অবলা প্রাণী কোনদিন লোক ঠকায় না৷ আপনার লেখা পড়তে পড়তে মনে পড়ল, আমি তখন হোস্টেলে থাকি। বাড়ি এসেছি ছুটিতে, মা সাইকেল নিয়ে স্কুল থেকে ফিরছে৷ এসেই হাকডাক শুরু করে দিয়েছে কেন না সাথে করে একটি কুকুর বাচ্চাকে এনেছে যাকে কেউ খুব বাজে ভাবে মেরেছিল৷ পাশের পাড়ায় এক ভেটেনারি ডাক্তার ছিল৷ তাকে ডেকে আনা হল৷ ওষুধ খাবার পড়তেই বাচ্চা চাঙ্গা। তারপর সে বড় হল। মায়ের সাথে রোজ স্কুলে যেত। আবার মা ফেরার আগে আনতেও যাবার নাম করে হাল্ফ রাস্তায় দাঁড়িয়ে থাকত।
অবলাগুলো বড্ড ন্যাওটা হয়। বহু মানুষই ওদের জন্য।সুইটেবল না। বিতর্কিত কিথা হলেও সত্য।
অপ্রিয় সত্য।