আজকের এই বিশেষ দিনটিতে আপনার জন্য সুদূর দেশ থেকে বন্ধুত্বপূর্ণ উষ্ণ অভিনন্দন জানাই। খুব ভালো থাকুন। সুস্থ থাকুন। আর পরিবারের সবাইকে নিয়ে হই হই করে কাটুক৷ বিশেষ জন্মদিনে ভাবি নিশ্চই দারুণ সব খাবার বানিয়েছেন৷ আজ লোভ দেব না। 😂
চৌত্রিশ বছর খুব একটা বেশি দিন নয় জীবনের৷ জন্ম চৌত্রিশ বছর আগে হলেও আপনি ১৮ টা অজ্ঞাত বসন্ত কাটিয়েছেন। তাই খুবই কম সময় হল জ্ঞাত বসন্তে রয়েছেন।
শুভ জন্মদিন শুভভাই। নামের মতই সব কিছু শুভ হোক আপনার। 💐💐💐
সূদুর বাংলাদেশ থেকে আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি।