সবকিছু ঠিক হয়ে গেলে তুমি আবার হাতিরঝিলে ঘুরতে যেও। বিকেলে বা সকালে বিশুদ্ধ বাতাসে কিছু সময় কাটানো কিন্তু খুবই স্বাস্থ্যকর। ছবিতে দেখে মনে হচ্ছে হাতিরঝিল জায়গাটি খুবই মনোরম। এমন সবুজ বিশুদ্ধ জায়গা মেট্রো সিটি গুলোতে খুবই কম থাকে। কংক্রিটের জঙ্গলে এই একখণ্ড প্রকৃতির বুকে সামান্য না গেলে দিনের ক্লান্তি গুলো যেন থেকেই যায়। খুবই ভালো লাগলো তোমার পোস্ট।