বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়ানোটা আমিও কলকাতায় থাকাকালীন দেখেছিলাম। আমাদের মেদিনীপুরের গ্রামের থেকে এই প্রচলনটা নেই। সাধারণত মাঠে যখন ধান উঠে যায় সেই দিনগুলোতে ঘুড়ি ওড়ানো হয় সেটা ওই মার্চ এপ্রিল মাসের দিকে। এবার তো শুনেছিলাম বিশ্বকর্মা পূজোয় আকাশে অনেক কালো ঘুড়ি উড়েছে। প্রবাসে মানে অবাঙ্গালীদের মধ্যে বিশ্বকর্মা পুজোর প্রচলন একেবারেই নেই। এরা গাড়ি ঘোড়া পুজো করে এদের যেদিন নববর্ষ থাকে সেই দিন। কতদিন বিশ্বকর্মা পূজোর প্রসাদ খাই না মনে পড়ে গেল। অবস্থাটা অনেকটা এমন যে আমার কাছে সবই স্মৃতি হয়ে গেছে।