু রয়েছে। আর সেই গরুটাও অন্তঃসত্ত্বা। মানুষের কষ্ট হলে যেমন সিজার করে নেয় গুরুত্ব আর সেরকম অবস্থা নেই। তাই এখনো প্রাকৃতিক পরিস্থিতির ওপর নির্ভর করে জন্ম মৃত্যুর সাথে লড়াই করতে হয়। একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে প্রসব যন্ত্রণা যে কতখানি তা কেবল মায়েরাই জানে। সে মানুষই হোক বা গরু বা কোন প্রাণী। গরুটি দ্রুত সুস্থ হয়ে যায় এই কামনা করি।
ধন্যবাদ আপু এত সুন্দর মতামতের জন্য।